আমি বাকশাল নাম শুনেছি দেখিনি, ২৫ শে অক্টোবর ২০১৩ তারিখের পর থেকে জানলাম বাকশাল কাকে বলে।

লিখেছেন লিখেছেন ইসলামের সৈনিক ৩০ অক্টোবর, ২০১৩, ০৯:০৬:২০ সকাল

আমি বাকশাল নাম শুনেছি,বাকশাল কাকে বলে জানিয়ো না এবং দেখিওনি, ২৫ শে অক্টোবর ২০১৩ তারিখ পর থেকে জানলাম বকশাল কাকে বলে। বাকশাল; যারা ক্ষমতা চিরস্থায়ি করার জন্য পাখির মত মানুষ হত্যা করতেও দ্বিধাবোধ করেনা,যে সরকার জনগনের মনের ভাষা বোঝতে চাই না। বিরোধী দলকে সভা-সমাবেশ মিছিল-মিটিং কিছুই করতে দেয় না। তারা ক্ষমতার মোহে এতই বিভোর মানুষের সহজাত ধর্ম দয়া-মায়া কিছুই থাকেনা তাদের অন্তরে,সব ভুলে গিয়ে ক্ষমতার মোহে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় করন করে,বিরোধী দলকে দমন করার জন্য লেলিয়ে দেয়।

যেমন বর্তমান সরকার গণবিষ্ফোরণ ঠেকাতে ৫ দিনে ২৭ জন নিরপরাধ মানুষ হত্যা করেছে,দেখুন ক্ষমতায় টিকে থাকার জন্য পাখির মত মানুষ মারতেও দ্বিধাবোধ করছে না। বর্তমান জালিম সরকার ক্ষমতার লোভে কতগুলি প্রাণ কেড়ে নিয়েছে। এসবের বিচার দুনিয়াতে না হলেও আখেরাতে হবে একদিন এই আশাই থাকবো।

বিষয়: বিবিধ

১৭৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File