একদিকে আখেরী মুনাজাত অন্য দিকে পিস্তলের গুলি! এই মুনাজাতে কি দেশের শান্তি আসবে! হয় উত্তর দেন নয় আমারে দুটো অর্ধ চন্দ্র দেন
লিখেছেন লিখেছেন বেআক্কেল ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৩:২৯ বিকাল
যখন সাধারণ মানুষ মরিতেছে অকাতরে,
হায়েনারা নিরীহ মানুষ মানুষ মারছে অবিচারে,
নামাজী আলেমা নারীরা নিজ গৃহে ধর্ষিতা হচ্ছে,
আলেম ধরে ধরে লেংটা করে রাস্তায় ছেড়ে দিচ্ছে,
দাড়ি টুপি ধারী মানুষ দেখলে পথে ঘাটে পিটাইতেছে,
একটি গাছের বদলা নিতে একজন নেতা মারছে,
পুলিশ বাহীনি খুনি বাহিনীতে পরিনত হইছে,
তখন দেশের শান্তি ও কল্যাণের জন্য
লক্ষ লক্ষ মানুষ টঙ্গির বিলের আলে খাড়াইয়া,
নদীর পাড়ে বসিয়া,
নৌকার উপর দাড়াইয়া,
গাছের ডালে লটকিয়া,
মোনাজাতের কান্দন শুরু করছে!
এসব মানুষের হাতে যদি একটি করে ইটের টুকরা থাকত, বেহুদা চোখের পানি মাটিতে না ফেলিয়া, সেই একটি টুকরা যদি এসব সন্ত্রাসীসের পালন কর্তার ঘরের উপর মারিত। মাত্র একদিন লাগত দেশে কল্যাণ আসতে। সে সব নেতারা তো বেশী দূরে তো থাকেনা। দরকার শুধু শক্ত ইমান আর দৃঢ় মনোবল।
আমি বে আক্কেল মানুষ বেশী বুঝিনা বাকিটা আপনারাই বলেন.......
বিষয়: বিবিধ
১৮৬২ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অর্ধ চন্দ্র দেওয়া যায় না।
ইজতেমার মানুষ দেখলে তাদের নিয়ে টানাটানি করবেন!!
এইকি আপনাদের কাজ!?? দেশে কল্যাণ আনতে
নিজেদের কি দায়িত্ব বলতে কি কিছুই নেই!?
আগে নিজেকে দেখুন পরে অন্যের দোষ নিয়ে টানাহেঁচড়া করিয়েন।
অন্যের ভূল ধরা সহজ। নিজে কিছু করা তত সহজ না।
মন্তব্যটি আপনার রুচির পরিচয় ।
অন্যের ভূল ধরা সহজ। নিজে কিছু করা তত সহজ না। সহমত। আগে নারীর আচলের নীচ থেকে বের হয়ে আসেন।
জঙ্গিবাদী--আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
জঙ্গিবাদী--আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
মন্তব্য করতে লগইন করুন