***ভারতীয় মাল***
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ০৫ নভেম্বর, ২০১৩, ১০:৫৭:৪৬ সকাল
হাসিনাটা একটা ভারতীয় মাল,
তাকে নিয়ে গিয়ে তোরা দরিয়ায় ঢাল।
.
দরিয়ায় পড়ে যদি কাটে সে সাঁতার,
দেখবে সে কেউ নেই অকুল পাথার।
.
দালাল মরবে জেনো কুকুর যেমন,
পরকালে পায় তারা দোজখী সমন।
.
তাই তারা ইহকালে পায় ফুসরত,
ফুসরত পেয়ে করে ভুল কসরত।
.
ভুলের মাসুল হবে অনেক বড়ো,
মুমিন বান্দা তুমি ধৈর্য ধরো।
.
সব খেল শেষ হলে আসবে গজব,
আকাশে বাতাশে সেই চলছে গুজব।
.
সব চেয়ে বড় খেলা খোদার খেলা,
সেই খেলা জয় হয় শেষের বেলা।
০৭/১১/২০১৩
বিষয়: রাজনীতি
১৪৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন