মেয়ে বেলার দিন-রাত্রি।

লিখেছেন লিখেছেন মেয়ে বেলা ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:২৮:৩৩ সকাল



মেয়েদের যা কিছু গোপন, সে নিয়ে পুরুষের চিরদিনের কৌতূহল! সে কৌতূহল চেনা বাস স্টপের অদূরে দাঁড়ানো দুই অচেনা মেয়ের সলাজ কানাকানি হোক বা ভূগোল জানা মেয়ের শরীরী বাঁক-উপবাঁকের নিরিখে অন্তর্বাসের মাপ-জোক। একলা দুপুরে রিডিং রুমে উদ্ধার মেয়েলি হরফের চিঠি হোক বা, মাঝ রাত্তিরে ফেস-বুক-প্রাণার কবিতায় দেওয়া প্রোফাইল স্টেটাস!

মেয়েদের ভিতর-বাহির সবকিছু নিয়েই যেন প্রখর রুদ্র হতে চায় পুরুষ! ভিড় বাসে, ট্রেনে............. উঠতি কুর্তির তলে চকিতে দেখে ফেলা, এক চিলতে ফর্সা শরীর নিয়ে যেমন তার কৌতূহল! ঠিক সেই রকম সে সমান কৌতূহলী, অফিস লিফটে নিরুপায় দূরত্বে দাঁড়ানো অন্য ফ্লোরের চুপচাপ প্রিয়দর্শিনীর শাড়ীর আঁচল! এমনতরো সব মেয়েলি গল্প-গাছা সবই আমাদের মেয়ে বেলার দিন-রাত্রি।

বিষয়: বিবিধ

১৬৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File