“আকীদা” (ধর্ম বিশ্বাস) হচ্ছে দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১৮:৫৯ দুপুর
						 
						 
“আকীদা” (ধর্ম বিশ্বাস) হচ্ছে দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শিরক বেদাত মুক্ত সহীহ আকীদা হচ্ছে আমল কবুল হওয়ার পূর্ব শর্ত। ভ্রান্ত বিশ্বাস নিয়ে কোটি কোটি নামায রোযা করলেও কেয়ামতের দিন আল্লাহ সব ধূলায় মিশিয়ে দিবেন, কোনো ওজন দিবেন না। অন্যদিকে সঠিক আকীদার উপরে টিকে থেকে কম আমল একজনের নাজাতের জন্য যথেষ্ঠ হতে পারে।
তবে স্মরণযোগ্য, সঠিক আকীদাই আপনাকে সঠিক আমলের দিকে পরিচালিত করবে। আমি জানি “নামায ত্যাগ করা কুফুরী”, “কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাযের”, “যে নামায ধ্বংস করলো সে দ্বীনকে ধ্বংস করলো” “জাহান্নামে যাওয়ার প্রথম কারণ নামায না পড়া” – এইগুলো জানার পরেও কেও কি নামায ত্যাগ করতে পারে? অবশ্যই না। কেউ যদি এই কথাগুলো বিশ্বাস করে, সে নামায পড়তে বাধ্য। এটাই হচ্ছে সঠিক আকীদা – সে এইগুলো বিশ্বাস করলো। কিন্তু কেউ মুখে দাবী করলো আমি এই কথাগুলো বিশ্বাস করি, কিন্তু নামায পড়েনা, তার মানে সে আন্তরিকভাবে বিশ্বাস করেনা, তার আকীদাতেই সমস্যা আছে। 						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন