আহ, তাসলিমা নাসরিনের 'ক' বা দ্বিখন্ডিত উপন্যাস টা যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ানো হত!!

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ২৭ মার্চ, ২০১৪, ০২:৫৩:০৮ দুপুর



আমি জানি আমার অনেক ভাই বা বোনেরা শীরোনাম দেখে শিউরে উঠবেন। বলবেন: ও আল্লাহ, বলে কি হুজুরে! কেউ বলবেন: যত্তসব বাজে কথা!! কেউ হয়ত বলবেন: কেন জনাব??

কারণ হলো বাংলাদেশের তথাকথিত 'সুশীল সমাজের' জীবন সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম। বিভিন্ন যায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবনী আমি পড়া শুরু করলাম। একজন 'খুব পড়ুয়া' নলেজেইবল ডক্টর কে এদের ব্যাপারে কোন ভালো বই এর সন্ধান দেয়ার জন্য বললাম। উনি বললেন: হায়রে সালাম ভাই, তাসলিমা নাসরিনের 'ক' বা দ্বিখন্ডিত বই থাকতে আবার অন্য বই খোঁজেন ক্যান।

আমি একটু দ্বিধাগ্রস্ত হলাম। পাশের লাইব্রেরী থেকে বইটা নিয়ে পড়লাম। মনে হলো যেহেতু বইটা ছোটদের উপযুক্ত নয়, (শুধুমাত্র বয়স্কদের) লেখা উচিৎ ছিলো এর শিরোনামের সাথে। আর বই টা পড়ার পর আমি মনে করলাম এটা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে থাকা উচিৎ।

এতে করে সাহিত্যের ছাত্র ছাত্রীরা সাহিত্য পড়ার অংশ হিসেবে যে সাহিত্যিক দের জীবনী পড়তে হয় তা হয়ে যাবে। এর এটা না পড়লে আমাদের বর্তমান কালের সেরা সাহিত্যিকদের মনের মতি গতি বুঝা যাবেনা। আর মনের গতি না বুঝলে তারা যে সব 'বয়স্ক' সাহিত্য রচনা করেছেন তার অনুঘটক কি ছিলো তা বুঝা যাবেনা।

এই বই সমাজ বিজ্ঞানের ছাত্র ছাত্রীরা বুঝবেন বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে নৈতিক ও চারিত্রিক অবক্ষয়ে আমাদের সুশীলরা কত বড় অবদান রেখেছেন।

রাজনীতি বিজ্ঞানের ছাত্র ছাত্রীরা জানতে পারবেন আমাদের দেশের রাজনৈতিক পালা বদলে সুশীল সমাজের এই সব সক্রীয় সদস্যরা কিভাবে ভূমিকা রেখেছেন এবং সেখানে অনৈতিক কার্যক্রমে তারা কীভাবে কাজ করেছেন। কিছু পাওয়ার উদ্দেশ্যে রাজনৈতিক নেতাদের মন কে রঞ্জিত করতে ইডেনের ছাত্রীনেতাদের নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে হল গুলোর বাসিন্দা দের নিয়ে যে সব প্রতিবেদন ছাপা হয় তার কারণ চিহ্নিত করা যাবে।

একই ভাবে মনো বিজ্ঞানের ছাত্র ছাত্রী, বিজ্ঞানের স্টুডেন্ট, ল' এর শিক্ষার্থী, এবং অন্যান্য বিভাগের জ্ঞান পিপাসুদের ও এই বই থেকে রসদ পাওয়ার আছে অনেক সুযোগ।

ইসলামিক স্টাডীজ, কম্পিয়ারিটিভ রিলিজিওন এবং আরবী ফারসীর ছাত্র ছাত্রীরাও এই বই থেকে জানতে পারবেন, বাংলাদেশের সুশীল সমাজ কেন ইসলামের নাম শুনলে এত ক্ষেপে যান। এমন হাও মাও খাও করে তাড়িয়ে আসেন। কেন মাদ্রাসার ছাত্রদের কে বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে নারাজ। তাসলিমা নাসরিন অনেক স্থূল ভাবে আমাদের ঐ সব জ্ঞানী গুণীদের অন্তর গুলো আমাদের সামনে মেলে ধরেছেন।

আমি ঐ অন্তর গুলো দেখে তাজ্জব হলাম। ওখানে ধর্ম কর্ম ঢোকার মত কোন যায়গা অবশিষ্ট নেই। ধর্মের সুই ও ঢুকতে পারবেনা বিশ্বাস করেন।

আরো আশ্চর্য হলাম ঐ অন্তর গুলোতে আবু জাহল, আবু লাহাব আর ইবনু উবাই এর ছাপ মারা আছে।



বিষয়: বিবিধ

৭৩৪০ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198743
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪৫
148814
সালাম আজাদী লিখেছেন : Winking
198744
২৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
হতভাগা লিখেছেন : একমত
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪৫
148817
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান
198757
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৭
পুস্পিতা লিখেছেন : ওই ধরনের চরিত্র শুধু তথাকথিত সুশীল কবি-সাহিত্যিকদের নয়, নানা রকম পঙ্কিলতা ও কলুষতায় ভরপুর বাংলাদেশের তথাকথিত নমস্য রাজনীতিবিদ ও শাসকদেরও। ধর্মনিরপেক্ষতাবাদী বলে যারা দাবী করে তাদের ভিতরের চরিত্র প্রায় একই। সেই শেখ মুজিব থেকে শুরু করে বর্তমানে শেখ হাসিনা- কার ভিতরের চরিত্র ফুলের মতো পবিত্র?! কিন্তু দূর্ভাগ্য হলো সে সব বলার মতো সাহস কেউ দেখাচ্ছে না। তসলিমা নাসরিন অবশ্যই কিছু ধন্যবাদ পাওয়ার যোগ্য, তার মতো কিছু মুখরা সাহস করে অনেক কিছু প্রকাশ করে দেয় বলে আমরা কিছু হলেও জানি।
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪৮
148819
সালাম আজাদী লিখেছেন : আসলে এদের চরিত্র গুলো তুলে ধরা দরকার। সংসকৃতির নামে যে ভাবে এরা আমাদের যুব সমাজ ও পরিবার ধ্বংশ করেছে তা বলার মত না। হুমায়ুন আহমাদ একা যে ভাবে পরিবারের বন্ধন ধ্বংশ করেছে ঐ রকম আর কেও করেনি। সৈয়দ শামসুল হক একা যা করেছে তা আর কি বলবো। দু:খ আমাদের কলম গুলো ভোতা, আর আমাদের যায়গা নাই
198770
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৬
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
ভাই এই মহান বই টা পড়তে চাই ,

বই এঁর লিঙ্কটা দেন না ভাই, !!!!
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪৮
148820
সালাম আজাদী লিখেছেন : হাহাহা দারুন পাঠক আপনি
198771
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৬
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪৮
148822
সালাম আজাদী লিখেছেন : দারুন পিকচার
198781
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওস্তাদ! তসলিমা নাসরিনের প্রসবকৃত এই বিরল কেতাবডা নিষিদ্ধ করণের পেছনে কারণডা কি?
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪৯
148823
সালাম আজাদী লিখেছেন : হাহহাহ, কারন নিশ্চয় ইসলাম পন্থী দের চাপে নয়। উপরের কাপড় খুলে যাওয়া সুশীল দের চাপে
২৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৪১
149363
আহমদ মুসা লিখেছেন : কিন্তু নিষিদ্ধ হওয়ার পেছনে ক্রেডিটটা ইসলামপন্থীরা নিতে চায় বেশী। অথচ তারা এ নিয়ে তেমন গাটাঘাটি করে না।
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৯:১২
244221
দ্য স্লেভ লিখেছেন : হাহহাহ, কারন নিশ্চয় ইসলাম পন্থী দের চাপে নয়। উপরের কাপড় খুলে যাওয়া সুশীল দের চাপে...সত্য কথা। তসলিমার বিরুদ্ধে এক সব্যসাচী লেখক মামলা করেছিল...
198839
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আল মাহমুদের বেশ্যা কবিতাটি হলে কেমন হয়?
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪৯
148824
সালাম আজাদী লিখেছেন : পড়েনি ওটা
198843
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
শেখের পোলা লিখেছেন : কাঁটা তুলতে কাঁটাই লাগে আর চোর চিনতে চোর৷
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৫০
148825
সালাম আজাদী লিখেছেন : কথার মত কথা
198852
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আল মাহমুদের অশ্লীল কবিতা :

ব্রাকের আপার মতো ঠাট’ তিনি আর লুকিয়ে লুকিয়ে দেখেন না। ‘শঙ্খমাজা স্তন’ ‘বর্তুল শঙ্খের মাঝে নাক ডুবিয়ে’ তিনি আর ঘ্রাণ শুকতে চান না। ‘দুটি মাংসের গোলাপ থেকে নুনের হালকা গন্ধে’ তিনি আর ব্যাকুল নন। ‘পূর্ণস্তনী ঘর্মাক্ত যুবতী’ এড়িয়ে যায় কবির দৃষ্টি। একদা নারীর প্রতি নিবেদন ছিল, চরের মাটির মতো খুলে দাও শরীরের ভাঁজ / উগল মাছের মাংস তৃপ্ত হোক তোমার কাদায়।’
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৫০
148826
সালাম আজাদী লিখেছেন : আলমাহমুদ এখানে কেন এলেন?
১০
198893
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
কিন্তু তসলিমার এই দাবিগুলি কতটুক সত্য তানিয়ে আবার যদি সমস্যা হয়।
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৫১
148830
সালাম আজাদী লিখেছেন : আসলে আমার বিশ্বাস খুব বেশী হয় তা না, কিন্তু এপার ওপার দুই বাংলার ঐসব খোলসে থাকা লেখক কবি রা যে পরিমানে খেপেছিলেন তাই দেখে কিছু তো বিশ্বাস হয়। আল্লাহ আ'লাম
১১
199019
২৮ মার্চ ২০১৪ রাত ১২:৩৭
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : এই জন্যই হয়তো সুশীলরা তাসলিমার উপর খুব ক্ষুব্ধ। সে তাদের চরিত্র ফাঁস করে দিয়েছে।
২৮ মার্চ ২০১৪ রাত ০৩:২১
148920
সালাম আজাদী লিখেছেন : আমার তো তাই মনে হয়, শাইখ। জাযাকাল্লাহু খায়রান
১২
199068
২৮ মার্চ ২০১৪ সকাল ০৬:১২
আনিস১৩ লিখেছেন : "Chorer shakkhi ghat kata"

