কবিতার জাতিসংঘে আমি একা
লিখেছেন লিখেছেন স্বপ্নের ফেরিওয়ালা ৩০ জুলাই, ২০১৪, ০১:২৪:৩৩ দুপুর
কবিতার "জাতিসংঘেও" আমি ফিলিস্তিনের মতো একা, অসহায়.…
কলম আছে তবু লেখার কোনো অধিকার নাই।
রক্তের কালি শুধু বয়েই চলেছে.…
কাব্যের শেষ পঙতিটি রয়ে গেছে অসমাপ্ত।
ছন্দের প্লাটফর্মে আজ সবাই অন্যলোকের,
অশ্লীল বাক্যরা ভেটো দিয়েই যাচ্ছে,
সশস্ত্র অক্ষরের আঘাতে আমার নিরীহ কাব্য-
রক্তাক্ত পাখি হয়ে পড়ে থাকে নিথর।
কিন্তু..… এখন কী-বোর্ডের দিন,
তাই আমি ঘুরে দাড়িয়েছি ইলেক্ট্রিক ইন্তিফাদায়,
ছুড়ে ফেলেছি কলম, ছিড়ে ফেলেছি কাগজ।
অসমাপ্ত অন্ত্যমিল এবার আমাকে রঁচতেই হবে।
WEBSITE- http://www.preacherofislam.wordpress.com
FACEBOOK- https://m.facebook.com/profile.php?id=361674527252580
TWITTER- https://mobile.twitter.com/preacherofislam
বিষয়: আন্তর্জাতিক
১০৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন