*** হুররে আমি এখন প্রথম পাতায় ***

লিখেছেন লিখেছেন বুসিফেলাস ২২ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৫৭:২৭ দুপুর

অনেক আশা করে বিডি টুডেতে ব্লগ খুলেছি। কিন্তু না বাকশালের প্রেতাত্তা ডিজিটাল বাকশাল আমার আশার মিষ্টি গুড়ে বালি দিয়ে দিল!!!

বিডি টুডের কর্তাদের ধন্যবাদ সরকারের বাকশালি নীতির কাছে মাথা নত না করার জন্য।

বিডি টুডেতে প্রাথমিক ৩টা পোস্ট দেয়ার কিছুদিন পর দেখি বিডি টুডে ব্লক... অনেক কষ্ট লেগেছিল ভেবেছিলাম আমার মনে হয় আর ব্লগার হওয়া হবে না।

কিন্তু আজকে খুবই ভালো লাগছে প্রথম পাতার অনুমোদন পেয়ে।

তাই মনের গভীর থেকে বললাম;

আলহামদুলিল্লাহ্‌

হুররে আমি এখন প্রথম পাতায়!!!

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File