***শহীদ কাদের মোল্লা***
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ১৩ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৮:৪৪ রাত
শাহাদাত ছিলো কাম্য যাদের
শাহাদাত ছিলো কাম্য,
দুনিয়ার বুকে চাইলো যারা
খোদার বিধান সাম্য।
.
ঐ ধারাতেই শহীদ হলেন
মোদের কাদের মোল্লা,
সতেজ দেহ নিথর হলো
জাগলো সবুজ বাংলা।
.
মৃত্যু তোমাকে অমর করেছে
ওহে জান্নাতি পাখি,
র'বি কেনো তুই নিঠুর ধরায়
জান্নাত বলে ডাকি।
.
থাকতে দিলোনা তোমাকে ধরায়
যেই যে স্বর্গ সুর,
আমিও যে যাবো সেই সুর শুনে,
হোকনা যতই দূর।
.
আজ থেকে তুমি জায়গা নিয়েছ
কুতুব-বান্নার সাথে,
আরও ভাই যারা দিয়ে গেছে প্রান
শাহদাতের ঐ পথে।
.
শাহদাত ছিল কাম্য যাদের
তুমি তো তাদের সাথী,
মিথ্যার মালা হরেছে যে প্রান
তাইতো হৃদয় ব্যথী।
.
যুগে যুগে এই শহীদি স্মৃতি যে
চেতনায় দেবে শান,
আলোর এ কাফেলা বন্ধ হবেনা
আরও হবে বলিয়ান।
বিষয়: সাহিত্য
১০৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন