জামাত আমীরের ফাঁসীর রায় হলো যেভাবে
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:১৩:৩১ বিকাল
চট্টগ্রামে আঠককৃত ১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমীর সাবেক সফল শিল্প মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বি এন পি নেতা লুৎফুজ্জামান বাবর সহ ১৪ জনকে আদালত মৃত্যুদন্ডের রায় দিয়েছে।তাদের এই মৃত্যুদন্ডে অনেকেই প্রশ্ন তুলেছেন, অস্ত্র মামলায় মৃত্যুদন্ড হয় কিভাবে ? তাদেরকে প্রথমেই বলে রাখি, বর্তমান ডিজিটাল বাংলাদেশে সবকিছুই সম্ভব!
মাত্র ৫ ভাগ ভোটার উপস্হিতির নির্বাচন করে যদি সংসদে বসা যায় (ভোট ছাড়াই ৫০ শতাংশের বেশী সাংসদ) সরকার গঠন করা যায়, ২০৪১ সাল পর্যন্ত মানুষকে স্বপ্ন দেখানো যায়, পুলিশ দিয়ে গুলি করে নির্বিচারে মানুষ মারা যায়, আগের রাতে গ্রেফতার করে পরদিন সকালে কথিত বন্দুক যুদ্ধের নামে তরুন যুবক বৃদ্ধের লাশ পরিজনের হাতে তুলে দেয়া যায়, সেই দেশে সব কিছুই সম্ভব।
তাছাড়া, অস্ত্র মামলায় ফাঁসী দেয়ার পক্ষে যারা কোন যুক্তি খোঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে একটা গল্প বলি।
একদিন এক অটোরিক্সার নিচে পড়ে একটি মুরগী মারা যায়।সাধারনত হাস মুরগী গাড়ির বা ঠেলা রিক্সার নীচে পড়ে মারা যায়, আর কেও যদি না দেখেন তাহলে ড্রাইভার লোক চক্ষুর আড়ালে চলে যায়। আর যদি কেও দেখে ফেলেন এবং ড্রাইভার ধরা পড়েন পাবলিকের হাতে তবে আর রক্ষা নাই। সেদিন ঐ ড্রাইভারের ভাগ্য ছিলো তার বিপরিতে তাই তিনি পাবলিকের হাতে ধরা পড়লেন। এই অবস্হায় ক্ষতিপুরন দেয়া ছাড়া ড্রাইভারের ছাড়া পাওয়ার কোন সুযোগ নেই। কি আর করা ড্রাইভার বেচারা ক্ষতিপুরন দিতে রাজি। কিন্তু সমস্যাটা দেখা দিলো ক্ষতিপুরনের অংক শুনে। জিন্দা মুরগীর দাম হবে যেখানে দেড়শত টাকা সেখানে ক্ষতিপুরন দাবি করা হলো ৫ হাজার টাকা।
অংকটা শুনে ড্রাইভার বেচারার মাথা খারাপ হওয়ার মত অবস্হা। তার সারা মাসের রোজগারের সমান একটা মুরগীর দাম।
কেন ? এত টাকা কেন ? মুরগীর দাম কি ৫ হাজার টাকা।
হা, মুরগীর দাম ৫ হাজার টাকা। এই মুরগী যদি বেচে থাকতো তাহলে কতগুলো ডিম দিত । প্রতিটা ডিম থেকে একটা করে বাচ্ছা হত, বাচ্ছা বড় হয়ে মুরগী হত,প্রতিটা মুরগী আবার ডিম দিত ,ডিম থেকে আবার বাচ্ছা হত, এভাবে করে হিসাব করলে কয়েক হাজার হয়। তা থেকে মাত্র ৫ হাজার দাবি করা হয়েছে।
এই গল্পের সাথে আপনারা একটু মিলিয়ে দেখুন, যদি ঐ দশ ট্রাক অস্ত্র ধরা না পড়তো, তাহলে এই অস্ত্রগুলো কয়েক হাজার মানুষের হাতে যেত, মানুষগুলো আরো কয়েক হাজার মানুষকে এই অস্ত্র দিয়ে হত্যা করতো। একটা দেশে কত হতাহতের ঘটনা ঘটতো ।
জানিনা অস্ত্র মামলার আইনে সর্বোচ্চ সাজা কতদিনের হয়। তবে উপরোক্ত হিসাব অনুযায়ি ফাঁসী দিয়ে আদালত একটা বিচক্ষনতার পরিচয় দিয়েছেন।
বিষয়: রাজনীতি
১৩৫৬ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন