ঈদে খলীফার ছেলে মেয়ে নতুন জামা-কাপড় পেলনা

লিখেছেন লিখেছেন সাদিক মাহমুদ ৩০ জুলাই, ২০১৪, ০২:২৩:৫৫ দুপুর

দামেস্ক। ইসলামী সাম্রাজ্যের

রাজধানী। খলীফা উমার ইবন আবদুল

আযীযের শাসনকাল। ঈদের মওসুম।

দামেস্কে ঈদের আনন্দ-উৎসবের

সাড়া পড়ে গেছে। আমীর-উমরা, গরীব-

মিসকিন সকলেই সাধ্যমত নতুন কাপড়-চোপড়

তৈরি করে, রকমারি খাবার

বানিয়ে উৎসবের আয়োজনে ব্যস্ত।

আমীরদের ছেলে-মেয়েরা রঙিন

পোশাক পড়ে আনন্দ করে বেড়াচ্ছে।

খলীফা অন্দর মহলে বসে আছেন।

স্ত্রী ফাতিমা এসে উপস্থিত হলেন।

স্বামীকে বললেন, ‘ঈদ এসে গেল, কিন্তু

ছেলেমেয়েদের নতুন পোশাক তো খরিদ

করা হলো না।’

খলীফা বললেন, ‘তাই তো, কিন্তু

কি করবো। তুমি যা আশা করছো, তা পূর্ণ

করা আমার পক্ষে অসম্ভব। প্রতিদিন

খলীফা হিসেবে আমি যা ভাতা পাই

তাতে সংসারের দৈনন্দিন খরচই কুলোয়

না, তারপর নতুন পোশাক পড়া, সে অসম্ভব।

ফাতিমা বললেন, ‘তবে আপনি এক

সপ্তাহের ভাতা বাবদ কিছু অর্থ অগ্রিম

নিয়ে আমাকে দিন, তাই

দিয়ে আমি ছেলেমেয়েদের কাপড়

কিনে নেই।’

খলীফা বললেন, ‘তাও সম্ভব নয়।

আমি যে এক সপ্তাহ বেঁচে থাকবো তারই

বা নিশ্চয়তা কি। আর কালই যে জনগণ

আমাকে খলীফার পদ

থেকে সরিয়ে দেবে না, তাই

বা কি করে বলি। তার চেয়ে এ বিলাস

বাসনা অপূর্ণই থেকে যাক- তবু ঋণের দায়

থেকে যেন সর্বদা মুক্ত থাকি।’

আমরা সেই জাতি

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249552
৩০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
249636
৩১ জুলাই ২০১৪ সকাল ০৯:৪৬
সাদিক মাহমুদ লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File