টাকঢুম টাকঢুম বাজাই বাংলাদেশের ঢোল....................

লিখেছেন লিখেছেন মেয়ে বেলা ০১ অক্টোবর, ২০১৩, ০৯:১৬:২১ রাত



আগে কি সুন্দর দিন কাটাইতাম, বাত্তি নাইরে কবরের ভিতরে.......

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সাকাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে আনা ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৭ ও ১৮ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে।

এর মধ্যে ৩ (নূতন চন্দ্র সিংহ হত্যা), ৫ (সুলতানপুর বণিকপাড়া গণহত্যা), ৬ (উনসত্তরপাড়া গণহত্যা) ও ৮ (আওয়ামী লীগের নেতা শেখ মোজাফফর আহমেদকে অপহরণের পর হত্যা) নম্বর অভিযোগে সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এছাড়া ২, ৪ ও ৭ নম্বর অভিযোগে হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও দেশান্তরে বাধ্য করার মতো অপরাধে জড়িত থাকা এবং পরিকল্পনা করার দায়ে ২০ বছর করে কারাদণ্ড এবং ১৭ ও ১৮ নম্বর অভিযোগে অপহরণ ও নির্যাতনের দায়ে পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।



অচিরেই ঘৃণাস্তম্ভ হবে সাকার বিলাস বহুল ‘বায়তুল বিলাল’

বিষয়: বিবিধ

১৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File