পাখি জামাকে কেন্দ্র করে দুইজন হাসপাতালে !!
লিখেছেন লিখেছেন সাদিক মাহমুদ ৩১ জুলাই, ২০১৪, ১০:১৪:৪৪ সকাল
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা বাজারের এক দোকানে বিক্রির জন্য ঝুলানো ছিল অত্যন্ত আকর্ষণীয় একটি পাখি ড্রেস, মূল্য ৩,৫০০ টাকা নির্ধারিত | ঘটনাক্রমে জামাটি একইসাথে দুই
ক্রেতার [পুরুষ] পছন্দ হয়ে যায় | উভয়েই পকেট থেকে টাকা বের করে দোকানীকে দেওয়ার চেষ্টা করে | এ নিয়ে তাদের মাঝে তর্ক বিতর্কের এক পর্যায়ে তুমুল বাকবিতন্ডা শুরু হয়ে যায় |
নিজে কিনতে না পারলে যেন অপরজনও কিনতে না পারে এমন মহৎ [?] উদ্দেশ্যে চরম উত্তজিত একজন জামাটিকে টেনে ছিড়ে ফেলে | তৎক্ষনাৎ ঝগড়া-বিবাদ রূপ নেয় প্রচন্ড লড়াইয়ে | পরস্পরে তুমুল মারামারিতে উভয়েই গুরুতর আহত হয় এবং তাদেরকে হাসপাতালেও নিয়ে যেতে হয় !! ছেড়া জামার
জরিমানা অবশ্য যে ছিড়েছে তারই দিতে হয় |
জানা নেই এমন ঘটনা দেশে আরও কত ঘটেছে !!!
বিষয়: বিবিধ
১২৯১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন