আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হঠানোর জন্য হেফাজতে ইয়সলাম'ই যথেষ্ট

লিখেছেন লিখেছেন ইসলামের সৈনিক ২৮ অক্টোবর, ২০১৩, ০৭:৪২:১৭ সন্ধ্যা

হেফাজতে ইসলাম ছাইলে দেশ অচল করে দিতে পারে,এ সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য হেফাজত ইসলাম'ই যতেষ্ট। অনেক দিন পর আওয়ামীলীগ সরকারের বুঝে আসল। এইটা সরকারের বুঝতে অনেক দেরি হয়ে গেল।

হেফাজতে ইসলামের হুমকিতে কওমি মাদ্রাসা প্রশ্নে পিছু হটলো সরকার। বাংলাদেশ কওমি নাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩-এর খসড়া সোমবারে মন্ত্রীসভা বৈঠকের বিবেচিত বিষয়ের(অ্যাজেন্ডা) তালিকা থেকে প্রত্যাহার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করারপর মন্ত্রীসভায় উত্থাপন করা হবে। চট্টগ্রাম হাঠাজারী মাদ্রাসা থেকে গত রোববার এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহম্মদ সফি সাহেব সংবাদিকদেরকে বলেন,কওমি মাদ্রাসা আইন পাস হলে দেশে গৃহ যুদ্ধ শুরু হবে। আইনটি পাস করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান করেন।

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সরকারকে হুমকি দিয়ে বলেন,

কওমি মাদ্রাসায় হাত দিলে সরকার ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন এই আইন করতে গেলে লাখ লাখ লাশ পড়বে,এই লাশের উপর দিয়ে আইন পাস করতে হবে। ব্রিটিশ সরকার ও এটি ধংস করার চেষ্টা করেছিল সফল হয়নি। হেফাজতে ইসলামের কর্মসূচির মধ্যে ২ ই নভেম্বর হাঠাজারী পার্বতী উচ্চবিদ্যালয়ের মাঠে মহাসমাবেশ। ১৫ ই নবেম্ভরের মধ্যে বিভাগীয় শহরে মহাসমাবেশ। কওমি মাদ্রাসার শিক্ষা আইন থেকে বিরিত না হলে এবং হেফাজতের কর্মসূচিতে বাঁধা দিলে ১৫ তারিখের পর থেকে লাগাতার হরতালের ঘোষণা দেন। সরকারকে হুমকি দিয়ে পীর সাহেব চরমোনাই বলেন,আল্লামা আহম্মদ সফি সাহেবের ঘোষিত কর্মসূচিতে বাধা দিলে সারা বাংলায় আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। হেফাজতের হুমকি শুনে সরকার ভায় পেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে।

বিষয়: বিবিধ

১৬৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File