ফ্রি তে এরখম হ্জ্জ করতে চান?

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৭ আগস্ট, ২০১৪, ১২:৩৬:৪১ দুপুর

অনেকে আছেন তারা নাকি এখানে হজ্জের সাওয়াব পান। দেখুন তো চিনেন কিনা...। Time Out




আপনারা কি এরখম হজ্জ করতে চান? তাহলে যোগদেন.... তবে সাবধান, জাহান্নামে গেলা আমার দোষ নাই। It Wasn't Me! Day Dreaming

{{{শির্ক+বিদআত থেকে দুরে থাকুন, কোরআন ও সহীহ হাদীস আকড়ে ধরুন জান্নাতকে উপার্যন করুন}}}

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255167
১৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আল্লাহ্ সুবহানাহু ওয়াতা’আলা যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামকে সঠিকভাবে জেনে বুঝে মেনে চলতে পারার তৌফিক দান করুন। শিরক্ ও বিদআত থেকে হিফাজত করুন। Praying Praying
১৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
198931
ইমরান ভাই লিখেছেন : আ'মীন ইয়া রাব্বিল আলামিন।Praying Praying
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৩
198974
আবু জান্নাত লিখেছেন : মা-শা আল্লাহ আপনিতো দেখছি ইউটিউব আর ফেসবুকের মুফতি। কুরআন হাদীসের জ্ঞ্যান তো দেখছি ভালই আছে, মূর্খ্য কোথাকার.. "ইয়া" শব্দের পরে "রাব্বিল" নয় "রাব্বাল" হয়, না বুঝলে শাইখদের জিজ্ঞাস করিয়েন।
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩০
198976
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @আবু জান্নাত - শ্রদ্ধেয় ভাইজান, আমি আপনার অনেক ছোট তবুও বলছি.......(ভুল হলে ক্ষমা করবেন) ......... আমার বিশ্বাস সংশোধন এভাবে হয়না। এভাবে শ্রীভ্রষ্ঠ ভাষার মাধ্যমে কি কাউকে শুধরিয়ে দেয়া যায়? প্র্যাকিটিসিং মুসলিমদের / দায়ীদের ভাষা আরও কোমল, আকর্ষনীয় ও গ্রহণযোগ্য হলেই ভালো হয়। (এমনটি হতে পারে না? যে-) বিষয়টা উনার জানা কিন্তু টাইপিং মিসটেক এর কারনে ভুল হয়েগেছে - এমনটিওতো হতে পারে।

বিষয়টা আমিও খেয়াল করছিলাম, টাইপিং মিসটেক ধরে নিয়েছিলাম।

আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা যেন আমাদের ব্যবহারকে সুন্দর কোমল নরম করে দিন, যাতে কেও যেন আমাদের ব্যবহারের কারনে কষ্ট না পান। ......... আমীন, ইয়া রাব্বাল আলমীন Praying Praying
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৯
198979
ইমরান ভাই লিখেছেন : হাহাহা........ দারুন জ্জানী জাজাকাল্লাহ
255174
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৮
প্রিন্সিপাল লিখেছেন : এর মূল কারণ হলো: আমাদের সমাজ ইসলামী শিক্ষা থেকে অনেক দূর।
আল্লাহ তায়ালার নিকট আবেদন তিনি যেন আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করার তাওফীক দান করেন। আমীন
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৯
198941
ইমরান ভাই লিখেছেন : আমীন ইয়া রাব্ব। Praying
255181
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৬
কাজি সাকিব লিখেছেন : ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাবার কঠিন আন্দোলন থেকে মুসলিম উম্মাহকে একদল আলেম ক্রমাগত বিমুখ করেছেন যার ফলশ্রুতিতে আজ অনেকেই না বুঝে এমন সহজলোভ্য চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে পড়েছেন! দোষটা তাদেরও যারা এসব বিশ্বাস করে তবে অধিকাংশ দোষই আমাদের আলেম সমাজের যারা ইকামতে দ্বীনের দাওয়াত,মুমিনের জীবণের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কোন ধরনা দেয়ার পরিবর্তে যুগের পর যুগ শিখিয়েছেন কি করে শুধু মসজিদের কোণায় বসে জীবণ অতিবাহিত করে দেয়া যায় চোখ-কান সব বন্ধ রেখে!
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৯
198942
ইমরান ভাই লিখেছেন : Love Struck Love Struck
255207
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৬
আবু জান্নাত লিখেছেন : আজ বেশীরভাগ মুসলমান কালিমা জানে না, নামাজ, রোজা জানে না, কত মুসলমান ইমান হারা হয়ে কবরে যাচ্ছে, তাতে আপনাদের কোন মাথা ব্যথা নেই কেন ? অমুসলিমদের কথা না হয় বাদই দিলাম, মুসলমান আজ জাহান্নামের পদযাত্রী, তাদের বাঁচাতে তো আহলে শায়েখদের কোন উদ্যোগ নেই। যারা তাবলীগ জামায়াতের বদৌলতে আস্তে আস্তে দ্বীনের পথে আসছে, তাদের নিয়ে আপনাদের এত গায়ে জ্বালা কেন? আপনারা কি চান যে, তারা মুসলমান না হয়ে কবরে চলে যাক? উত্তর যদি "না" হয়, তাহলে আপনাদের প্রচেষ্টা কোথায়? ব্লগে? ফেসবুকে? ইউটিউবে?
যারা এই ব্ল,ফে,ইউ এর দ্বারে কাছেও নাই তাদের ব্যাপারে আপনাদের উদ্যোগ কোথায়?
ফাঁকা মাঠে গোল দেওয়া খুবই সহজ, কিন্তু মনে রাখবেন আল্লাহর দরবার জবাবদিহি করতে হবে, যেখানে সেখানে শিরক বিদআতের গন্ধ খুজবেন না, মানুষকে আল্লাহর পথে আহবান করতে শিখূন।
তাবলীগের আমীরগন তো কখনো বলে নাই এটা হজ্ব, এখানে এলে হজ্বের ছাওয়াব হবে।
যারা মূর্খ্য তাদের অনেক ভূল ধারনা থাকে, অনেক মূর্খ্য লোক না বুঝে অনেক কিছুই করে, অনেক কিছুই বলে। তাদেরকে বিদাআতী বা মুশরিক ফতোয়া না দিয়ে তাদের ভূল ভেঙ্গে দিয়ে বুঝাতে চেষ্টা করুন, যেন কালিমা নিয়ে কবরে যেতে পারে। নেগেটিভ ছাড়া পজেটিভ কিছু আপনাদের মধ্যে দেখি না, ২৪ ঘন্টা্ই মুসলমানদের সমালোচনায় ব্যাস্ত।
নামেই আহলে হাদীস, কাজের বেলায় গীবত, শেকায়েত, চোগলখুরী, ফেৎনাবাজী, বিদআদ ও মুশরিক শদ্বের ফতোয়াবাজী।
ভন্ডামী ছাড়ুন, আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহর পথে আহবান করুন। মানুষদের দ্বীন থেকে দূরে সরানোর কাজে সময় ব্যায় না করে দ্বীনের পথে আহবানের কাজ করুন।
আল্লাহ সবাইকে দ্বীনের সহীহ বুঝ দান করুন।
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৫
198978
ইমরান ভাই লিখেছেন : হেহেহে... তাবলীগ আপনাদের বাপ দাদার সম্পত্তি। এমন ভাব আপনাদের জেন আপনারাই তাবলীগ করেন আর কেউ করে না। আপনাদের মতো ইলিয়াসি তাবলীগ আমরা করি না। আমরা কুরআন ও সহীহ হাদীসের তাবলীগ করি।

মানুষকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে আর আমরা বললেই দোষ তাইনা।
চোখ থাকতে অন্ধত্ব বাদ দেন। আর মুসলিমকে গালিগালাজ বন্ধ করেন।

তা মশাই, এইযে আজ আপনি জানলে এই ভিডিওর দারা যে সেখানে গেলে হজ্জের সাওয়াব হয় না সেটা কি তাবলীগ নয়???

তাবলীগ তো আপনার শুধু চিল্লা কাশিতেই সিমাবদ্ধ করছেন তো আপনারা আর বুঝবেন কি করে।

মানুষকে দ্বীনের পথে ডাকার আগে জ্ঞান অর্জন করুন তার পরে ডাকার জন্য বের হন। মানুষকে জাহান্নামের দিকে ডাকার মানুষ হয়েন না।
255214
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪২
আবু আশফাক লিখেছেন : আসতাগফিরুল্লাহ। ছুম্মা আসতাগফিরুল্লাহ।
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১০
198990
ইমরান ভাই লিখেছেন : আসতাগফিরুল্লাহ! Love Struck Love Struck
255215
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪২
আবু জান্নাত লিখেছেন : ইউটিউব আর ফেসবুক মুফতীদের থেকে এরকম পাইকারী ও খুচরা জাওয়াবেরই আশা করে ছিলাম। সত্যিকারের ইলমদারী জ্ঞানীরা এইসব টোকাই মুফতীদের থেকে অনেক উর্ধ্বে। ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১০
198989
ইমরান ভাই লিখেছেন : নাম তো রাখছেন ভাই আবু জান্নাত কিন্তু কাজযেন আবার আবু জাহন্নামের মতো না হয় খেয়াল রাখবেন। এই ব্লগে ইলিয়াসি তাবলিগ জামাতের যথেষ্ট পোস্ট মর্টেম আছে খুজে দেখবেন। নতুন আসছেনতো তাই গা গরম মনে হচ্ছে। আশকরি আপনার ভুল ভাংবে ইনশাআল্লাহ।

আল্লাহ আপনাকে তাওফিক দিন আমীন।
১৭ আগস্ট ২০১৪ রাত ১০:০৬
199065
আবু জান্নাত লিখেছেন : আলহামদু লিল্লাহ জান্নাতের কাজই করছি এবং করে যাব আমরণ। তবে কারো সমালোচনা করে নয়, দ্বীনের কাজ করতে হলেই যে কারো না কারো বিরোধীতা করতেই হবে তা কিন্তু নয়, আল্লাহ বলেছেন ادعوا الى سبيل ربك بالحكمة و الموعظة الحسنة প্রজ্ঞাময় কথা ও সুন্দর বার্তার দ্বারা আল্লাহর পথে আহবান করার জন্য বলা হয়েছে, তার মানে এই নয় যে, অন্যের গীবত করতে হবে, অন্যকে বিদআতী, মুশরিক ফতোয়া দিতে হবে। আশাকরি ব্যাপারটা বুঝে নিবেন।
এই ব্লগে ব্লগার হিসেবে নতুন হলেও পাঠক হিসাবে নতুন নই, টুডে ব্লগের শুরু থেকেই নিয়মিত পাঠক আমি।
আল্লাহ তায়ালা যাদের দ্বারা দ্বীনের সামান্যতম কাজ হলেও নিচ্ছেন তাদের বিরোধীতা করাটা মোটেও পছন্দ করি না, যদিও নিজে সবসময় দ্বীনের কাজে লেগে থাকতে পারি না। ইতিমধ্যে কিছু দুনিয়াবী কাজে জড়িত হয়েও গেছি, আল্লাহ পাক আমাকে আমরণ দ্বীনের খেদমত করার তাওফীক দিন এই দোয়াও প্রায় সময় করি।
আপনার ব্লগে যে ধরনের পোষ্ট করলেন তা কেবল "কেমানিক" ও "গ্রামের পথে পথে" এবং এধরনের ইসলাম বিদ্বেশীরাই ব্লগাররাই করে থাকে। আজ যেখানে তারা ইসলামধর্মের সামান্যতম অস্তিত্বও সহ্য করতে পারছে না, সেখানে আমরা নিজেদের ছোটখাটাে ভূলক্রুটি জনসম্মুখে হাইলাইট করছি, যা অত্যন্ত দুঃখের ব্যাপার। যেখানে সকল মুসলিম একত্র হয়ে নাস্তিকদের পোষ্টমোর্টেম করার কথা ছিল সেখানে নিজেদের পোষ্টমর্টেম করতে নিজেরাই ব্যাস্ত যা বাতিল শক্তিকে আরো শক্তিশালী করছে।
বলাবাহুল্য: মানুষ মাত্রই ভূল করে থাকে, তাই নিজেদের ভুল নিজেরা সংশোধন করে নাস্তিক ও বাতিল শক্তির পোষ্টমর্টেম করবেন এটাই প্রত্যাশা করছি।
আমার উপর রাগ করবেন না, ছোট মানুষতো, অনেক কথাই বলে পেললাম।
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৫
199184
ইমরান ভাই লিখেছেন : বুঝাযাচ্ছে আপনার অনেক নিক আছে এই ব্লগে।(আপনার কথা থেকেই)

আশাকরি এর আগে অন্য নিকে অনেক উত্তর পাইছেন।

ধন্যবাদ।
255216
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : প্রিয় ইমরান ভাই, যদি কোন কিছুকে খোঁচা দিয়ে সংশোধন করার চেষ্টা করেন হয়তো মনের তৃপ্তি পাওয়া যাবে কিছুক্ষনের জন্য তবে আসল পরিবর্তন কিংবা শুদ্ধ/সঠিক বিষয়টাকে গ্রহণ করতে চাইবে না পাঠকগণ (অসুন্দর র্উপস্থাপনার কারনে)।


যদি ভুলটাকে সুন্দর ভাষায় ফুটিয়ে উপস্থাপন করা যায়, অনেকেই সেই ভুল কে ভুল/অশুদ্ধ বুঝতে পেরে সঠিকটাকেই গ্রহণ করবে অথবা সঠিক জ্ঞানের সন্ধানে সময় দিবে।


আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা যেন আমাদের সবার ব্যবহারকে সুন্দর কোমল নরম করে দিন, যাতে কেও যেন আমাদের ব্যবহারের কারনে কষ্ট না পান। ......... আমীন, ইয়া রাব্বাল আলমীন
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১২
198991
ইমরান ভাই লিখেছেন : ধন্যবাদ। আসলে কিছু লোক আছে যাদেরকে বোঝালেও বোঝে না তাই মাঝে মাঝে একটু হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

আমাদের দায়িত্ব পৈছানো, পৈছালাম মানা না মানা তাদের ব্যাপার।
নিশ্চই আল্লাহ যাকে জান্নাতের জন্য তৈরি করছে সে জান্নাতে যাবার কাজ করবে জদিও তার নাম হয় জাহান্নাম। Love Struck
255218
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫২
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৩
198992
ইমরান ভাই লিখেছেন : Love Struck Love Struck Love Struck একটা ছোট বাচ্চার গান আছে তোমাকে আর হারিকেনকে (আমার প্রিয় দুই ব্লগা) উপহার দিবো ব্লগ লিখে ভাবতেছি।
অন প্রসেসিং চলতেছে.....
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২২
198997
আফরা লিখেছেন : অনেক খুশি হলেম ভাইয়া ।আমার কখনো মন খারাপ হয় না কিন্তু কেন জানিনা কালকে থেকে কোন কিছুই ভাল লাগছে না ।আমার জন্য একটু দুয়া করবেন ভাইয়া ।
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৭
199005
ইমরান ভাই লিখেছেন : আফরা, বোন মোন খারাপ কেন? বলা যাবে? না গেলে থাক।
অথবা এখানে বলতে পারো আমাকে

@বেলা, গানটা পচা ভালো না। তাই ডিলেটাইলাম।
255223
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০০
আবু নাইম লিখেছেন : ভিডিওটা দেখা যাচ্ছেনা...লিংক দেন...।
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৪
198994
ইমরান ভাই লিখেছেন : Click this link
১০
255252
১৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মহান আল্লাহ সঠিক জ্ঞান সবাইকে দান করুন! আমিন!
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৬
199185
ইমরান ভাই লিখেছেন : Praying Praying
১১
255514
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:১১
দ্য স্লেভ লিখেছেন : তা সহজে একটা হজ্জ করতে পারলে আপনি বলার কে ? কিন্তু সমস্যা হচ্ছে ৩ দিন ধরে খাওয়া,হাগা-মুতার পর যে মুনাজাত ধরে, তা হয় উর্দু বা হিন্দিতে,ফলে হজ্জের মরতবা এ এলাকার আবাল জনতা তেমন উপলব্ধী করতে পারেনা....
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৬
199186
ইমরান ভাই লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
আমার কিছু নাই আমি শুধু আল্লাহর ওয়াস্তে সাবধান করছি। Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File