বিদ্বান কি বাদুরের মত গাছে ধরে? হযরত ফখরুলের জ্ঞানের উৎস কোথায় দেখুন??!!

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৯ নভেম্বর, ২০১৪, ১১:৪৩:৪৫ সকাল



আশ্চর্য্য না হইয়া পারিলাম না, তিনি আবারও সেই ছবি টাঙ্গাইয়াছেন! যেই ছবি টাঙ্গাইয়া তিনি পোষ্ট দিয়াছিলেন আমি সেই পোষ্টে মন্তব্য কইরাছিলাম। তাঁর তো উত্তর দেবার মুরোদ নাই, উল্টা আমারে ব্যান মারছেন। তিনি শিবিরের ছেলেদর দৃষ্টি আকর্ষন করিয়া পোষ্ট দিছেন কিন্তু ভিতরে সব ভারত বিদ্ধেষে ভরা। আমার প্রশ্ন হইল শিবির কি ভারতের বন্ধু? বন্ধু হইলে তাবলীগ জামায়াত হইতে পারে। তা ছাড়া হিন্দুদের জন্য সাধুবাদ জানাইয়া এই ব্যানার যে, আওয়ামীলীগ টাঙ্গায় নাই সেই কথা আইজও প্রমানিত হয় নাই। আমার পরিষ্কার ধারনা এই ব্যানারটি ফখরুল সাহেব আমেরিকা থেইকা টাকা পাঠাইয়া নিজেই এই কর্ম সাড়াইয়াছেন।

যাউকগ্যা আরো গুরুত্বপূর্ন কথা হইল এই ফখরুল আজ একটা পোষ্ট দিয়াছেন, সেই পোষ্টে আগা গোড়া তথ্য বিভ্রাটে ভরা, নিজেই জানেন না তিনি কি লিখিতে চাইলেন, আর কুথায় গিয়া তা শেষ হইল আর কি মতলব হাসিল হইল। আন্নেরা আগে ভালা কইরা হাইসা লন তারপরে দেইখ্যা লন তিনি কোত্থেকে দলীল দস্তাবেজ হাসিল করেন সেইটা বুইঝ্যা লন।



তিনি উপরের ছবিতে, লিখিলেন বিপদ এড়াতে ভারতে হিন্দু মাইয়ারাও বোরখা পড়ে চলে। আমাদের দেশের দামী বেইশ্যারাও কদাচিৎ বোরকা পড়ে, শেখ হাসিনাও বোরকা পড়ে এরশাদের সাথে লম্বা টুরে যাইত। এই খবর মাইনা লইলাম, এই খবরে আমার কুন আগ্রহ নাই, খৃষ্টানেরাও বোরকা পড়ে, দোষ শুধু মুসলমান পড়লে।



এই খানে ফখরুল মিয়া তিনি বোরকা পড়া মাইয়ার মুসলিম বানাইয়াছেন। তিনি আগে বলিলেন হিন্দুরাও বোরকা পড়ে কিন্তু এই জায়গায় আইসা বলিলেন তিনি মুসলমান। পত্রিকাতে ছাপাইয়া মুসলমানদের সমালোচনা করিবার জন্যই, এই ছবি বানানো হইয়াছিল। ফলাফল, পাগলের মতোন ফখরুল ঠিকই সেই কামটা করিয়াছে। পূজা দিলে বুঝতে হবে তিনি মুসলমান না এই কথাটা বুঝা কি সোজা? নাকি বোরকা পড়লে সে মুসলমান সেই কথাটা বোঝা সোজা। তিনি লম্পট সর্দার শাহরুখের উদাহরন দিলেন?? কি আশ্চর্য্য শাহরুখের নামটা মুসলমানের মত, ইহুদীদের নামও মুসলমানের মত। শাহরুখ কি কোনদিন কইছে সে একজন পাক্কা মুসলমান।



আচ্ছা বলেন, দুঃখের কথা কারে কই? ইসলামী জ্ঞান শিক্ষা দিবার জন্য কি সিনেমাকে উদাহরণ দেওয়া যায়। ইসলাম বুঝাইতে সর্বদা ইতিহাসকে দেখানো হয়, এই ব্যাটা করিল কি?? ভাগ্য ভাল যে, তিনি টম এন্ড জেরী থেইকা কোন উদাহরণ এখনও দেন নাই।



