নোবেল শান্তি পুরুস্কার পেতে যাছ্ছেন- নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই।
লিখেছেন লিখেছেন মেয়ে বেলা ০৪ অক্টোবর, ২০১৩, ১০:১৩:৪৫ রাত
শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই।
বর্তমান সময়ে মালালা শুধু মেয়েদের এবং শিশুদের শিক্ষা ও নিরাপত্তার অধিকারের প্রতীক হয়ে ওঠেনি। একইসঙ্গে সে অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হয়েও উঠেছে। তবে মালালাকে নোবেল পুরস্কার দেয়ার সমালোচনা করছেন অনেকেই। তাদের মতে, মাত্র ১৬ বছরের এক কিশোরী, এতো কম বয়সে এ পুরস্কারের দায়ভার বহন করতে পারবে না। এর পরিবর্তে কলোম্বিয়ার শান্তি মধ্যস্থতাকারী বা মিয়ানমারের সংস্কারবাদীরা শান্তিতে নোবেল পেতে পারেন বলে মন দেন তারা। ১১ অক্টোবর ঘোষণা করা হতে পারে এবছরের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।
বিষয়: বিবিধ
২০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন