তুমি না এলে

লিখেছেন লিখেছেন সায়েম খান ০২ নভেম্বর, ২০১৩, ১১:৪৬:৫৯ সকাল

বাংলার কত বীর মুক্তিযোদ্ধা

শহীদ হবার পর,

বাংলার কত দুঃখিনী মায়ের বুক

খালি করার পর,

বাংলার কত কৃষক,শ্রমিক,রিকশাওয়ালার

রক্ত ঝড়ার পর,

তুমি এলে স্বাধীনতা।

হে প্রিয় স্বাধীনতা

তুমি না এলে

এই বাংলায় মুক্তবাতাস

বইতোনা কোনদিন।

তুমি না এলে

এই বাংলার হাজার শহীদের রক্ত

বৃথা যেত,

তুমি না এলে

রাজাকার-আলবদররা এদেশটাকে

কুড়ে কুড়ে খেত,

তুমি না এলে

এই বাংলায় স্বাধীন পতাকা

উড়তোনা কোনদিন।

তুমি না এলে

বাংলার মানুষ প্রাণখুলে

কথা বলতে পারতোনা,

তুমি না এলে দুঃখিনী মায়ের

খোদার কাছে প্রার্থনা বৃথা যেত।

তবুও কি এদেশ স্বাধীন?

না। এখনো দেশে অরাজকতা

বোমাবাজ-গুন্ডা-মাস্তানদের ভয়ে

এখনো মানুষ শংকিত।

হে প্রিয় স্বাধীনতা

তুমি আবার কবে আসবে

এই বাংলায়...?

---------------------------

রচনাকাল: ০৭/০২/২০০৩ ইং

বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল থাকায় কবিতাটি প্রকাশ করা হলো।

বিষয়: সাহিত্য

১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File