নেক্‌কার হওয়ার প্রথম শর্ত ঈমানঃ

লিখেছেন লিখেছেন ইসলামের সৈনিক ২৯ অক্টোবর, ২০১৩, ০৯:৪৮:৫০ রাত

হযরত জিব্রাঈল (আঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করেন,হে মুহাম্মদ (সাঃ)! ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ (সাঃ) উত্তরে বলেন,(১) আল্লাহর উপর ঈমান আনা (২) আল্লাহর ফেরাস্তাদের উপর ঈমান আনা (৩) আল্লাহর অবথির্ণ কিতাব সমূহের উপর ঈমান আনা (৪) আল্লাহর ফ্রিত রাসূলগণের উপর ঈমান আনা (৫) আখেরাতের দিনের উপর ঈমান আনা (৬) ভাল-মন্দ তাক্বদীরের উপর বিশাস করা ও মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনা। উত্তর শুনে জিব্রাইল (আঃ)

বলেন যে,আপনি সত্য বলেছেন।

শিরকী ও কুফরী আক্বীদা হতে বেঁচে

থাকা আল্লাহ ও তাঁর রাসূলের বাণীর উপর পূর্ণ বিশ্বাস করা। মহিলারা কিভাবে জানবাজী রেখে ঈমানের উপর মজবুত

ও অটল ছিলেন,তার উদাহারণ স্বরূপ নিম্নে বিবি আসিয়া (রাযিঃ)এর একটি

ঘটনা উপস্থাপন করা হলঃ

ফেরাউনের মত কট্টর কাফির,যে দাবি করেছিল,আমি তোমাদের বড় প্রভূ, (নাউযুবিল্লাহ)-তার ঘরে তার স্ত্রী বিবি আসিয়া (রাযিঃ) ছিলেন পাক্কা ঈমানদার। একবার ফেরাউন বিবি আসিয়াকে হাত-পা' গাছের সাথে পেরেক মেরে বলছিল,তুমি আমাকে রব স্বীকার কর,না হয় তোমাকে এখনই হত্যা করবো। হযরত বিবি আসিয়া (রাযিঃ) তার কথায় কর্ণপাত না করে ঈমানের বলে বলীয়ান হয়ে ঐরূপ ভয়াবহ অবস্থায় ও আল্লাহর দরবারে প্রার্থণা করে বলেন,

হে আমার প্রভূ! আমার জন্য আপনার নিকট জান্নাতে একটা ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন,এবং যালিম সম্প্রদায় হতে মুক্তি দিন।

বিষয়: বিবিধ

১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File