আল্লাহর অপার মহিমায় বেঁচে রইলাম ।
লিখেছেন লিখেছেন পথ হারা পথিক ২১ আগস্ট, ২০১৩, ১২:২৩:০৫ রাত
১৬ ই আগস্ট শুক্রবার । দুপুর ২ টা বাজে মেঘনা নদীর তীরে ট্রলারে দাঁড়িয়ে আছি । নিজ বাড়ি খুলনা থেকে নোয়াখালী যাচ্ছি ।মেঘনা নদীর যে ঘাঁটে দাঁড়িয়ে তা নদীর পশ্চিম তীর শরীয়তপুরে । আর পার হয়ে যেতে পূর্বতীর চাঁদপুরে । ২টা ১৫ মিনিটে ট্রলার চলা শুরু করল । তিন চার বছর আগে ফেরি দিয়ে এ নদী পার হতে ১থেকে দেড় ঘণ্টা সময় লাগত ।আর এখন বিশাল চর পড়ে যাওয়ায় সময় লাগে আড়াই ঘণ্টার ও বেশি বিধায় ট্রলারে উঠেছি । ট্রলার চলছে চরের মধ্য আগাছা ঝাওবনের ফাক দিয়ে চলে যাওয়া সরু খালের মত জায়গা দিয়ে ।৪৫ মিনিটের মত ঝাওবনের ভিতর দিয়ে চলার পর ট্রলার প্রধান নদীতে এলো । এখন জোয়ার চলছে কি ভাটা বুঝতে পারছি না তবে পানি যাচ্ছে দক্ষিণ দিকে ।ট্রলার যদি ঘাঁট বরাবর যায় তাহলে বরিশালের দিকে নিয়ে যাবে । এজন্য ট্রলার ঝাওবনের পাশ দিয়ে উত্তর দিকে চলল প্রায় ২৫ মিনিটের মত । তারপর ঘাঁট থেকে আরো উত্তর দিক বরাবর পার হতে যাচ্ছে ।তখন নদীতে সামান্য বাতাস ছিল । কিন্তু যখনিই আমরা নদীর মাঝখানে গেলাম তখন শুরু হল তুফান ।যেন এক একটা পানির পাহাড় আসছে । সবাই বসে পড়লাম ।পানি এসে গায়ের উপর পড়ছে ।তখন সবাই আল্লাকে ডাকছে । যে জীবনে একবার ও আল্লাহকে ডাকেনি সেও যেন আল্লাহকে ডাকছে ।আমাদের দেশে কিছু এরকম মানুষ আছে যারা বিপদে পড়লে আল্লাহকে ডাকে ।আর বিপদ উদ্ধার থেকে হলে ভুলে ও আল্লাকে ডাকে না বা আল্লাহকে ভুলে যায়।যাক মহিলার এবং শিশুরাও আল্লাহ আল্লাহ করে কাঁন্নাকাটি করছে ।এসময় মনে হয়েছিল এবার ট্রলার উল্টে গেল বুঝি । আলহামদুলিল্লাহ ১০ মিনিট পরেই আমরা বিপদজনক মাঝনদী থেকে উপরের দিকে কূলে চলে আসলাম । আল্লাহর শুকরিয়া আদায় করে ঘাঁটে উঠে বাসস্টান্ডে এলাম । গাড়িতে করে নোয়াখালীতে আসলাম ।আল্লাহ তায়ালার হাজার শোকর জানাই ।আল্লাহু আকবার কাবীরা ।
বিষয়: বিবিধ
১৪৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন