লাখো বাঙ্গালীর সেরা কণ্ঠের সাথে গ্রীনিজ বুকের সেরা সেরা আবিষ্কার! দেখলে গোস্বা হইবেন কিন্তু না দেখলে পস্তাইবেন

লিখেছেন লিখেছেন বেআক্কেল ২৭ মার্চ, ২০১৪, ০৩:৪৮:৫৭ দুপুর



এই ব্যক্তি গালের চোপায় (কি মজবুত গালের চোপা রে বাবা!) হাঙ্গর ধরার বরশী ঢুকিয়ে ১০ পাউন্ড জিনিষ আল্গা করে গ্রীনিজ বুকে নাম তুলে দুনিয়া বিখ্যাত হইছেন।



জিমাল থিসেলিসভিলী নামক জর্জিয়ার এই নাদান ব্যক্তি নাকের বাতাস দিয়ে গরম পানির বোতল ফাটিয়ে এই রেকর্ড অর্জন করেন। (নাক তো নয় যেন গ্যাস সিলিন্ডার)



এন্থনী ভিক্টর নামে ভারতের এক ব্যক্তি কানের লোম ১৮.১ সেমি লম্বা করে এই রেকর্ড অর্জন করেন। সেলুনের চুল ঝাড়ার ব্রাশ বানানো যাইবে।



৪.২৯ মি লম্বা মোচ রেখে ভারতের রাম সিং চৌহান এই অপূ্র্ব রেকর্ড অর্জন করেন। (স্ত্রীর আত্মহত্যা করিতে সুবিধা হইবে)



বৃহত্তম পরিধির গাল দেখিয়ে ফ্রান্সিসকো ডুমিনো নামের বিরল প্রতিভার এক ব্যক্তি গ্রীনিজ বুকে নাম করেন। (আস্ত একটা তরমুজ লুকাইয়া রাখা যাইব)



এই চাইনিজ মহিলা ১৮মিটার লম্বা একটি তার নাক দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে গ্রীনিজ বুকে নাম তুলে নেন। (একটা আস্তা খাটাশ দেখতে নুডুলস্‌ এর মত লাগে)



ড্যান শেলডন নামের এই ব্যক্তি মুখের ভিতরে বিষাক্ত বিচ্ছু ঢুকিয়ে রেখে গ্রীনিজ রেকর্ড অর্জন করেন। (রেকর্ড তো একটা লাগবই করার কিছু নাই)



মনোহরন নামে এই ব্যক্তি নাকের দুই ছিদ্রে দুটি সাপ ঢুকিয়ে মুখের ভিতর দিয়ে বের করে গ্রীনিজ বুকে নাম তুলেন। সকল খাটাশ মার্কা প্রানী ভারতেই বেশী।



খ্রীষ্টিনা নামের আমেরিকান মহিলা হাতের নখ ১০ ফিট ২ ইঞ্চি লম্বা রেখে গ্রীনিজ বুকের নাম তুলে বিখ্যাত হন। (আগের জমানায় হুনতাম নখ দিয়ে কলমের নিব হয়, এরগুলা দিয়াতো গিটারের তার হইব)



মিকেল র‌্যাফিনেল আট ফুট চওড়া বিশালকায় পাছা দেখিয়ে গ্রীনিজ বুকে নাম তুলে সম্মানিত হন। (হেরেই গোল কিপার বানান উচিত আধা পোষ্ট তো হরে পাছার কারণেই বন্ধ থাকব)



দিনেস উপাদায়া নামের এই ব্যক্তি মুখে ৪০০ স্ট্র পাইপ ঢুকিয়ে রেখ গ্রীনিজ বুকে ঢুকে পড়েন। (ছয় ইঞ্চির একটি পিভিসি পাইপ ঢুকাইতে পারলে তো নলকূপ ফেল মারত)



