একটু চিন্তা করুন সুন্নী ভাইয়েরা
লিখেছেন লিখেছেন সাদিক মাহমুদ ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২৯:৩০ সকাল
সম্প্রতি বিশ্ব মিডিয়ায় খুব ফলাও করে একটা খবর ছাপা হয়েছে যে নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের
রওজা মোবারক নাকি সৌদি আরবের
ওহাবী সালাফীরা সরিয়ে ফেলার চেষ্টা করছে ! তাই নিয়ে বিশ্বের সকল সুন্নী জনতা উদ্বিগ্ন ! আপনাদের এই অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য একটি হাদিস শরীফের আশ্রয় নিচ্ছি
রাসুল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, এবং তিনি অশান্ত পৃথিবীতে ইসলামের শান্তির প্রতিষ্টা করবেন, এবং তিনি যখন ইন্তেকাল করবেন,তখন
তাঁকে মসজিদে নববীতে আমার পাশেই
দাফন করা হবে |
[ ইবনে মাজাহ -৭৮৬ ]
সুতরাং পবিত্র হাদিস শরীফ থেকে এটাই
প্রমানিত হয় যে কিয়ামত পর্যন্ত আল্লাহর
হাবিবের রওজা মোবারক মসজিদে নববীতেই থাকবে ইন শাহ আল্লাহ | দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে , পরিবর্তন
হতে পারে কিন্তু আমার নূর নবীজির
পবিত্র নূরানী জবান মোবারকের বাণী কখনই মিথ্যা ও পরিবর্তন হতে পারেনা পারেনা পারেনা |
তাই আপনারা চিন্তিত বা উদ্বিগ্ন হবেন
না , পবিত্র হাদিস শরীফের উপর বিশ্বাস
রাখুন | পবিত্র হাদিস শরীফকে পরিবর্তন
বা মিথ্যা প্রমান করার ক্ষমতা কি কোন
বাপের ছেলের আছে ? হাদিস শরীফের বাণী বড় না ওহাবী সালাফী আমেরিকার
দালালদের হুমকি বড় ? অতএব উদ্বেগের কিছুই নেই বরং আল্লাহ পাক তাদেরকে বাড়াবাড়ি করার সুযোগ দিয়ে বিভ্রান্ত মুসলিম উম্মাহর কাছে তাদের স্বরুপ উন্মোচন করে দিয়েছেন।
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে হাদীসটি রেফারেন্স হিসেবে দেবার জন্য।
মনে অনেক শান্তি পেলাম।
জাজাকাল্লাহু খাইরান।
জাযাকাল্লাহ খইর
মন্তব্য করতে লগইন করুন