এবার দেখা যাবে- সাকা ফাঁসির দড়ি নাড়ায়, নাকি দড়ি সাকাকে নাড়ায়................।

লিখেছেন লিখেছেন মেয়ে বেলা ০৩ অক্টোবর, ২০১৩, ০৬:৫১:২৪ সকাল



সাকা ফাঁসির দড়ি নাড়ায়, নাকি দড়ি সাকাকে নাড়ায়................।

একাত্তরে করা ঘৃণ্য অপরাধের সাজা থেকে নিস্তার পেতে শক্ত অজুহাত দাঁড় করিয়েছিলেন সাকা। ৪২ বছর পর দেশের সীমানায় থাকতে সাহস পাননি। দাবি করলেন, তিনি সে সময় ছিলেন এক হাজার ৬০০ কিলোমিটার দূরে পাপী-স্তানে। তাতেও কাজ হলো না। আইনের চোখে ধরা পড়লেন ফকার ছেলে সাকা। পেলেন সর্বোচ্চ সাজা ফাঁসির লটকি।



বিষয়: বিবিধ

২৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File