চার্লি নামের এই কুকুর টি সিডনীর রয়েল স্টার শো’ৱ অনুষ্ঠানে বৃহত্তম আওয়াজে ঘেউ ঘেউ করে গ্রীনিজ বুকে নিজের নাম তুলে অমর হইয়া আছেন। (হের কাম তো তাই, জাতির সুনাম রক্ষা করছে)[/u

অ্যনী হাউকিন্স নামের আমেরিকান মহিলা তার ৪৩ ইঞ্চির বিশালকায় স্তন প্রদর্শন করে এই গুরুত্বপূর্ণ রেকর্ড অর্জন করেন। (ছবি খানা দেখাইতে শরম লাগে, তিনি আমার এক বন্ধুর দুর সম্পর্কের খালাত চাচি হয়।)



ইন্ডিয়ান এই ব্যক্তিটি মুখে অনেকগুলো কেঁচো নিয়ে গ্রীনিজ বুকে নাম তুলেন। [u](অতিরিক্ত আইটেম হিসেবে চিরকৃমি থাকলে তো সোনায় সোহাগা হইত)




ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কণ্ঠ জাতীয় সংগীত।

১৯০৮ সালে রবীঠাকুরের লিখিত বিরহের গান, ১৯৭২ সালের নির্বাচিত জাতীয় সংগীত! ২০১৪ সালের ২৬ মার্চ, কোটি কোটি টাকা খরচ করে লক্ষ বাঙ্গালী কণ্ঠ মিলিয়ে দুনিয়ার সেরা বুক হিসেবে খ্যাত গ্রীনিজ বুকে নাম তুলে আনতে সক্ষম হয়েছেন। হুররে!! হুররে!!! বাঙ্গালী!!!

(রবীন্দ্রনাথ ব্রিটিশ আমলে জন্ম লইয়া ১৯৪২ সালে ব্রিটিশ আমলেই মইরা গেছেন। ভারত পাকিস্থান বাংলাদেশ কিছুই দেখে নাই! নিজের পৈত্রিক জমিদারী হারাইবার ভয়ে ১৯০৮ সালে সোনার বাংলা গান লেখেন। সেই গান আজ গ্রীনিজ উইঠা পড়ছে, তাই আমরা সবাই আনন্দিত, পুলকিত, কাতুকুতু তাড়িত ও তড়িতাহত)

বাঙ্গালীর অপেক্ষমান গ্রীনিজ রেকর্ড:



নোবেল পুরষ্কার আলমারীতে থাকার পরও, অর্থের অভাবে রবীন্দ্রনাথের এপেনডিক্স অপারেশন হাসপাতালে না হইয়া বাড়ীর উঠানে হইয়াছে। সেই ব্যর্থ অপারেশনে তিনি দেহত্যাগ কইরাছেন, এই ঘটনাটি গ্রীনিজ বুকে উঠার জন্য লাইনে আছে। (ছেলেরাও বাপের মত কিপটা আছিল নাকি?)



আগামী মৌসুমের নেকস্ট গ্রীনিজ আইটেম:



বাংলাদেশে বে-আক্কেল আলীর মুরগীটা হাতির আকৃতি ধারন করিয়াছে, তাই বে আক্কেল মিয়ার নাম গ্রীনিজ বুকে ঢুইকা পড়ছে। (আসলেই বে-আক্কেল! গ্রীনিজ বুকে মুরগীর নাম উঠবে বে-আক্কেল মিয়ার না)

বিষয়: বিবিধ

৩৫৮৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198748
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৫
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৯
148610
বেআক্কেল লিখেছেন : দূর মিয়া! এত বড় একখান গুরুত্বপূর্ণ ব্লগ পোষ্টের শুরুতে কি পোষ্টাইলেন! এইটা রাজনীতির জায়গা না।
198750
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০২
ইমরান ভাই লিখেছেন : "নোবেল পুরষ্কার আলমারীতে থাকার পরও, অর্থের অভাবে রবীন্দ্রনাথের এপেনডিক্স অপারেশন হাসপাতালে না হইয়া বাড়ীর উঠানে হইয়াছে। সেই ব্যর্থ অপারেশনে তিনি দেহত্যাগ কইরাছেন, এই ঘটনাটি গ্রীনিজ বুকে উঠার জন্য লাইনে আছে"

তাহার পরের ঘটনা যানে নি?

ভক্তগন রবিন্দ্রনাথের লাশ কাধে লইয়া উঠানে নিয়ে জয়রবিন্দ্রনাথ বলে চিৎকার দিতে থাকে। ভক্তগণ তার গুরুর কিছু জিনিস তাদের সঙ্গে রাখার ইচ্ছায় তার চুল,দাড়ী,মোচ সব কিছু টাইনা তুইলা নিয়া গেছে।
যখন তাকে শসানে নেয়া হইছেলো তখন তার মাথায় চুল দাড়ী গোফ ছিল না। বিকৃত চেহারা ছাড়া।

হায়রে বেরশিক ভক্ত।
(তথ্য সুত্র: এ এক অন্য ইতিহাস ২য় খন্ড রবিন্দ্রনাথের শেষের দিকে)
আরোও বিস্তারিত এই হানে পাইবেন বইডা সহ
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
148613
বেআক্কেল লিখেছেন : বন্দে মাতরম, বন্দে আমরণ।
আমনে আমার ব্লগে চিরদিন আমন্ত্রিত, নিমন্ত্রত অথিতি হিসেবে আইসবেন। আপনারে ধন্যবাদ।
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
148622
প্রেসিডেন্ট লিখেছেন : ঘটনা হাছানি?Tongue Tongue :Thinking :Thinking
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
148684
ইমরান ভাই লিখেছেন : প্রেসিডেন্ট ভাইজান উপরে লিংকে গিয়া বইটা ডাইনলোড করে পরে দেখেন।
198756
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৪
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
স্বাধীন বাংলাদেশে যেই ভাবে জঙ্গিবাদী--আওয়ামীলীগ ধর্ষণের সেঞ্চুরি করেছে, তাতো পৃথিবীর আর কথাও হয় নাই,

এই ধর্ষক দল তোঁ গ্রীনিজ বুকের সেরা ধর্ষক দল,
----- যা মুজিব ভাই বানাইছে,

গ্রীনিজ বুকের সেরাদের পোস্টে এই খবর না দিলে মুক্তিযুদ্ধের চেতনা হিবে কেমনে ??????

????????????????

বস রাগ না করলে আপনাকে ১ টা প্রশ্ন করতে চাই ,
??????

২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৫
148637
বেআক্কেল লিখেছেন : প্রশ্ন করেন করেন, উল্টা পাল্টা যত প্রশ্ন করতে চান, কবি মন্ত্রী ওবায়েদ দাদার কাছেও যান।
198758
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৮
প্রেসিডেন্ট লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Cheer Cheer Bee Bee Cheer Cheer Cook Cook Give Up Give Up Hot Hot Hot ^Happy^ ^Happy^ Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up

আপ্নের মোরগের নতুন রেকর্ডের অপেক্ষায় আছি। Big Grin Big Grin Rose Rose
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৫
148640
বেআক্কেল লিখেছেন : বেশী বেশী করে প্রচার করেন, প্রচারে প্রসার
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩২
148661
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এই বেআক্কেলডারে আমার মুরিদ হিসেবে খিলাফত দেওনের যোগ্যতা অর্জন কইরছে।
198763
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৮
সিটিজি৪বিডি লিখেছেন : Winking Tongue m/ m/ Cheer
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
148642
বেআক্কেল লিখেছেন : হে হে হে বুঝতে পারছি কি কইবেন চিন্তা কইরতে পারছেন না
198766
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
প্যরাপিন লিখেছেন : আপনাদের জন্যে রবীন্দ্রনাথের নোবেলটা দিলাম
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
148643
বেআক্কেল লিখেছেন : বেচারার নোবেল খানাও চুরি হইয়া গেল!
198774
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৬
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : অসাম ভাই অসাম,,, চালাইয়া যান
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৮
148644
বেআক্কেল লিখেছেন : এইটা আবার কি শব্দ বইললেন বুঝলাম না।
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৪
149277
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : বুইঝা লন Tongue
198775
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৮
আবু জারীর লিখেছেন : না মরার আগে আপনার আক্কেল হইবে না।
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৯
148647
বেআক্কেল লিখেছেন : আপনার দোয়ার বরকতে প্রয়োজনে পরজনমে হইলেও আক্কেল হইতে পারে।
198779
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বেআক্কেল ইবনে বেকুব! এই পোস্টের জন্য আপনের নামডারেও গিনিস কেতাবে তুইলবার লাগবো!!
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৮
148659
বেআক্কেল লিখেছেন : গিনিস বুকে তোলার আগে ফেসবুকে তুলেন। আগের কাম আগে কইরতে হইব।
১০
198798
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৪
ইকুইকবাল লিখেছেন : ভালো লাগল
ধন্যবাদ
পিলাচ
অনেক কিছু জানলাম
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৪
155078
বেআক্কেল লিখেছেন : আমনেরে অনেক ধন্যবাদ
১১
198837
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
শেখের পোলা লিখেছেন : 'শুধু গান গেয়ে পরিচয়'
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৪
155080
বেআক্কেল লিখেছেন : পরিচয় তো হইতেই হইবে, নাইলে চিনব কেমনে
১২
198840
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
শফিউর রহমান লিখেছেন : নোবেল পুরষ্কার আলমারীতে থাকার পরও, অর্থের অভাবে রবীন্দ্রনাথের এপেনডিক্স অপারেশন হাসপাতালে না হইয়া বাড়ীর উঠানে হইয়াছে। সেই ব্যর্থ অপারেশনে তিনি দেহত্যাগ কইরাছেন, এই ঘটনাটি গ্রীনিজ বুকে উঠার জন্য লাইনে আছে। (ছেলেরাও বাপের মত কিপটা আছিল নাকি?

এটাই সবচাইতে মজাদার।
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৫
155081
বেআক্কেল লিখেছেন : জ্বি আসলেই মজাদার
১৩
198891
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডি লা গ্রান্ডি মেফেস্টিফিলিস!!!

ধইন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট এর জন্য।
আরো কয়েকটা বিশ্ব রেকর্ড আমাদের জন্য ওয়েট করছে। যেমন সবচেয়ে বেশি ডক্টরেট। বিশ্বের শ্রেষ্ঠ আইটি এক্সপার্ট। সবচেয়ে বড় অটিস্টিক বিশেষজ্ঞ। ইত্যাদি। তবে আমি একটা বিশাল বিশ্ব রেকর্ড করেছি আজকে। চা তে কোকাকোলা মিশিয়ে খেয়েছি।
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৬
155085
বেআক্কেল লিখেছেন : প্রধান মন্ত্রীর বে-আক্কেল ছাওল যদি পাওয়ার পয়েন্ট শিইখা আইটি এক্সপার্ট হয়, তাইলে তো পুরো জাতিকে এক্সপার্ট বইলা সার্টিফিকেট দিতে হয়।
১৪
199046
২৮ মার্চ ২০১৪ রাত ০৩:১৯
মাটিরলাঠি লিখেছেন :
"সকল খাটাশ মার্কা প্রানী ভারতেই বেশী।" Rose Rose Rose Rose
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৬
155086
বেআক্কেল লিখেছেন : আসলেই হাছা কথা
১৫
214210
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৪
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার লিখার পাশাপাশি উপ মন্তব্যগুলো দারুণ লেদেছে। তয়, নোখ বড় করা মেয়েটি বাথরুম খাওয়া কিভাবে সেরেছিল? আসলেই সব খাটাস ভারতে। ধন্যবাদ।
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
163167
বেআক্কেল লিখেছেন : হা, হা, হা সকল খাটাশ ভারতে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File