সমালোচানর কথা বাদ দেন, আমনেরাই বলেন বলেনম এইটা কি মাইয়াদের দাড়াইয়া পেসাব করার দৃশ্য! মাইয়া লোগ বিপদে পড়লে কাপড়ে চোপরে পেশাব করে্ তাই বইলা মাইয়াদের পুরুষের মতন এক দিকে মুখ কইরা খাড়াইয়া পেশাব করিতে হয়না, কারুন তারা দাড়াইয়া প্রশ্রাব করিলে পা বাইয়া নিচে নাইমা যায়।

গুগুলে সার্চ করিয়া ছবি জোগাড় করিয়া পোষ্ট দিলে তারে ইসলামী পোষ্ট কয়না। আবোল তাবোল আন্দার মতন লিখতে যাইয়া, ভারতীয় সিনেমারে তিনি প্রমান হিসেবে হাজির কইরাছেন। হুশ জ্ঞান হারাইয়া তিনি লিখিয়াও দিয়াছেন ১৮+ যেন দেখেন। আমার প্রশ্ন তিনি কুন কিতাবের কুথায় পাইছেন ১৮+ বয়স হইলে ধর্ষনের ছবিকে নীল ছবির মত দেখা জায়েজ হইবে?!

ফাইনালি এই পোষ্টে শিবিরের সাথে কি সম্পর্ক হইল, যেখানে তার দেওয়া ব্যানারটি যে, শিবিরের সেই কথা কেউ দাবী করে নাই। তা ছাড়া তিনি কুথায় পাইয়াছেন যে, ভারতে হিন্দুরা মুসলমানদের আঘাত করিলে, বাংলাদেশের মুসলমানদের হিন্দুদের ঘৃণা করিতে হইবে।

আমি আর লিখিলাম না, আমনেরাই লিখেন, তার পোষ্টে আমি ব্যান তাই আলাদা কইরা পোষ্ট দিতে বাধ্য হইলাম। আমনাদের যাদের তিনি এখনও ব্যান করে নাই, তারা তার লিখিত এই পোষ্টে শিবিরের ভাইরা ও হিন্দু ধর্মাবলম্বীরা আমার এই কথাগুলোকে ভুল প্রমাণ করতে পারবেন কি ? ( ১৮+ পোস্ট ) ঢুইকা, আমার প্রশ্ন গুলা নিরাপদ ভাষায় তারে জিগান! নিরাপদ ভাষা প্রয়োগ না করিলে আমনে উত্তর পাইবার আগেই আমার মত ব্যান খাইয়া যাইতে পারেন! তাই হুশিয়ার.....

বিষয়: বিবিধ

২৮০৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282546
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৬
প্রেসিডেন্ট লিখেছেন : এ মাজারপূজারীকে নিয়ে এত মাতামাতির কি প্রয়োজন? সে নিজেইতো মুসলমানের কাতারে পড়ে না। মাজার আর কবর পূজা করলে কি কারো মুসলমানিত্ব থাকে?
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
225958
বেআক্কেল লিখেছেন : থাকে না থাকে না, নির্ঘাত থাকে না।
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৭
225978
সাম্য বাদী লিখেছেন :


ঐ হালারে কানা ওয়ালা বাঁশ।
282555
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
লজিকাল ভাইছা লিখেছেন : i think, at least he deserve a bamboo therapy
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪১
225959
বেআক্কেল লিখেছেন : মশৃণ ব্যাম্বোতে কাম হইব বলে মনে হয়না।
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৭
225979
সাম্য বাদী লিখেছেন :


ঐ হালারে কানা ওয়ালা বাঁশ।
০৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৭
226008
লজিকাল ভাইছা লিখেছেন :
আরে ভাই, আপনি তো দেখি অরিজিনাল বাঙালী!! বাঁশ দেওয়ার কথা শুনে, বাঁশ নিয়ে হাজির কিন্তূ বাঁশটা কাকে দিতে হবে, সেইতাই জানেন না। যাক বাঁশ নিয়ে আসার জন্য ধন্যবাদ ।
ব্লগে ২ জন ফখ্রুলের মধ্যে, একজনের সাথে মির্জা ফখরুলের খুব মিল পাবেন। দেখবেন সে নিজেকে বিরাট জ্ঞানী, ইসলামী পণ্ডিত হিসাবে যাহির করে। যার প্রতিটি পোষ্টই জামাত-শিবির এর বিরুদ্ধে, মখা যেমন সব কিছুতে জামাত-শিবির খুজে পায় ইনিও তেমন একজন মখা। কিন্তূ তার পোষ্টের তথ্য উপাত্ত গুলো পড়লে হাঁসতে হাঁসতে আপনার লুঙ্গী খুলে যেতে পারে। সেই ই ফখরুল, যাকে আপনি বাঁশ দিবেন।

@ সাম্য বাদী ভাই ,আমার পেজ এ আপনাকে স্বাগতম। Good Luck Good Luck
282568
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
সাম্য বাদী লিখেছেন :

ঐ হালারে কানা্ওয়ালা বাঁশ।
তবে কথা হইল এই ব্লগে ২ জন ফখরুল আছে। কোন টা?
০৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৯
226010
লজিকাল ভাইছা লিখেছেন : আরে ভাই, আপনি তো দেখি অরিজিনাল বাঙালী!! বাঁশ দেওয়ার কথা শুনে, বাঁশ নিয়ে হাজির কিন্তূ বাঁশটা কাকে দিতে হবে, সেটাই জানেন না। যাক বাঁশ নিয়ে আসার জন্য ধন্যবাদ ।
ব্লগে ২ জন ফখ্রুলের মধ্যে, একজনের সাথে মির্জা ফখরুলের খুব মিল পাবেন। দেখবেন সে নিজেকে বিরাট জ্ঞানী, ইসলামী পণ্ডিত হিসাবে যাহির করে। যার প্রতিটি পোষ্টই জামাত-শিবির এর বিরুদ্ধে, মখা যেমন সব কিছুতে জামাত-শিবির খুজে পায় ইনিও তেমন একজন মখা। কিন্তূ তার পোষ্টের তথ্য উপাত্ত গুলো পড়লে হাঁসতে হাঁসতে আপনার লুঙ্গী খুলে যেতে পারে। সেই ই ফখরুল, যাকে আপনি বাঁশ দিবেন।
282618
০৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বদলটা যেখানে যায় সেখানেই হাগি-মুতি পরিবেশটা দূর্গন্ধ করে ফেলে।
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৮
226417
বেআক্কেল লিখেছেন : ঠিক কইছেন মিয়া ভাই
282619
০৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৯
লজিকাল ভাইছা লিখেছেন : আরে ভাই, আপনি তো দেখি অরিজিনাল বাঙালী!! বাঁশ দেওয়ার কথা শুনে, বাঁশ নিয়ে হাজির কিন্তূ বাঁশটা কাকে দিতে হবে, সেটাই জানেন না। যাক বাঁশ নিয়ে আসার জন্য ধন্যবাদ ।
ব্লগে ২ জন ফখ্রুলের মধ্যে, একজনের সাথে মির্জা ফখরুলের খুব মিল পাবেন। দেখবেন সে নিজেকে বিরাট জ্ঞানী, ইসলামী পণ্ডিত হিসাবে যাহির করে। যার প্রতিটি পোষ্টই জামাত-শিবির এর বিরুদ্ধে, মখা যেমন সব কিছুতে জামাত-শিবির খুজে পায় ইনিও তেমন একজন মখা। কিন্তূ তার পোষ্টের তথ্য উপাত্ত গুলো পড়লে হাঁসতে হাঁসতে আপনার লুঙ্গী খুলে যেতে পারে। সেই ই ফখরুল, যাকে আপনি বাঁশ দিবেন।
১১ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৯
226420
বেআক্কেল লিখেছেন : তিনি আরেক ফখরুল ইসলাম আলমগীর তয় যারে বাশ দিবেন তার নামের শেষে আলমগীর নাই।
284301
১৫ নভেম্বর ২০১৪ রাত ০১:২২
আব্দুল গাফফার লিখেছেন : হাসতে হাসতে মরে গেলাম Big Grin Big Grin ভাই আমি উনার পোষ্ট পড়িনা । আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File