--০০ ভালবাসা মানে ০০--

লিখেছেন লিখেছেন সায়েম খান ০২ নভেম্বর, ২০১৩, ০৫:২৪:৩৯ বিকাল

ভালবাসা মানে

কিছু আবেগমাখা মিথ্যে বাক্য,

ভালবাসার শুরুতে

কাউকে পাবার আকাঙ্খা

শেষে দুর্ভাগ্য।

ভালবাসা মানে

প্রেমিকার ছবি হৃদয়ে টাঙ্গানো,

ভালবাসা মানে

বেদনার নীল রঙে

নিজেকে রাঙ্গানো।

ভালবাসা মানে

কবিতায় লেখা যে কোন কবির

কয়েকটি লাইন,

ভালবাসা মানে

অবিশ্বাসে ভরা প্রেমের রাজ্যের

অন্ধ আইন।

ভালবাসা মানে

ব্যর্থ প্রেমের করুণ ইতিহাস,

যার নমুনা-

শরৎচন্দ্রের লেখা দেবদাস।

ভালবাসা মানে

প্রেমিকার তরে উৎসর্গ করা

প্রেমিকের জীবন,

ভালবাসা মানে

জীবনে জড়ানো হতাশার কাফন।

ভালবাসা মানে

বলবো কি আর?

ভালবাসা মানে

ব্যথার পাহাড়।

ভালবাসা মানে

শুধুই কষ্ট,

ভালবাসা মানে

জীবন নষ্ট।

ভালবাসা মানে

মিছে স্বপ্নের ঘর বাঁধা,

ভালবাসা মানে

নিজের ভূলে অবশেষে কাঁদা।

----------------------------

(২২/০১/২০০২ তারিখে রচিত। এটি আমার লেখা কবিতাগুলোর মধ্যে প্রথম সংরক্ষিত কবিতা।)

****০০০০****

বিষয়: সাহিত্য

১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File