একদিকে আখেরী মুনাজাত অন্য দিকে পিস্তলের গুলি! এই মুনাজাতে কি দেশের শান্তি আসবে! হয় উত্তর দেন নয় আমারে দুটো অর্ধ চন্দ্র দেন

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৩:২৯ বিকাল



যখন সাধারণ মানুষ মরিতেছে অকাতরে,

হায়েনারা নিরীহ মানুষ মানুষ মারছে অবিচারে,

নামাজী আলেমা নারীরা নিজ গৃহে ধর্ষিতা হচ্ছে,

আলেম ধরে ধরে লেংটা করে রাস্তায় ছেড়ে দিচ্ছে,

দাড়ি টুপি ধারী মানুষ দেখলে পথে ঘাটে পিটাইতেছে,

একটি গাছের বদলা নিতে একজন নেতা মারছে,

পুলিশ বাহীনি খুনি বাহিনীতে পরিনত হইছে,

তখন দেশের শান্তি ও কল্যাণের জন্য

লক্ষ লক্ষ মানুষ টঙ্গির বিলের আলে খাড়াইয়া,

নদীর পাড়ে বসিয়া,

নৌকার উপর দাড়াইয়া,

গাছের ডালে লটকিয়া,

মোনাজাতের কান্দন শুরু করছে!

এসব মানুষের হাতে যদি একটি করে ইটের টুকরা থাকত, বেহুদা চোখের পানি মাটিতে না ফেলিয়া, সেই একটি টুকরা যদি এসব সন্ত্রাসীসের পালন কর্তার ঘরের উপর মারিত। মাত্র একদিন লাগত দেশে কল্যাণ আসতে। সে সব নেতারা তো বেশী দূরে তো থাকেনা। দরকার শুধু শক্ত ইমান আর দৃঢ় মনোবল।

আমি বে আক্কেল মানুষ বেশী বুঝিনা বাকিটা আপনারাই বলেন.......

বিষয়: বিবিধ

১৮৬২ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172031
০২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৫
ইমরান ভাই লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming
আপনাকে অর্ধ চন্দ্র দেওয়া যায় না।
০২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
125755
বেআক্কেল লিখেছেন : তাহলে দোয়া কইরেন।
172089
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হায়েনার ফাঁদে বাংলাদেশ পরে কান্দে
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
126009
বেআক্কেল লিখেছেন : সম্ভবত সঠিক
172107
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
অপ্রিয় সত্য কথা লিখেছেন : যার যে রকম বুঝ।একদম বেআক্কেলের মত!!
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
126010
বেআক্কেল লিখেছেন : আপনাদের দোয়ায়।
172123
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২১
পবিত্র লিখেছেন : নিজেরা ফেসবুক আর ব্লগ, নেট নিয়ে পরে থাকবেন!!
ইজতেমার মানুষ দেখলে তাদের নিয়ে টানাটানি করবেন!!

এইকি আপনাদের কাজ!?? দেশে কল্যাণ আনতে
নিজেদের কি দায়িত্ব বলতে কি কিছুই নেই!?

আগে নিজেকে দেখুন পরে অন্যের দোষ নিয়ে টানাহেঁচড়া করিয়েন।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
126011
বেআক্কেল লিখেছেন : আপনার লম্বা কথায় আমার একটি লাইনের উত্তরও নাই। অনেক ধন্যবাদ।
172157
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
সত্যের ডাক লিখেছেন : ভাই! আমাদের জানা মতে ইসলামের প্রচার প্রসার হয় দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, তলোয়ার, অস্ত্র বা ইটপাটকেলের মাধ্যমে নয়। আর আপনার কান্না কি সত্যিকার অর্থে ইসলামের জন্য নাকি বিশেষ কোন দল বা গোষ্ঠীর জন্য?
অন্যের ভূল ধরা সহজ। নিজে কিছু করা তত সহজ না।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৮
126012
বেআক্কেল লিখেছেন : ইসলাম যদি আতুর ঘরে থাকে তখন দাওয়াত বা তাবলীগ প্রযোজ্য যেমন চীন, বার্মা, থাইল্যান্ড। বাংলাদেশে ইসলাম শক্তিশালী শক্তি, দেশের ৯০% মুসলমান। তারা নিজেরাই এমনিতেই ইমান গ্রহণ করে বসে আছে। এখন তাদের যথাযত ব্যবহার করাই হল ইসলামের মুল দাবী। টঙ্গিতে নিয়া নিরীহ স্টাইলে ইসলাম পালন করা কোরআন হাদিসের কোথাও নেই। একটি আয়াত দিয়েও এটা প্রমাণ করতে পারবেন না। ধন্যবাদ।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩২
126231
সত্যের ডাক লিখেছেন : আমার মনে হয় আমাদের এই ধারনাই আমাদেরকে পিছনে নিয়ে যাচ্ছে। যদি আপনি যা বলছেন তাই হয় তাহলে ইসলামকে নিয়ে ভন্ডরা এত ছিনিমিনি খেলা খেলতে পারতনা। দেওয়ানবাগী মাইজভান্ডারী আটরশী ইত্যাদি শিরকের কেন্দ্রগুলো কি আপনার কথার অসারতা প্রমাণ করেনা? আর একটি কথা আমাদের দেশে এরূপ ছোট বড় অনেক জলসা হয়ে থাকে। সব গুলোর ব্যাপারে আপনার একই ধারণা? দলীল তো অনেক দেোয়া যায়। কিন্তু এখন দিলাম না।
172171
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০১
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : Otake Tablig Jamaat Na Bole Pagli Jamaat Bolai Valo.
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
126013
বেআক্কেল লিখেছেন : ধন্যবাদ।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
126240
আওণ রাহ'বার লিখেছেন : ছিঃ মানুষ এতটা নিচে নামতে পারে একটা মন্তব্যে।
মন্তব্যটি আপনার রুচির পরিচয় ।
172203
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
তায়িফ লিখেছেন : সত্যের ডাক লিখেছেন : ভাই! আমাদের জানা মতে ইসলামের প্রচার প্রসার হয় দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, তলোয়ার, অস্ত্র বা ইটপাটকেলের মাধ্যমে নয়। আর আপনার কান্না কি সত্যিকার অর্থে ইসলামের জন্য নাকি বিশেষ কোন দল বা গোষ্ঠীর জন্য?
অন্যের ভূল ধরা সহজ। নিজে কিছু করা তত সহজ না। সহমত। আগে নারীর আচলের নীচ থেকে বের হয়ে আসেন।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
126014
বেআক্কেল লিখেছেন : ইসলাম যদি আতুর ঘরে থাকে তখন দাওয়াত বা তাবলীগ প্রযোজ্য যেমন চীন, বার্মা, থাইল্যান্ড। বাংলাদেশে ইসলাম শক্তিশালী শক্তি, দেশের ৯০% মুসলমান। তারা নিজেরাই এমনিতেই ইমান গ্রহণ করে বসে আছে। এখন তাদের যথাযত ব্যবহার করাই হল ইসলামের মুল দাবী। টঙ্গিতে নিয়া নিরীহ স্টাইলে ইসলাম পালন করা কোরআন হাদিসের কোথাও নেই। একটি আয়াত দিয়েও এটা প্রমাণ করতে পারবেন না। ধন্যবাদ।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৩
126236
তায়িফ লিখেছেন : বিশ্ব ইজতেমা তাবলীগ কর্মীদের বার্ষিক সম্মেলন, আম জনতা স্বতফুত ভাবে অংশ নেয়। জামাতের বার্ষিক সম্মেলতে যেভাবে জামাতিরা অংশ নেয়। তাবলীগ সম্পর্কে ভালভাবে জানতে তিন চিল্লা সময় দেন।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৭
126350
বেআক্কেল লিখেছেন : বউ ঝিকে অন্যের কাছে বর্গা দিয়ে তিন চিল্লা তো দূরে থাক আধা চিল্লা দেবার মত মানুষ আমি নই। ১৪০০ শত বছর ধরে একমাত্র তালবীগ ছাড়া এই আজিব পদ্ধতি আর কারো কাছে দেখিনি।
172267
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩০
আল সাঈদ লিখেছেন : সারাদেশের ঈমান নষ্ট হয়ে আছে সেখানে দোয়া কিংবা শান্তি কামনায় ঈমান রক্ষা হবেনা। ঈমান রক্ষা করতে প্রথমে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও পূর্নবিশ্বাস আনতে হবে।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
126015
বেআক্কেল লিখেছেন : শতভাগ সঠিক এবং ধন্যবাদ।
173388
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৭
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
জঙ্গিবাদী--আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
জঙ্গিবাদী--আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File