বিদ্যা ও জ্ঞান দেবী স্বরস্বতির হিন্দু ধর্মে পৃথিবী সৃষ্টির ইতিহাস

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৮:৩৬ সকাল



সংস্কৃতি ভাষায় মহা বিশ্নের নাম বিশ্ব- ব্রহ্মান্ড। বাংলা ভাষাও বিশ্ব- ব্রহ্মান্ড বলা হয়। অন্ড বা আন্ডা মানে ডিম। হিন্দিতে ডিমকে আন্ডাই বলা হয়। আবার পুরুষের বিশেষ দুটো কোষকে অন্ডকোষ বলে। আপনারা কেউ কি জানের ব্রহ্মান্ড শব্দের উৎপত্তির সাথে মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস জড়িত?

ব্রহ্ম হল ভগবানের অপর নাম। একদা ব্রহ্ম কৌতুহলে একটি প্রতিকৃতি সৃষ্টি করেন। ব্রহ্মের বানানো প্রতিকৃতি টা এক সময় ব্রহ্মের কাছে পছন্দ হয়ে যায়, ফলে ব্রহ্ম সেটার ভিতরে প্রাণের সঞ্চার করেন। প্রাণ পেয়ে প্রতিকৃতিটি একটি মহিলার রূপ ধারন করেন। মূলত ব্রহ্ম নিজের অজান্তে একটি মহিলাই বানিয়েছেন। ব্রহ্ম তখন এই মহিলার প্রেমে আসক্ত হয়ে পড়েন। ব্রহ্ম অবশেষে তার নিজের সৃষ্ট মহিলাকে জোড় করে গর্ভবতী করে। ব্রহ্ম তথা ভগবান দ্বারা গর্ভবতী হয়েছে বলে সৃষ্ট মহিলার নাম হয় ভগবতি!

যাই হোক ভগবতি গর্ভবতী হল কিন্তু ছয় হাজার বছর পরেও প্রসব হবার কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। ব্রহ্ম তথা ভগবান রাগ করে মর্ত ছেড়ে স্বর্গে চলে যান। আরো ছয় হাজার বছর পরে হঠাৎ করে ভগবতী প্রসব বেদনা শুরু হয়। ব্রহ্ম তথা ভগবানের দেহে শিহরণ সৃষ্টি হয়, তিনি পুনরায় মর্তে ফিরে আসেন কিন্তু ভগবতীর প্রসবের কোন কুল কিনারা নাই, শুধু বেদনাই অনুভুত হচ্ছে। ভগবান স্বর্গে ফিরে গেলেন। আরো ছয় হাজার বছর পড়ে খবর আসল ভগবতি প্রসব করেছেন। ভগবান খুশিতে টগবগ হয়ে মর্তে ফিরে আসেন, ভগবতির প্রসবকৃত সৃষ্ট দেখার জন্য ভগবানের তাড়া সইছিল না। তিনি ভগবতির কাছে আসলেন এবং তাজ্জব হয়ে দেখলেন ভগবতী একটি বিশাল আকৃতির আণ্ডা প্রসব করেছেন! আটার হাজার বছর অপেক্ষার পর ভগবতি একটি বিশালকায় আন্ডা প্রসব করেছেন এটা দেখে ব্রহ্ম তথা ভগবানের মেজাজ গেল তিরিক্ষী হয়ে।



ভগবতি আন্ডা প্রসব করলেও মূলত আন্ডার অধিকারী ব্রহ্মই ছিল। তাই প্রচন্ড গোস্বায় ব্রহ্ম আন্ডাটি হাতে তুলে নিয়ে ফুটবলের মত করে বিশাল একটি লাথি মারেন। ব্রহ্মের প্রচন্ড লাথিতে আন্ডা চৌচির হয়ে পড়ল।

আন্ডার যে অংশ উপরে উঠে গেল তা দিয়ে আকাশ সৃষ্টি হয়েছে।

আর যা নীচে পড়ে গেল তা দিয়ে জমিন সৃষ্টি হয়েছে।


যেহেতু ব্রহ্মের লাথির আঘাতে ব্রহ্মের আন্ডা থেকেই মহাবিশ্ব সৃষ্টি, সেহেতু মহা বিশ্বের অপর নাম ব্রহ্মাণ্ড

বিষয়: বিবিধ

৪৯৮২ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173239
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫০
বাকপ্রবাস লিখেছেন : ব্রহ্মাণ্ড নিয়ে দেখছি এ এক মহা কন্ড
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫২
126842
বেআক্কেল লিখেছেন : সে জন্য জ্ঞানী বেআক্কেলের সাথে থাকেন।
173241
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৪
নেহায়েৎ লিখেছেন : বিশ্ব ব্রম্মান্ড্য- এক আল্লাহর প্রতি বিশ্বসী কোন ব্যক্তি কোন অবস্থাতেই পৃথিবীকে ব্রম্মান্ড্য বলতে পারেন না। কারণ এটা একটা শিরকী আকিদা।

ব্রম্মান্ড্য মানে-ব্রম্মা দেবীর ডিম। হিন্দু শাস্ত্র অনুযায়ী শিবের সাথে অবৈধ মিলনের ফলে ব্রম্মা গর্ভবতী হয়ে পড়ে। তখন এ জগত ছিল মহাসমুদ্র। ব্রম্মা তার গর্ভ প্রসবের সময় মহা সমুদ্রের মাঝখানে একটা বিশাল আন্ডা প্রসব করে।

ব্রম্মার সেই আন্ডার নামই ব্রম্মান্ড্য যাকে পৃথিবী বলা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী পৃথিবী হলো সেই ব্রম্মান্ড।

আধুনিক জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত হিন্দু পন্ডিতরা এই বিশ্বাস এখন করেন কি-না জানা যায় না। তবে কিছু মুসলমান না বুঝেই পৃথিবীকে ব্রম্মান্ড্য বলে থাকেন।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
126848
বেআক্কেল লিখেছেন : মনে করছিলাম ব্লগে আমিই একমাত্র বে-আক্কেল। এখন দেখছি আপনিও আমার মত আরেক বে-আক্কেল। লাইনে থাকেন আমার অবর্তমানে আপনিও দায়িত্ব নিয়েন।
173244
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
ইমরান ভাই লিখেছেন : উপরের ছবিতে ঐ বাশের ফালা গুলো কি জন্য ভাই???
বুঝলাম না???

০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৯
126860
বেআক্কেল লিখেছেন : বে আক্কেল! বিদ্যা আহরণের জন্য কত কসরত করতে হয় সেটাও বুঝি মাথায় ঢুকেনা?
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৫
126865
ইমরান ভাই লিখেছেন : বিদ্যা অর্জনের জন্য পাচায় বাশ!!!
বাপরে কতো না কস্ট হইছে।Tongue
বেআক্কেলি শিখতাছি আফনের তইন।Tongue
173247
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
ইমরান ভাই লিখেছেন :

কিযে বলেন, এটার চেয়েও বড় নাকি?

০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২২
126866
বেআক্কেল লিখেছেন : এইহানে কে আগে বের হল বাচ্চা না ডিম?
173251
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি তো দেখি সেই পুরোনো বেয়াক্কেল....
তো আপনার সেই আমার প্রিয় ভাষাটি কৈ ??
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৫
126867
বেআক্কেল লিখেছেন : আমনেরে দেখি তো মনে অয় আপনি পুরো নোয়াখাইল্যা, আমনে কি শুদ্ধ কথাও বুঝেন না?
173254
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৩
আমি মুসাফির লিখেছেন : হিন্দু ধর্ম সম্পর্কে ভাল এক কাহিনী জানতে পারলাম আসলে হিন্দুদের কর্মকান্ডই এমন অলীক যা কোনভাবেই মেনে নেওয়া যায়না্ কিন্তু আফসোস আমাদের প্রধানমন্ত্রী ঐ হিন্দুদেরই একজন। কিন্তু নামটা মুসলমানের কষ্ট এখানেই।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩০
126868
বেআক্কেল লিখেছেন : প্রধানমন্ত্রী সেকুলারিষ্টট! ভন্ডদের ভন্ডামী করার জন্য ধর্মনিরপেক্ষতা বাদ দারুন কার্যকরী। কখনো এই ধর্মে কখনও ওই ধর্মে কখনও কোন ধর্মেই নাই। পলধানমন্ত্রী হাসিনা হইল সেই গাছের মত,

আহারে কিবা গাছের গুণ,
একই গাছে পান-সুপারী,
একই গাছে চুন.........

তেনারে যেভাবে ইচ্ছা হেই ভাবে ব্যাকরণ করা যাইব। বাঙ্গাল জাতির বিরাট আর্শিবাদ, শেখ মুজিবের বিষাক্ত বীর্যের ফল, আমামীলীগের অহংকার।
173255
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৪
আমি মুসাফির লিখেছেন :
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৫
126870
বেআক্কেল লিখেছেন : শরম শরম শরম তাড়াতাড়ি মুখে ফেলেন, আমনে আমার সুনাম সুখ্যাতি সব বরবাদ করবেন। আমনে আমারেও মারবেন আপনিও মরবেন। এইটা ফেসবুক না, এইটা ব্লগ বিপদে পড়ার আগে ফটোটা সরাইয়া ফেলেন।
173258
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আচানক কাহিনী।
ছোটবেলায় দাদার কাছে শুনতাম শাস্ত্র সৃষ্টি কাছরা (মানে ময়লা আবর্জনা, অশ্লীলতা) হতে। হিন্দুরা এসব নোংরামিতে বিশ্বাস করে।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৯
126871
বেআক্কেল লিখেছেন : এখানে কাসেরার কি দেখলেন! এটা পৃথিবীর সৃষ্টির কাহিনী। প্রধানমন্ত্রীর মত মানুষ পর্যন্ত বুঝে অথচ আপনি বুঝলেন না। কি বে আক্কেল রে বাবা!
173265
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
ডক্টর সালেহ মতীন লিখেছেন : লেখার বিষয়টি হজম করতে পারিনি, কঠিন মনে হয়েছে। পোস্টের জন্য ধন্যবাদ
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৯
126880
বেআক্কেল লিখেছেন : কঠিন ভাবে একটি অট্টহাসি দেন, শতভাগ নিশ্চয়তা দিতে পারি হজম না হইয়া পারেনা।
১০
173269
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০১
মোঃজুলফিকার আলী লিখেছেন : হিন্দুদের পৌরাণিক মিথলজি সম্পর্কে সুন্দর লিখেছেন। শিখে নিলাম। আরও ভাল লেগেছে- ছন্দে জড়ানো বচনটি।
আহারে কিবা গাছের গুণ,
একই গাছে পান-সুপারী,
একই গাছে চুন.........
.........ধন্যবাদ।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩০
126881
বেআক্কেল লিখেছেন : এই বচনতো আওয়ামীলীগের কারণে জন্ম হয়েছে।
১১
173281
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৮
আল সাঈদ লিখেছেন : মজাই মজা। চরম মজা পাইলাম। ভালো লাগলো
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৩
126893
বেআক্কেল লিখেছেন : জ্ঞান বাড়ল কিনা সেটা না বলে শুধু মজার কথা বললেন, কেমন বে আক্কেল মানুষ আপনি?
১২
173291
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
আব্দুল গাফফার লিখেছেন : জটিল Rolling on the Floor
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৪
126894
বেআক্কেল লিখেছেন : পৃথিবী সৃষ্টির মত ব্যাপার স্যাপার জটিল না হইয়া কচু পাতার পানির মত লটর পটর মার্কা হইলে তো আমার মত বে আক্কেলের সংখ্যা দিয়াই দুনিয়া ভরিয়া যাইত।
১৩
173335
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৮
প্যারিস থেকে আমি লিখেছেন : বে আক্কেলের এত আক্কেল হলো কবে?
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
126919
বেআক্কেল লিখেছেন : আমি নিজেই তো বিশ্বাসই করতে পারছিনা কেউ আমাকে আক্কেল বলে অভিহিত করল!
১৪
173382
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫০
আল সাঈদ লিখেছেন : ইন্দুদের ডাসাটা কঠিন হয়েছে তাই মজা পাইলাম।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
126985
বেআক্কেল লিখেছেন : তাই নাকি ধন্যবাদ।
১৫
173430
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : সেই আণ্ডারই একটি ক্ষুদ্রতম কনা কি ভাবে জানি গুরুজীর অণ্ডোকোষে স্থান নিয়েছিল৷ অনু বীক্ষন দ্বারা এটিকে নাড়া চাড়া করিলে প্রমানীত হইবে মনে লয়৷
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৩
127173
বেআক্কেল লিখেছেন : কুন গুরুজীর কথা কইছেন, আমাকে মিন করেন নাই তো আবার।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
127306
শেখের পোলা লিখেছেন : আপনি বেআক্কল অতশত বুঝবেন না৷ ঐ আমাদের স্বপ্ন দেখা গুরুজী, যার বাচ্চাটা জ্বালিয়ে খাচ্ছে৷
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১০
130916
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এহানে এসব কি চলতাছে? এতো গ্যাঞ্জাম ক্যান?
১৬
173465
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
জুমানা লিখেছেন : বেআকেল এর আকল দেখে আমি নিজেই কি বেআকল হয়ে গেলাম. ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৪
127174
বেআক্কেল লিখেছেন : আপনি কুন দুঃখে বে আকল হইতে যাইতেছেন। দেশে বেআক্কেল মহিলারা এখন দলে দলে মন্ত্রী হইতেছেন, আপনিও মন্ত্রী হইবার চান নাকি?
১৭
173870
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : এত বড়ো আন্ডা!
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৫
127773
বেআক্কেল লিখেছেন : সেই আন্ডার ভিতরেই তো আপনার আমার সবার বসবাস।
১৮
174255
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
বেদূঈন পথিক লিখেছেন : মুই প্রথমে চুদনা হেয়ে গিয়ে ছিলুম, মাগার পরে বেয়াক্কলের আকলি কান্ড মাথায় আসলে চুদনা থেকে মদনায় নেমে আসলাম!! অনেক ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৬
127774
বেআক্কেল লিখেছেন : দেখলাম আমনে হলেন আরো বড় বেআক্কেল।
১৯
174542
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৩
শান্তিপ্রিয় লিখেছেন : বেআক্কেল এর কাছ থেকে একটি জ্ঞানী কথা শিখলাম। সুন্দর তথ্য জানলাম
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
127805
বেআক্কেল লিখেছেন : শিখবেন ই তো, দেশে আকলদার কইমা গেলে বে আক্কেল কেই তো দায়িত্ব নিতে হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File