তুমি কি আমাকে দেখতে পাও ??
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৭ আগস্ট, ২০১৪, ১২:৫৭:৫৭ দুপুর
শিরোনাম একেবারে রোমান্টিক, যেন প্রেমিকাকে উদ্দেশ্য করে কোনো বিরহকাতর প্রেমিক কথামালা ছড়াচ্ছে।
======================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================
আমার কোরিয়ান মাস্টার লিজু সাং এর সাথে আমার সম্পর্ক ছিল দারুন। মার্শাল আর্ট ফেডারেশনে তিনি প্রধান প্রশিক্ষক হিসেবে জয়েন করেন ২০০১ সালে। তখন থেকেই তিনি আমাকে পছন্দ করতেন। কেনাকাটা করার সময় আমাকে ডাকতেন। আমার জ্ঞান বুদ্ধির দৌড় তখন সুবিধার না হলেও আমার কাছে পরামর্শ চাইতেন,বিশেষ করে শপিংএর ব্যাপারে। আমি প্রতি সপ্তাহে অন্তত ২ বার শপিং করতাম। ঘর ভর্তি জামা,কাপুড়,জুতো রাখতাম। ব্যপক ঠকে কিছু অভিজ্ঞতাও হয়েছিল,তার আলোকে পরামর্শ দিতাম।
স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার কোর্স করে কিছুটা বাংলা শিখেছিল এবং আমার সাথে প্রাকটিস করত। তার সে বাংলা কথা শুনে মনে মনে হেসে গড়াগড়ি খেতাম। অনেক সময় প্রাকটিসের মধ্যেও আমরা হেসে লুটোপুটি খেতাম।
তিনি বলতেন, চোখ বড় বড় হবে। এর মানে হল যখন কিক করবে বা কারো সাথে ফাইট করবে তখন তোমার দৃষ্টি তীক্ষ্ণ হতে হবে।
মাথা পঙ্গু= জ্ঞানের স্বল্পতা। একইভাবে গাড়ি নষ্ট হলেও বলতেন, গাড়ি পঙ্গু।
আমি তো হতাশ= আমি অবাক হচ্ছি !
আমি তুমি ভালবাসা= আমি তোমাকে পছন্দ করি। যাইহোক,ইতিহাস লম্বা।
সম্ভবত ২০০৬ সালের ঘটনা, আমাদের অফিস ছিল বনানীতে। একদিন বিকেলে হঠাৎ স্যার ফোন করল এবং নাম ধরে বলল-তুমি কোথায় ? বললাম- আমি অফিসে। তিনি বললেন, তুমি কি আমাকে দেখতে পাও ? আমি ফোন কানে নিয়ে বারান্দায় আসলাম এবং রাস্তার দিকে তাকালাম, না, স্যার নেই। এবার অন্য পাশে গিয়ে জানালার পর্দা সরিয়ে নীচে তাকিয়ে দেখলাম স্যার নেই।
বললাম-স্যার, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি কোথায় ? তিনি বললেন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি। আজ বিকেল ৫টায় আমি গুলশানের নাভানা টাওয়ারের নীচে থাকব, তুমি কি আমাকে দেখতে পাও ?
আমি বললাম জি স্যার, আমি আপনাকে দেখব !!!
এরপর হাসতে হাসতে শেষ হলাম। ঘটনা শুনে এক গল্পবাজ আঙ্কেল সঙ্গে সঙ্গে বহু লোকের সাথে টেলিফোনে শেয়ার করে হেসে লুটোপুটি খেলেন। কথাটা হঠাৎ মনে পড়াতে আপনাদের সাথে শেয়ার করলাম।
স্যারের আরেক কথা শুনে হেসেছিলাম। তার সাথে গাড়ি কিনতে গিয়েছিলাম। সাথে থাকা মহিলাকে দেখিয়ে বললেন,সে আমার বৌ, আগামি ডিসেম্বরে আমরা বিয়ে করব !!!
বিষয়: বিবিধ
১৪২৯ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৭১ টিভির এ্যাডমিনগুলা কি করলো?
নাকি এইটা নিয়াও বিজনেস করলো?
শালার শাইম্যা-হালায় পুরাই ভোদাই একটা, এইভাবে আইভীরে দিয়া সাইজ দিলো - হালায় বুঝলো না!
এটা হারিকেনের ডায়ালগ।
যেমন: বস তুমি যাওয়া
বস: আমি নো জাওয়া
বস আমি যাওয়া দেন তমি যাওয়া
বস: ওকে তুমি যাওয়া আমি নো ওয়েট
বস সাম সাম সমস্যা
বস: কি প্রবলেম
বস প্রিন্টিং নো হওয়া
বস: ওকে তুমি দেখা হোয়াই নো হওয়া
তবে এইটা জটিল হ্ইছে : //সে আমার বৌ, আগামি ডিসেম্বরে আমরা বিয়ে করব !!!//
এটা হারিকেনের ডায়ালগ।
ভালো আছি।
নাভানা টাওয়ারের অনেক স্মৃতি নিয়ে বেচে আছি।
ওটার নিচে কি একটা খাবারের দোকান আছেনা।
আহা সেই সস্তা খাবারের বিরাট বড় এক্সপ্রিয়েন্স আলহামদুলিল্লাহ।
আপনি ভালো আছেন তো?
এদিকে তুমি শিকখা মা কি কাম করা আছে
তুমি কি কাজ করছ?
ভাল না ম্যান- খারাপ লোক
বেশি ভাল না ম্যান- বেশী খারাপ লোক
এরকম অদ্ভুদ অনেক কোরিয়ান আর বাংলার সংম্রিশ্রন শুনতাম নিয়মিত
ভাষার তেরটা বাজা দিন!!
০ এই লেখা গুলো কি কোন কোড ? এগুলোর মানে কি জানতে পারি ?
ঢাবির কোর্সে পড়ে বাংলা ভাষার প্রয়োগের এই অবস্থাতে দোষ আপনার কোরিয়ান স্যারের নয় । দোষ যারা শিখিয়েছে তাদের ।
তুমি কি আমাকে দেখতে পাও ?
জটিল হয়েছে লেখাটা .... হাসতে হাসতে আমি শ্যাষ !!! আপনার এই কোরিয়ান টিচারের আরো মজার ঘটনা শেয়ার করুন ..... প্লিজ ...
মন্তব্য করতে লগইন করুন