Thanks for sharing.
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:১০
149021
সালাম আজাদী লিখেছেন : ঠিক ই বলেছেন, জাযাকাল্লাহু খায়রান
১৩
199112
২৮ মার্চ ২০১৪ সকাল ১১:০৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি বেচারীকে দোষ দিতে পারিনা ভাই। সে যে সমাজের অংশ সেখানে সবাই তার মত। পার্থক্য এটাই যে সে বলে তাই তার অন্যায়গুলো আমরা জানি, আর অন্যরা মুখোশ পরে থাকে বলে তাদের আমরা ভাল মানুষ ভাবি। বরং এই বইগুলোর মাধ্যমে কিছু মানুষের প্রকৃত চরিত্র আমাদের সামনে উন্মোচিত হয়েছে, এগুলো ইতিহাসের সাক্ষ্য হিসেবে কাজে লাগবে যদি কোনদিন এই দেশ এদের কবল থেকে রক্ষা পায়। তখন হয়ত আসলেই এই বইগুলোকে পাঠ্য করা হবে যেন মানুষ বুঝতে পারে এরা আসলে কেমন ছিল। Thinking
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৯
149020
সালাম আজাদী লিখেছেন : জাযাকিল্লাহু খায়রান, আপু। কথা টা আমি মন থেকেই বলেছি। কারন বই টা পড়ার পরে আমার বাংলাদেশের ডিইসলামিজড্ প্রসেসের সাথে ঘনিষ্টভাবে জড়িতদের চরিত্র বুঝতে খুন সাহায্য করেছে। তাসলিমা যে ভাবে বেড়ে উঠেছেন তা রীতিমত ভয় ধরিয়ে দেয়। তার মা বাবা, ভাই চাচা, স্বামীরা সবাই তাকে আসলেই মারাত্মক পর্যায়ে নিয়েছে। হাঁ দোষ তার অবশ্যই আছে। তিনি পতিতাবৃত্তি না নিলেই ভালো করতেন।
১৪
199735
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩১
জেদ্দাবাসী লিখেছেন : অনেক জানতে পারলাম, বইটা পড়ার ইচ্ছা রইলো ।
ধন্যবাদ
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩০
152500
সালাম আজাদী লিখেছেন : তাই?
১৫
201866
০২ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৭
সত্যলিখন লিখেছেন :

০৬ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩০
152501
সালাম আজাদী লিখেছেন : হুমম
১৬
203016
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একের ভিৎরে অনেক কিছু!!!
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩০
152499
সালাম আজাদী লিখেছেন : হাহাহা
১৭
203268
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২১
ইবনে আহমাদ লিখেছেন : একেবারে সত্যি এবং খাটি কথা। এই বইগুলো বিএনপি ক্ষমতায় আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সিলেবাস ভুক্ত করা উচিত।
ক বইটি পড়ে এখন লুকিয়ে রেখেছি। কারন আমার হোম মিনিষ্টার এগুলোকে টাইম ওয়েষ্ট মনে করে। এবং ব্যক্তিগত লাইব্রেরীতে না রাখার পক্ষে।
এবার দ্বীতীয় বইটি পড়ার চেষ্টা করবো। আমি আপনার সাথে একমত। বাংলার সুশীল বান্ধব ব্যক্তিদের ইতিহাস জানা আগামীর জন্য খুবই প্রয়োজন।
১৮
224291
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : Rose Rose Rose Rose

অনেক ধন্যবাদ
১৯
301872
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০৯:১৭
দ্য স্লেভ লিখেছেন : তসলিমা নাম প্রচারের জন্যে মেতেছিল,পরে নাম প্রচারিত হলে দেশ ছাড়তে বাধ্য হল। দেশে ফেরার ব্যকুলতা এবং যারা তাকে পাম পট্টি দিয়েছিল তারা তার দিকে না তাকানোতে ক্ষেপে সে অনেক কাহিনী ফাস করতে লাগল। এসব লোকদের দুনিয়া শান্তিময় থাকেনা,আকিরাতের বিষয় আল্লাহ জানেন। সে ভাল নেই। ...একবার জেনেছিলাম সালমান রুশদী বছরে ২শত বারের অধিক ঠিকানা বদল করেছেন....মৃত্যুভয় তাদের বেশী তাড়া করে। ...এটাও শাস্তি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File