একটু চিন্তা করুন সুন্নী ভাইয়েরা

লিখেছেন লিখেছেন সাদিক মাহমুদ ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২৯:৩০ সকাল

সম্প্রতি বিশ্ব মিডিয়ায় খুব ফলাও করে একটা খবর ছাপা হয়েছে যে নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

রওজা মোবারক নাকি সৌদি আরবের

ওহাবী সালাফীরা সরিয়ে ফেলার চেষ্টা করছে ! তাই নিয়ে বিশ্বের সকল সুন্নী জনতা উদ্বিগ্ন ! আপনাদের এই অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য একটি হাদিস শরীফের আশ্রয় নিচ্ছি

রাসুল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, এবং তিনি অশান্ত পৃথিবীতে ইসলামের শান্তির প্রতিষ্টা করবেন, এবং তিনি যখন ইন্তেকাল করবেন,তখন

তাঁকে মসজিদে নববীতে আমার পাশেই

দাফন করা হবে |

[ ইবনে মাজাহ -৭৮৬ ]

সুতরাং পবিত্র হাদিস শরীফ থেকে এটাই

প্রমানিত হয় যে কিয়ামত পর্যন্ত আল্লাহর

হাবিবের রওজা মোবারক মসজিদে নববীতেই থাকবে ইন শাহ আল্লাহ | দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে , পরিবর্তন

হতে পারে কিন্তু আমার নূর নবীজির

পবিত্র নূরানী জবান মোবারকের বাণী কখনই মিথ্যা ও পরিবর্তন হতে পারেনা পারেনা পারেনা |

তাই আপনারা চিন্তিত বা উদ্বিগ্ন হবেন

না , পবিত্র হাদিস শরীফের উপর বিশ্বাস

রাখুন | পবিত্র হাদিস শরীফকে পরিবর্তন

বা মিথ্যা প্রমান করার ক্ষমতা কি কোন

বাপের ছেলের আছে ? হাদিস শরীফের বাণী বড় না ওহাবী সালাফী আমেরিকার

দালালদের হুমকি বড় ? অতএব উদ্বেগের কিছুই নেই বরং আল্লাহ পাক তাদেরকে বাড়াবাড়ি করার সুযোগ দিয়ে বিভ্রান্ত মুসলিম উম্মাহর কাছে তাদের স্বরুপ উন্মোচন করে দিয়েছেন।

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261551
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪০
কাহাফ লিখেছেন : বিভ্রান্তি মুলক সংবাদে কথিত সুন্নিরা লাফাচ্ছে,সাথে কিছু সাধারণ মুসলমানও। এমন কোন কিছু হওয়ার সম্ভাবনা নেই কখনো। ওহাবী-সালাফী-সুন্নী এই বিভেদটাই ইসলামের খ্যতি করেছে সবচেয়ে বেশী।
261556
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৯
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : অনারা কড়া সুন্নিতারার কথা-বার্তা এনক্যা ? মানে সুন্দর ভাষা মনেহয় আপনারা জানেনইনা ! আপনারা এত নীচু মনের পরিচয় দেন ক্যান ? কথায়-কথায় অন্যকে আক্রমন ।
261559
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২১
হতভাগা লিখেছেন : এসব Chaos ইসলাম বিদ্বেষীরাই ছড়িয়ে দিচ্ছে । বহুধাবিভক্ত মুসলমানদের এতে পেরেশানী দেখে তারা ''যার পর নাই'' মজা পায় ।
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৫
205515
আজিম বিন মামুন লিখেছেন : হতভাগার সাথে একমত।:Thinking
261567
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫১
মেঘমুক্ত আকাশ লিখেছেন : এ সকল সংবাদের ভিত্তিতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করাই ভালো।
261594
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুসলমানদের মধ্যে গ্যাঞ্জাম লাগানোর জন্যই এসব ভূয়া নিউজ প্রচার করা হচ্ছে না তো?
261608
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
মামুন লিখেছেন : আল্লাহর হাবিবের বাণীর ওপর অটল বিশ্বাস রাখলাম।
ধন্যবাদ আপনাকে হাদীসটি রেফারেন্স হিসেবে দেবার জন্য।
মনে অনেক শান্তি পেলাম।
জাজাকাল্লাহু খাইরান। Rose Rose Rose Good Luck
261629
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৪
আজিম বিন মামুন লিখেছেন : চমৎকার জবাব খুজে বের করেছেন।আল্লাহ আপনার মঙ্গল করুন।
261671
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
সাদিক মাহমুদ লিখেছেন : জাযাকাল্লাহ মামুর ভাই
261780
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৩
চিরবিদ্রোহী লিখেছেন : সুন্নীরা না, এই খবরে চেচামেচি করছে সুন্নী নামধারী কবর পুজারী, মাজার ব্যবসায়ী ও চল্লিশা খোর জাহেলরা। আহলে সুন্নাহর প্রত্যেকটি মানুষের হাদীসে নববীর উপর নিশ্চিত বিশ্বাস রয়েছে। এবং তারা জানেন, যেহেতু ঈসা (আঃ)-এর দাফন রাসূলের (সাঃ)পাশে এই মসজিদে নববীতেই হবার ভবিষ্যৎবাণী করা হয়েছে, এই ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ খইর
১০
261797
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পুরাই মিথ্যার উপর লাফালাফি!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File