গুরুত্বপূর্ণ তিনটি উপদেশ....স্বরণ রাখুন।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২২ এপ্রিল, ২০১৪, ১১:৩৭:০৮ সকাল
===============================
গুরুত্বপূর্ণ তিনটি উপদেশ যা আমরা স্বরণ রাখলে ইনশাআল্লাহ আমাদের অনেক উপকার হবে।
===============================
হযরত হাসান (রা) বলেন, এক ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। মৃত্যুকালে সে একটি শিশু সন্তান এবং একটি ক্রীতদাস রাখিয়া যায়। ক্রীতদাসকে সে তাহার পুত্রের ব্যাপারে ওসীয়ত করিয়া যায় (সে যেন বিশ্বস্ততার সহিত তাহার দেখাশোনা করে)। ক্রীতদাসটি এ ব্যাপারে কোনরুপ ত্রুটি করিল না। এমনকি বালকটি বয়ঃপ্রাপ্ত হইল এবং ক্রীতদাসটি তাহাকে বিবাহও করাইয়া দিল।
এবার সে ক্রীতদাসটিকে বলিল: আমার বিদ্যান্বেষণে যাওয়ার আয়োজন কর, আমি বিদ্যান্বেষণ করিব। তাহার কথামত ক্রীতদাসটি তাহার বিধ্যান্বেষনে যাত্রার আয়োজন করিল। সে একজন আলিমের দরবারে গিয়া উপস্থিত হইল এবং তাঁহার নিকট জ্ঞানদানের আবেদন জানাইল। আলিম তাহাকে বলিলেন: যখন তোমার প্রস্থানের সময় হইবে তখন আমাকে বলিও, আমি তোমাকে জ্ঞানের কথা শিক্ষা দিব।
সত্য সত্যই যখন তাহার প্রস্থানের সময় হইল, তখন সে আলিমকে বলিল: আমি এখন প্রস্থান করিব, আপনি আমাকে জ্ঞানের কথা শিক্ষা দনি! আলিম বলিলেন: আল্লাহকে ভয় করিবে, ধৈর্যধারণ করিবে এবং কোন ব্যাপারে তাড়াহুড়া করিবে না।
হযরত হাসান (রা) বলেন: ইহাতে সমুদয় কল্যাণ নিহিত রহিয়াছে।
অত:পর সে যখন প্রত্যাবর্তন করিল, তখন উহা তাহার স্বরণপটে জাগরুক রহিল। কেননা কথা তো মাত্র তিনটিই ছিল।
অত:পর সে যখন তাহার পরিবারের কাছে আসিল এবং সাওয়ারী হইতে অবতরণ করিল, তখন দেখিতে পাইল যে, একটি নারী ও পুরুষ অল্প তফাতে শুইয়া রহিয়াছে এবং সে নারীটি তাহারই সহধর্মিনী!
সে মনে মনে বলিল: এহেন দৃশ্য দেখার পর আর কিসের অপেক্ষা! সে তাহার সাওয়ারীর কাছে ফিরিয়া গেল এবং তরবারি ধরিতে গিয়াই স্বরণ পড়িয়া গেল, আল্লাহকে ভয় করিবে, ধৈর্যধারণ করিবে এবং কোন ব্যাপারে তাড়াহুড়া করিবে না।
আবার তখন তাহার শিয়রে গিয়া উপস্থিত হইল, তখন পুনরায় বলিল: এমন দৃশ্য দেখার পর আর কিসের অপেক্ষা করা! পুনরায় সে সাওয়ারীর নিকট গিয়া উপস্থিত হইল এবং তলোয়ার ধরিতে যাইতেই পুনরায় উহা স্বরণ হইয়া গেল।
পুনরায় সে তাহার শিয়রে গিয়া উপস্থিত হইল। তখন সে নিদ্রিত ব্যক্তিটি জাগ্রত হইল এবং তাহাকে দেখিতে পাইয়া সাথে সাথে তাহাকে জড়াইয়া ধরিল, আলিঙ্গন করিল ও চুম্বন করিল।
সে ব্যক্তিটি তখন তাহাকে জিজ্ঞাসা করিল, আমাদের নিকট হইতে যাওয়ার পর আপনি কী জ্ঞান অর্জন করিলেন?
সে বলিল: আল্লাহর কসম, তোমাদের নিকট হইতে যাওয়ার পর আমি প্রভূত কল্যাণ লাভ করিয়াছি। আজ রাতে আমি তিনবার তরবারি এবং তোমার মধ্যে যাতায়াত করিয়াছি এবং যে জ্ঞান আমি অর্জন করিয়াছি, উহাই তোমাকে হত্যা করা হইতে আমাকে বিরত রাখিয়াছে।
==============================
(আল আদাবুল মুফরাদ, ই:ফা: ২৬৬. অনুচ্ছেদ: কোন ব্যাপারে তাড়াহুড়া না করা, হাদীস নাম্বার-৫৮৫)
==============================
বিষয়: বিবিধ
১৫৩৮ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৭
সুর্যের পাশে হারিকেন লিখেছেন :
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৭
মডুরা আমার প্রতি অন্যায় করেছে
হযরত হাসান (রা) বলেন: ইহাতে সমুদয় কল্যাণ নিহিত রহিয়াছে।
এই উপদেশ গুলোকে কাজে লাগান।
ডিয়ার হারি, আল্লাহর জন্য।
আলিম বলিলেন: আল্লাহকে ভয় করিবে, ধৈর্যধারণ করিবে এবং কোন ব্যাপারে তাড়াহুড়া করিবে না।
হযরত হাসান (রা) বলেন: ইহাতে সমুদয় কল্যাণ নিহিত রহিয়াছে।
আর আমি হাদীসটি সম্পুর্ণ দিয়েছি যেভাবে আদাবুল মুফরাদে পেয়েছি। বাকিটা আল্লাহু আলাম।
নিচে দেখ....
এতক্ষণ পরে মাথায় আসিলো যে উহা শুয়েথাকা লোকটির সহধর্মিনী! ওরাতো স্বামী-স্ত্রী তাই কাছা কাছি শুয়ে থাকছিলো, আরকি
মন্তব্য করতে লগইন করুন