সুখ-দুঃখের সাথী
লিখেছেন লিখেছেন সায়েম খান ০৬ নভেম্বর, ২০১৩, ০৯:০২:২৪ সকাল
দুঃখ একটি সস্তা পণ্য,
তাইতো সবাই তারে
দান করে অকাতরে,
কেউ চায়না নিজের কাছে রাখতে।
আর আমি সেই দান
সাদরে গ্রহণ করি দু'হাত পেতে,
জমা রাখি বুকের ভিতরে।
বুকের পাজর গেছে ভেঙ্গে,
দুঃখের ভার সইতে না পেরে।
আর যে ক্ষমতা নাই দুঃখ বইবার,
তবুও মানুষ দুঃখ দেয় বারবার,
দুঃখগুলোকে মাথা পেতে নিতে
শুরু করলাম তারপর্।
একসময় তা-ও হয়ে গেল
বিরাট বোঝা,
আর যে বইতে পারিনা সে বোঝা।
মুখ থুবড়ে পড়ে গেলাম মাটিতে,
পড়ে আছি এখনো,
হে মানুষ,আর দুঃখ দিওনা,
আমি যে আর সইতে পারিনা।
কেউ কি পারোনা নিবিড় মমতায়
আমার বুকের সেই ভাঙ্গা পাজর
জোড়া লাগাতে?
কেউ কি পারোনা
আমার সুখ-দুঃখের সাথী হতে?
এমন কি কেউ নেই,
যার হাতে পরম নির্ভরতায় হাতটি রেখে
আমি পারবো উঠে দাড়াতে?
আর চাইনা দুঃখ নিতে
চাই নতুন জীবন গড়তে,
চাই উৎসাহ, চাই অনুপ্রেরণা।
কেউ কি নেই দেবার মত?
কেউ কি পাশে এসে পারেনা বলতে
এই ছেলে তুমি একা নও,
আমি আছি তোমার পাশে।
-------------------------------------
১৫/০৮/২০০৮ ইং তারিখে রচিত।
*********************
বিষয়: সাহিত্য
১২৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন