কাজী নজরুলের কীর্তিকলাপ
লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ২৭ এপ্রিল, ২০১৪, ০৫:০২:৩৭ বিকাল
নিচে কাজী নজরুল ইসলামের একটি পূর্ণাঙ্গ শ্যামা সঙ্গীত দেয়া হল। বের করে দেখান তো এখানে কোথায় শির্ক আছে ?
***
শ্যামা সঙ্গীত, কাজী নজরুল ইসলাম
( আমার ) কালো মেয়ে পালিয়ে বেড়ায় কে দেবে তায় ধ’রে
( তারে ) যেই ধরেছি মনে করি অমনি সে যায় স’রে ||
বনের ফাঁকে দেখা দিয়ে / চঞ্চলা মোর যায় পালিয়ে
( দেখি ) ফুল হ’য়ে মা’র নূপুরগুলি পথে আছে ঝ’রে ||
তার কন্ঠহারের মুক্তাগুলি আকাশ আঙিনাতে
তারা হ’য়ে ছড়িয়ে আছে দেখি আধেক রাতে |
আমি কেঁদে বেড়াই কাঁদলে যদি আসে দয়া ক’রে ||
. **************
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন