নামধারি মুছলিমরা যাবি কই ?
লিখেছেন লিখেছেন পথ হারা পথিক ১৪ আগস্ট, ২০১৩, ০২:০৩:২০ দুপুর
আমাদের সমাজে দুই ধরণের মুছলিম বাস করে । এক. যারা সত্যিকার অর্থে মুছলিম অর্থাত্ যারা মুছলিম দাবি করে এবং কাজে কামে মুছলমানিত্ব বজায় রাখতে চেষ্টা করে । দুই. যারা নামে মুসলমান কিন্তু কাজে কামে অ-মুসলমানিত্ব । দুঃখের বিষয় এই যে যারা নামে মুসলমান তারা অন্য মুসলমানদেরকে জংগীবাদের অপবাদ দেয় । কিন্তু যখন বিধর্মীরা সমস্ত মুসলমানকে সন্ত্রাসির ও জঙ্গিবাদের অপবাদ দেয় তখন তোরা নামধারী মুসলমানরা যাবি কোখায়?
হয়ত তাদের মুরতাদ হতে হবে অথবা খাটি মুসলমান হতে হবে ।
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন