জোকস শুনেন কিন্তু হাসবেন না..... সেটা কি হয়!
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৭ এপ্রিল, ২০১৪, ০৪:৪৮:১৪ বিকাল
=============
মেয়েটাকে প্রশ্ন করলামঃ বাজারের খোলা তেল ইউজ কর নাকি প্যাকেটের তেল ?
বললোঃ খোলা তেল নিরাপদ নয় । তাছাড়া এটা বাজে হিসেবে
পরিচিত । আর আধুনিক যুগে খোলা জিনিস পছন্দ কে করবে ?
তা ছাড়া খোলা তেল সস্তা ।তাই প্যাকেটই ব্যবহার করি ।
===========
তারে কইলামঃ তয় তুমি এরকম খোলামেলা চলতেছ ? একবারের সস্তার মতো । একবারেই বাজে । আধুনিক ছেলেরা তো খোলা, সস্তা জিনিস নিবার চায় না । ওরা প্যাকেটের ভালো জিনিসই খোজে । খোলা জিনিস কেনে বখাটেরা । তুমি দেখে শুনে সস্তা হও ক্যা ?
মেয়ে নিশ্চুপ এবং টাস্কিত
কালেকটেড: ওয়ে টুু জান্নাহ থেকে
বিষয়: বিবিধ
১৭৫৩ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো। শিক্ষণীয় বিষয়।
তাই আমাদের আগেই ভাবা উচিত আমরা জেমন আমারা পাবোও তেমন।
বেশি কিছু আশা করা ভুল
বুঝাতে পারলাম আমি এতদিনে।
সস্তা জিনিস
নিবার চায়
না ।
ওরা প্যাকেটের
ভালো জিনিসই খোজে । খোলা জিনিস
কেনে বখাটেরা ।
ইমরান ভাই আপনি কি খোলা/প্যাকেট এর কোন একটা পাইছেন নাকি এখনো খুজবার লাগছেন।
আমার কিন্তু প্যাকেট করা চাই, চাইই
আপনি প্যাকেট চাইলে নিজেও প্যাকেট থাকেন কেননা আল্লাহ বলেছেন কোরআনে প্যাকেটরা প্যাকেট পাবে...আর ধয্য ধরনে।
বুঝছি উপদেশ অনেক কঠিন হইছে তাই না....
আল্লাহ কবে যে কপালে মিলাইবো
আল্লাহ আপনার মনের আশা পূর্ন করুন আমিন। ধয্য ধারণ করুন...
আর সময় হলে এই লেখাটা পড়ুন..Click this link
পইড়া হালচি
) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) )
আজিজ আমার শশুরের নাম...
আজিজ আপনার শশুরের নাম
তাহাজ্জুদ , নফল সাদাকার মাধ্যমে দোয়া করুন।
আপনি এতদিন থেকে ব্লগে আছেন অথচ এই প্রথম আপনাকে দেখলাম। মনে হয় আমিই ব্লগে ছিলাম না...
ধন্যবাদ জাজাকাল্লাহু খায়রান।
আমার ব্লগে আপনাকে স্বাগতম
আপনাকে প্রিয়তে রাখলাম।
ঘোড়াটারেও একটু খাওয়াইয়ো তবে আমার সন্দেহ আছে এটা ঘোড়া না ঘুড়ী..
কেননা তুমেতো ঘুড়ী ছাড়া কিছুই বুঝবার পারনা..
মন্তব্য করতে লগইন করুন