আকাঙ্ক্ষিত সেই স্বপ্নের আশায় !!

লিখেছেন লিখেছেন পথ হারা পথিক ২৭ আগস্ট, ২০১৩, ০৯:০৫:২০ রাত

আমি এখন কয়রার জাইগীরমহলের রাস্তায় হাঁটছি। মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি কারণ রাস্তায় গাড়ি ঘোড়া কিছুই নেই।রাস্তায় অনেক মানুষ আমাকে সামনে যেতে মানা করছে কারণ দেশে এখন জরুরী অবস্থা চলছে ।সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনী টহল দিচ্ছে ।দেশ এখন তাদের দখলে। সামনে নদী পার হতে হবে । নদীর ওপারে আমাদের গ্রামের বাড়ি ।প্রত্যান্ত অঞ্চল বিধায় সেখানে কোন বাহিনী নাই, মারামারি খুনোখুনি ও নেই। কিন্তু চারিদিকে সামরিক জান্তারা ।খুব ভয় করছে কিভাবে নদী পার হব ।সব ভয় চলে গেল যখন মসজিদ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসল ।আহঃ ঘুম থেকে জেগে গেলাম ।আর নদী পার হওয়া হল না ।

সত্যি কি আমরা এরকম কোন নদী পার হতে পারব ?যে নদীর ওপারে থাকবে এক শান্তির গ্রহ যেখানে থাকবে না মিশরের মত কোন সামরিক জান্তা বা আসাদের মত কাতেল ,ঐশীর মত ডাইনি, মিতা হকের মত বাঙ্গালী, বাদশাহ আব্দুল্লাহর মত দালাল, হাসিনা খালেদার মত রক্ত পিপাসু ,যেখানে থাকবে না বিশৃঙ্খলাকারী নাস্তিকেরা ।যেখানে শান্তিতে থাকব । ভাইভাই মিলেমিশে বসবাস করব ।সেই রকম একটা দিনের আশায় আছি । ও আল্লাহ তুমি আমাদের জন্য সেরকম একটা পৃথিবী দান করুন । আমিন ।।

বিষয়: বিবিধ

১৬৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File