বাংলাদেশের ভূখণ্ড দাবি করার প্রতিবাদে এবার বিজেপির ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা !!!!!

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২২ এপ্রিল, ২০১৪, ১১:২২:৩৯ সকাল



অবৈধ ভাবে বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করায় বিহারের ভারতীয় জনতা পার্টির (বিজেপির) ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা। সোমবার মধ্যরাতে ওয়েবসাইটটি হ্যাক করা হয়।

ওয়েবসাইটটি খুললে দেখা যায় তাতে বলিউড তারকা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই হাসিমুখে মধ্যমা উঁচু করে আছেন। তার নিচে লেখা hello BJP, so u again demands Bangladeshi land?(হ্যালো বিজেপি, তোমরা কি আবার বাংলাদেশের ভূমি দাবি করবে?)

এছাড়া আরো লেখা আছে যার বাংলা করলে দাঁড়ায়, ‘বাংলাদেশি ভূখণ্ড দাবির প্রতি এটি জোরালো প্রতিবাদ। এর জন্য ক্ষমা চাওয়া উচিৎ। এটি অনুরোধ নয়, সাবধানবানী। কিন্তু আবার দেখা হবে। বাংলাদেশি হ্যাকারদের পক্ষ থেকে তোমাদের একটি নিরাপত্তা চুমু।

‘অল বাংলাদেশি ফ্রিডম ফাইটার সাইবার-৭১ ফ্যামিলি’ নামে একটি হ্যাকার গ্রুপ এর দায় স্বীকার করেছে।

মূলত গত ১৯ এপ্রিল ভারতের সাম্প্রদায়িক দল বলে পরিচিত বিজেপির অন্যতম শীর্ষনেতা সুব্রামনিয়ম স্বামী বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেন। তিনি বলেন, খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এ জমি ভারতের হাতে ছেড়ে দিক বাংলাদেশ। কারণ দেশভাগের পর অধূনা বাংলাদেশ থেকে এক-তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে। তাদের ফিরিয়ে নিতে হবে বাংলাদেশকে। অন্যথায় এসব মুসলমানের সংস্থাপনের জন্য বাংলাদেশকে এক-তৃতীয়াংশ ভূখণ্ড ছাড়তে হবে।

তার এই বক্তব্য নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া হলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনো কোনো মন্তব্য বা ব্যবস্থা নেয়নি।

সূত্রঃ সময়ের কন্ঠস্বর

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211670
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সাবাস বাঘের বাচ্চাগুলা Applause Applause Thumbs Up
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
160023
ইমরান ভাই লিখেছেন : বাঘের বাচ্চা Thinking Thinking
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৩
160026
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : this character of real tiger.
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৩
160027
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ধন্যবাদ @ইমরান ভাই
211711
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৮
চিরবিদ্রোহী লিখেছেন : :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৪
160170
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : <:-P <:-P <:-P <:-P
211760
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৩
হতভাগা লিখেছেন : ভারতের আইটি বাংলাদেশের চেয়ে অনেক বেশী উন্নত । পোলাপান শুধু শুধু খাল কেটে কুমির আনতেছে ।

পারলে ভারতের বাংলাদেশ সংলগ্ন প্রদেশগুলো হ্যাক করে দেখাক ।
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৪
160169
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বাংলাদেশও কিন্তু কম যায়না। এর আগেও অনেক বার বাংলাদেশ বানাম ইন্ডিয়ার মধ্যে সাইবার যুদ্ধ হয়েছে। প্রতিবারই বাংলাদেশের সাফল্য বেশি পেয়েছে। ফেলানি হত্যার পর বাংলাদেশি সাইবার যুদ্ধারা একদিনে ২০,০০০ এরও অধিক ওয়েব সাইট হ্যাক করেছিল। বিপরিতে ইন্ডিনরা তেমন কিছুই করতে পারে নাই।
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫১
160210
হতভাগা লিখেছেন : এই সব ওয়েবসাইট হ্যাক কইরা কোন লাভ নাই । ঐদিকে ওরা যে আস্ত মানুষ/জমি হ্যাক কইরা ফালাইতাছে সেইটার কাউন্টারের কোন খবর আছে ?
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৬
160212
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মাইর খাওয়ার পর মানুষ যেমন গলী দিয়ে প্রতিশোধ নেই। ঠিক এটাও একই রকম।
211809
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কি কমু!
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৫
160171
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কবার কিছুই নাই ভাই। যা কইচ্ছে ভালই কইচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File