আল্লাহর অস্তিত্ব
লিখেছেন লিখেছেন ইসলামের সৈনিক ২৫ অক্টোবর, ২০১৩, ০৭:৫৪:৪৯ সন্ধ্যা
ইমামে আযম হযরত আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিকের বিতর্কসভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক বিরাট জন সমাবেশের আয়োজন ও করা হয়। সময় মত নাস্তিক সমাবেশে উপস্থিত হলো। কিন্তু ইমাম আবু হানিফা (রঃ) উপস্থিত হলেন অনেক বিলম্বে। তখন নাস্তিক বলল,এত দেরী করে এলেন কেন?আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। উত্তরে তিনি বললেন,আমার আসার পথে ছিল একটি নদী। পারাপারের উপায় ছিল না। অনেক্ষণ দাড়িয়ে ছিলাম। হঠাৎ কি দেখলাম! আমার সম্মুখেই একটি বৃক্ষ গজাচ্ছে। এ বৃক্ষটি অল্প সময়েই বড় হয়ে গেলো। অতঃপর এল একটা কুড়াল।এই কুড়াল এসে গাছটি কেটে ফেললো। তারপরে দেখলাম আসলো করাত। করাত গাছটিকে চিরে তক্তা বামিয়ে ফেললো। অতঃপর পেরেক হাতুড়ী ইত্যাদি এসে গেল। আর তৈরী হয়ে গেল নৌকা। অতঃপর নৌকাটি আমার সম্মুখে চলে এলো এবং সে নৌকা দিয়ে আমি পার হয়ে এলাম। এতে একটুদেরী হয়ে গেল।
নাস্তিক এ কথা শুনে চিৎঅকার করে বলে উটলো। সাহেব,আপনি কি পাগল হয়ে গেলেন?এতগুলো কাজ কি ভাবে নিজে নিজে হয়ে গেল। এবার হযরত আবু হানিফা (রঃ) বললেন,এটাই হচ্ছে আপনার বিতর্কের উত্তর। আপনি কিভাবে চিন্তা করতে পারলেন যে,এই বিশাল সৃষ্টিজগতে গ্রহ,নক্ষত্র,আকাশ-পৃথিবী,আলো বাতাস,গাছ পালা,মানুষ,পশু-পাখি,অসংখ্য জীব-জন্তু সব কিছু নিজে নিজে তৈরি হয়ে গেল?এর পিছনে একজন শক্তিশালী সুনিপুণ কারিগর অবশ্যৈ একজন আছেন। আর তিনি হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ তা'আলা। যিনি এজগতের সৃষ্টিকর্তা ও একমাত্র মালিক।
নাস্তিক আর কোন উত্তর দিতে পারল না।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন