গরু তার মালিককে চিনল কিন্তু আমরা আমাদের সকলের মালিক আল্লাহকে চিনলাম না ।

লিখেছেন লিখেছেন পথ হারা পথিক ২২ আগস্ট, ২০১৩, ১১:১৫:৪৯ সকাল

আজ(21 agust 2013) আসরের নামাযের পর রাস্তা দিয়ে হাঁটতে বের হয়েছিলাম । সোনাইমুড়ী বাজার পর্যন্ত হাঁটলাম ।আসার সময় এক অবাক কান্ড দেখলাম । রাস্তার পাশে একটি গরু বাঁধা দেখতে পেলাম । একটু পরে এক রিক্সাওয়ালা আসার সাথে সাথে গরুটা দড়ি থেকে ছুটে যাবার জন্য এদিক সেদিক হাঁটাহাঁটি করল । কিন্তু ছুটতে পারল না ।রিক্সাওয়ালা বলল দাঁড়া আমি আসছি বলে উত্তর দিকে রিক্সা নিয়ে গেল । কিন্তু গরুটা তার দিকে তাকিয়ে রইল আর লাফালাফি করতে লাগল । অবশেষে যখন লোকটি রিক্সা রেখে গরুটির পাশে আসল তখন গরুটি শান্ত হল । সে তার মালিককে পেয়ে শান্ত হল । আর আমরা আশরাফুল মাখলুকাত হয়ে ও আমাদের সৃষ্টিকর্তা , পালনকর্তা ,বিধানদাতা , রিযিকদাতা সবকিছুর মালিককে আল্লাহকে চিনলাম না ।বড় আফসোঁস নিজের উপরে ।আল্লাহ যদি মাফ করেন নতুবা আগুনে জলতে হবে ।

বিষয়: বিবিধ

১৭৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File