বাদশাহ হারুনুর রশিদের একটি ঘটনা
লিখেছেন লিখেছেন ইসলামের সৈনিক ২৬ অক্টোবর, ২০১৩, ০২:৪০:০৯ দুপুর
বাদশাহ হারুনুর রশিদের এক পুত্র তার কাছে এসে অভিযোগ করল,অমুক পেয়াদার পুত্র আমার মাকে গালি দিয়েছে। হারুনুর রশিদ সভসাসদকে বললেন,এ ব্যাক্তির সাস্তি কি হতে পারে?কেউ বলল,হত্যা করে ফেলতে হবে। আর কেউ বলল,ওর জিহ্বা কেটে ফেলতে হবে। তখন বাদশাহ বললেন,হে পুত্র! যদি ক্ষমা করে দাও তা হবে অতি উত্তম। আর যদি ক্ষমা করতে না পার;তবে তুমি ও তার মাকে গালি দিয়ে আস ঐ পরিমাণ,যতটুকু তোমার মাকে ও গালি দিয়েছে। কবরদার! সীমা অতিক্রম করবে না। কেননা,তাহলে তোমার জুলুম করা হবে এবং তোমার শত্রু তোমার ওপর সাস্তি দাবি করবে।
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন