***জয় বাবা মনীষীর জয়***
লিখেছেন লিখেছেন বুসিফেলাস ০৯ অক্টোবর, ২০১৩, ০১:৫৪:০৭ দুপুর
এক বিখ্যাত মনীষীর আগমনে বাংলাদেশ আজ শঙ্কিত। পরিবারতন্ত্রের শেষ শ্রদ্ধাও আজ ডাস্টবিনে। আপনারা জানেন কি এই মনিষী কে???
যদি না জানেন তবে কিছু ক্লু দেইঃ
*
১. এই মনিষী একবার বলেছিলেন সেনাবাহিনীতে মৌলবাদী বেড়ে গেছে কমাতে হবে, ভগমানের অশেষ কৃপায় ২৫ ফেব্রুয়ারী পিলখানাতে মৌলবাদী সেনা অফিসারেরা প্রান হারাল।
*
২. এই মনিষী বলেছিলেন দেশে বোরখার ব্যভার বেড়ে গেছে কমাতে হবে, এখন সানি লিয়ন সংস্কৃতির প্রসার চলছে দেশে, কাপড় ও ওড়না দিনে দিনে পাতলা ও ছোট হচ্ছে। নাটক সিনেমায় বেড়েছে পাতলা ও ফাউল প্রেমের কাহিনীর প্রচার প্রসার।
*
৩. এই মনিষী একবার বিমান বন্দর ত্যাগের সময় সাংবাদিকদের বলেছিলেন তিনি রাজনিতিতে আসবেন না, আসলেই তিনি রাজনিতিতে আসেননি তিনি এসেছেন কুটিল চাণক্য নীতিতে।
*
৪. এই মনিষী কিছুদিন আগে প্রচণ্ড বিশ্বাসের সাথেই বলেছেন যে তার কাছে তথ্য আছে বা'আল আবার ক্ষমতায় আসবে, তাই দেশ জুড়ে চলছে বা'আলের যুদ্ধ প্রস্তুতি।
*
৫. এই তো সেই দিন বললেন মাদ্রাসায় ছাত্র কমানোর ব্যবস্থা তিনি করছেন, হুম এটাও ফলছে লাল খান বাজার মাদ্রাসা বন্ধ, মাদ্রাসায় গ্রেনেড পাওয়া গেছে প্রচার, জঙ্গিবাদ ধোঁয়া আকাশে বাতাসে উড়ছে।
আমি কিন্তু এই মনিষীর ফ্যান হয়ে গেছি, যাহা বলেন তাহাই ফলান থুক্কু ফলে!!!
*
সব শেষে বলি জয় বাংলা- মনিষীর বাণী থেকে দেশ সামলা।
আপনারা কি চিনেছেন এই মনিষীকে... চিনলে আওয়াজ দিন।
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন