***সোনিয়ার কাছে হায়েনার বার্তা***
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ২৯ ডিসেম্বর, ২০১৩, ০৭:৩৭:০০ সন্ধ্যা
শ্রীমতী মহারানী সোনিয়া দিদি,
আপনার কথা মত
ছাড়িনি গদি।
.
তাই মোরে জনতা করছে তাড়া,
ভয় লাগে যদি দেখি
বাবারই তারা। (পরিণতি)
.
সবই হচ্ছে কথা মত
আপনি যেমন কহেন,
নির্বোধেরা যাহাই বলুক
আপনি বুকে রহেন।
.
আপনি বুকে সাহস দেবেন
তাই তো রক্ত বন্যা,
আমি হলাম পুরান দালাল
শেখ মুজিবের কন্যা।
.
পিতাশ্রী তো হাজার হাজার
মেরেছে সুখে,
আমিও তো সেই জেদ
রেখেছি বুকে।
.
তাই আজ জনতা ধরেছে যে তান,
মেরে নাকি পাঠাবেই হিন্দুস্থান।
.
লাখ লাখ বুলেট আর শত গ্রেনেডে,
কাজ নেই তবু শুনি গদি ছেড়ে দে।
.
দেবযানী সয়েছে তো (বডি) ক্যাভিটি'র সার্চ
আমার জন্যে হলো ডেমোক্রেসি মার্চ।
.
জনগনে যদি সব চালাকি মোর ধরে,
আমার সাথেও ক্যাভি ড্যাশ ড্যাশ করে!?
.
আমি আর দেবযানী পাই না তো লজ্জা,
সব কিছু ভারতী অস্থি ও মজ্জা।
.
দুজনি তো এক মোরা চাকরি করি,
তোমার জন্যে যত খাটনি করি।
.
মনে হয় এবার আর হবেনা যে রক্ষা,
নবীন ডালিম এসে পাড়াবে যে অক্কা।
.
তাই চলে সবি দিয়ে শেষ প্রতিরোধ,
জনগণ মনে হয় নেবে প্রতিশোধ।
.
এই প্রতিশোধ হবে খুব ভীতিকর,
আমি নাকি খুব খুব খুব ক্ষতিকর!?
.
সখ করে ডাকে সবে হায়েনা বিবি,
মরণেও গদি রবে এটাই হবি।
.
আজকে এমন ভয়াল দিনেও
আমার পেন্নাম নেবেন,
মনমোহন দাদার কাছে আদাব
পৌঁছে দেবেন।
.
আমি তো জীবনে আর মরণেও চর,
পিতা মেরে খুশি হওয়া স্বদেশীরা মর।
.
সনি দিদি এই বলে টানছি ইতি,
দালালীটা আমাদের বংশিয় নীতি।
.
২৯/১২/১৩
বিষয়: বিবিধ
১৮৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন