ফ্রি তে এরখম হ্জ্জ করতে চান?
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৭ আগস্ট, ২০১৪, ১২:৩৬:৪১ দুপুর
অনেকে আছেন তারা নাকি এখানে হজ্জের সাওয়াব পান। দেখুন তো চিনেন কিনা...।
আপনারা কি এরখম হজ্জ করতে চান? তাহলে যোগদেন.... তবে সাবধান, জাহান্নামে গেলা আমার দোষ নাই।
{{{শির্ক+বিদআত থেকে দুরে থাকুন, কোরআন ও সহীহ হাদীস আকড়ে ধরুন জান্নাতকে উপার্যন করুন}}}
বিষয়: বিবিধ
১৩৯৮ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিষয়টা আমিও খেয়াল করছিলাম, টাইপিং মিসটেক ধরে নিয়েছিলাম।
আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা যেন আমাদের ব্যবহারকে সুন্দর কোমল নরম করে দিন, যাতে কেও যেন আমাদের ব্যবহারের কারনে কষ্ট না পান। ......... আমীন, ইয়া রাব্বাল আলমীন
আল্লাহ তায়ালার নিকট আবেদন তিনি যেন আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করার তাওফীক দান করেন। আমীন
যারা এই ব্ল,ফে,ইউ এর দ্বারে কাছেও নাই তাদের ব্যাপারে আপনাদের উদ্যোগ কোথায়?
ফাঁকা মাঠে গোল দেওয়া খুবই সহজ, কিন্তু মনে রাখবেন আল্লাহর দরবার জবাবদিহি করতে হবে, যেখানে সেখানে শিরক বিদআতের গন্ধ খুজবেন না, মানুষকে আল্লাহর পথে আহবান করতে শিখূন।
তাবলীগের আমীরগন তো কখনো বলে নাই এটা হজ্ব, এখানে এলে হজ্বের ছাওয়াব হবে।
যারা মূর্খ্য তাদের অনেক ভূল ধারনা থাকে, অনেক মূর্খ্য লোক না বুঝে অনেক কিছুই করে, অনেক কিছুই বলে। তাদেরকে বিদাআতী বা মুশরিক ফতোয়া না দিয়ে তাদের ভূল ভেঙ্গে দিয়ে বুঝাতে চেষ্টা করুন, যেন কালিমা নিয়ে কবরে যেতে পারে। নেগেটিভ ছাড়া পজেটিভ কিছু আপনাদের মধ্যে দেখি না, ২৪ ঘন্টা্ই মুসলমানদের সমালোচনায় ব্যাস্ত।
নামেই আহলে হাদীস, কাজের বেলায় গীবত, শেকায়েত, চোগলখুরী, ফেৎনাবাজী, বিদআদ ও মুশরিক শদ্বের ফতোয়াবাজী।
ভন্ডামী ছাড়ুন, আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহর পথে আহবান করুন। মানুষদের দ্বীন থেকে দূরে সরানোর কাজে সময় ব্যায় না করে দ্বীনের পথে আহবানের কাজ করুন।
আল্লাহ সবাইকে দ্বীনের সহীহ বুঝ দান করুন।
মানুষকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে আর আমরা বললেই দোষ তাইনা।
চোখ থাকতে অন্ধত্ব বাদ দেন। আর মুসলিমকে গালিগালাজ বন্ধ করেন।
তা মশাই, এইযে আজ আপনি জানলে এই ভিডিওর দারা যে সেখানে গেলে হজ্জের সাওয়াব হয় না সেটা কি তাবলীগ নয়???
তাবলীগ তো আপনার শুধু চিল্লা কাশিতেই সিমাবদ্ধ করছেন তো আপনারা আর বুঝবেন কি করে।
মানুষকে দ্বীনের পথে ডাকার আগে জ্ঞান অর্জন করুন তার পরে ডাকার জন্য বের হন। মানুষকে জাহান্নামের দিকে ডাকার মানুষ হয়েন না।
আল্লাহ আপনাকে তাওফিক দিন আমীন।
এই ব্লগে ব্লগার হিসেবে নতুন হলেও পাঠক হিসাবে নতুন নই, টুডে ব্লগের শুরু থেকেই নিয়মিত পাঠক আমি।
আল্লাহ তায়ালা যাদের দ্বারা দ্বীনের সামান্যতম কাজ হলেও নিচ্ছেন তাদের বিরোধীতা করাটা মোটেও পছন্দ করি না, যদিও নিজে সবসময় দ্বীনের কাজে লেগে থাকতে পারি না। ইতিমধ্যে কিছু দুনিয়াবী কাজে জড়িত হয়েও গেছি, আল্লাহ পাক আমাকে আমরণ দ্বীনের খেদমত করার তাওফীক দিন এই দোয়াও প্রায় সময় করি।
আপনার ব্লগে যে ধরনের পোষ্ট করলেন তা কেবল "কেমানিক" ও "গ্রামের পথে পথে" এবং এধরনের ইসলাম বিদ্বেশীরাই ব্লগাররাই করে থাকে। আজ যেখানে তারা ইসলামধর্মের সামান্যতম অস্তিত্বও সহ্য করতে পারছে না, সেখানে আমরা নিজেদের ছোটখাটাে ভূলক্রুটি জনসম্মুখে হাইলাইট করছি, যা অত্যন্ত দুঃখের ব্যাপার। যেখানে সকল মুসলিম একত্র হয়ে নাস্তিকদের পোষ্টমোর্টেম করার কথা ছিল সেখানে নিজেদের পোষ্টমর্টেম করতে নিজেরাই ব্যাস্ত যা বাতিল শক্তিকে আরো শক্তিশালী করছে।
বলাবাহুল্য: মানুষ মাত্রই ভূল করে থাকে, তাই নিজেদের ভুল নিজেরা সংশোধন করে নাস্তিক ও বাতিল শক্তির পোষ্টমর্টেম করবেন এটাই প্রত্যাশা করছি।
আমার উপর রাগ করবেন না, ছোট মানুষতো, অনেক কথাই বলে পেললাম।
আশাকরি এর আগে অন্য নিকে অনেক উত্তর পাইছেন।
ধন্যবাদ।
যদি ভুলটাকে সুন্দর ভাষায় ফুটিয়ে উপস্থাপন করা যায়, অনেকেই সেই ভুল কে ভুল/অশুদ্ধ বুঝতে পেরে সঠিকটাকেই গ্রহণ করবে অথবা সঠিক জ্ঞানের সন্ধানে সময় দিবে।
আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা যেন আমাদের সবার ব্যবহারকে সুন্দর কোমল নরম করে দিন, যাতে কেও যেন আমাদের ব্যবহারের কারনে কষ্ট না পান। ......... আমীন, ইয়া রাব্বাল আলমীন
আমাদের দায়িত্ব পৈছানো, পৈছালাম মানা না মানা তাদের ব্যাপার।
নিশ্চই আল্লাহ যাকে জান্নাতের জন্য তৈরি করছে সে জান্নাতে যাবার কাজ করবে জদিও তার নাম হয় জাহান্নাম।
অন প্রসেসিং চলতেছে.....
অথবা এখানে বলতে পারো আমাকে
@বেলা, গানটা পচা ভালো না। তাই ডিলেটাইলাম।
আমার কিছু নাই আমি শুধু আল্লাহর ওয়াস্তে সাবধান করছি।
মন্তব্য করতে লগইন করুন