নব জিহাদের ডাক
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ২৯ এপ্রিল, ২০১৪, ০৯:৩৮:৩২ সকাল
দিচ্ছি নতুন এক জিহাদের ডাক,
মিথ্যা ও অনাচার দূর হয়ে যাক।
সত্যতে কেন তোর এত এত ভীতি,
মুসলিম নাম নিয়ে ব্রাক্ষণ গীতি।
দুমুখো সাপ তোরা
দাদার-দিদির কাছে যা
কেন করে চলিস বল
জাতির এই বুকে ঘা?
আজকে সংগ্রাম অস্তিত্বের সংগ্রাম-
সময় থাকতে ভাই এইটার দিও দাম।
যদি দাম নাই দাও; তবে মনে রেখো
সব কিছু হারাতে প্রস্তুত থেকো।
তাই দিয়ে যাই ডাক নব জিহাদের-
এটাই বাঁচাবে শুধু দেশসহ আমাদের।
২৯.০৪.১৪ইং
বিষয়: সাহিত্য
১৩০৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন