ব্যাংকিং নিয়ে আমাদের কি করার আছে ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:০৪:৩৮ সকাল
মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বাংলাদেশের একজন বেশ পরিচিত মূখ । গত বছর শপলা চত্বরে এক জনসভায় ইসলামি ব্যংক নিয়ে কড়া এক ফতুয়া দিয়েছিলেন । জোরের সহিত বলেছিলেন, ইসলামি ব্যংকে টাকা রাখা হারাম-হারাম-হারাম । কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যদি উনাকে প্রশ্ন করেন এ ভয়েই উনি উনার দায়িত্ব পালন করেছিলেন মর্মে ভাষন দিয়েছিলেন । যদিও উনি ইসলামি ব্যাংকের হজ্জ ক্যাম্প শাখায় একাউন্ট খুললেও লেনদেন করেননি বলেই জানান ।
দিনকতক আগে নির্মম কায়দায় নিহত মাওলানা নুরুল ইসলাম ফারুকির প্রশ্নোত্তরের একটি ভিডিও লিংক পেলাম ফেসবুকে । উনি আসলেই কি বুঝাতে চেয়েছিলেন পরিষ্কার নয় আমার কাছে। বলেছেন, কেউ ব্যাংকে (কোন ব্যাংক স্পষ্ট নয়) টাকা রাখলেই তা সুদ হয়ে যায়না । কারন ব্যাংক সে টাকা ইনভেস্ট করে এবং লাভের একটি অংশ গ্রাহককে দেয় । ব্যাংক টাকা বসিয়ে না রেখে রোলিং করে, মানে ব্যবসায় খাটায় । আর মন্তব্যগুলো দেখেও পরিষ্কার ধারনা পাচ্ছিনা ।
https://www.facebook.com/video.php?v=10203705846499027&set=vb.1003637523&type=2&theater
মাসউদ সাহেব বললেন ইসলামি ব্যাংকে টাকা রাখা হারাম । আর ফারুকী সাহেব বললেন, ব্যংকে টাকা রাখলেই সুদ হয়ে যায়না । যেহেতু ইসলামি ব্যংকে যাওয়া যাবেনা, তাহলে আমরা কোথায় যাব ?
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটিই তাদের মুল ফতোওয়া।
মন্তব্য করতে লগইন করুন