সোনার ছেলে

লিখেছেন লিখেছেন রুপসী বাংলা ০৯ নভেম্বর, ২০১৪, ১১:১৯:০৬ সকাল

আমাদের দেশে কবে আসবে সেই ছেলে

যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে,

দেশ ও জাতির উন্নতি হবে

থাকবে না কোন দুখ: কষ্ট হাহাকার

পড়া ফেলে অস্ত্র হাতে ক্যাম্পাস হবে না

রক্তে রন্জিত, মৃত লাশের পাহাড়।

কোন মায়ের কোল আর খালি হবে না

আর কতদিন কত রাত তোমার ফিরে

আসার অপেক্ষায় রইব, কবে হবে এই দেশ

সুজলা সুফলা শস্য শ্যামলা?

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282574
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
282575
০৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অসম্ভব ভালো লাগলো। জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন। Rose Rose
282607
০৯ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৮
হতভাগা লিখেছেন : ছবিটা যদিও সুন্দর লাগে , তবে ধান ক্ষেতের মধ্যে টিনের চালের দোতলা বাড়ি ? একটু বেশী বেশী ফটোশপ হয়ে গেল না ভাইজান ?

রুপসী বাংলা এমনিতেই সুন্দর । আর সুন্দরকে মেকআপ দিলে তা আর সুন্দর থাকে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File