রাজপথ থেকে মুরসি সমর্থকদের হটাতে সামরিক অভিযান শুরু, নিহত অন্তত ২২০০,আহত ১০,০০০ লাশের নগরী কায়রো । বাংলাদেশের মুসলমানদের শেখার আছে অনেক কিছু ।

লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ১৪ আগস্ট, ২০১৩, ০১:৫৭:৪৯ দুপুর

সিকদার মোহাম্মদঃ

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের অবস্থান কর্মসূচি থেকে সরিয়ে দিতে বুধবার সামরিক অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী । এ অভিযানে এ পর্যন্ত মিশরের রাজধানী কায়রোয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির অন্তত ২২০০ সমর্থক নিহত এবং ১০,০০০ আহত হয়েছে।(রেডিও তেহরান ) মিশরের সবচেয়ে বড় রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন আজ (বুধবার) এ দাবি করেছে। উচ্ছেদের নামে নিরাপত্তা বাহিনী গণহত্যা চালাচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আল জাজিরা ৪০ জন নিশ্চিত করেছে ।

আল জাজিরা জানায়, কায়রোর নসর সিটির রাবা আল-আদাবিয়া মসজিদ মুখে যাত্রা শুরু করেছে সাঁজোয়া বুলডোজার, মুরসি সমর্থকদের হটাতে নিরাপত্তা বাহিনি টিয়ার সেল এবং শর্টগান ব্যবহার করছে বলে আল জাজিরার খবরে বলা হয়।

পুলিশ এর আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। সেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা রয়টার্স নিশ্চত করলেও প্রকৃত সংখ্যা আর বেশি বলে লায়লা নামে মিশরের অভ্যুত্থান বিরোধি জোটের এক প্রত্যক্ষদর্শি জানান, তিনি আর জাজিরাকে জানান,"অনেককে এখানে হত্যা করা হয়েছে এবং পরিস্থিতি ধারণার চেয়েও খারাপ, এখনে যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ।" সময় যত গড়াবে লাশের মিছির আরো দির্ঘায়িত হবার আশংকা করছে বিশ্লেষকরা ।

কায়রো থেকে আল জাজিরার সংবাদাতা জানান, তিনি বিক্ষোভস্থলের উপর দিয়ে হেলিকপ্টার এবং কালো ধোঁয়ার গোলাকার কুন্ডুলি উড়তে দেখেন ।

সরকার নিয়ন্ত্রিত মিডিয়া নিরাপত্তা বাহিনীর অভিযানের কথা নিশ্চত করে বলেছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সামরিক সরকারের পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। অভিযানে সময় অন্তত দুই পুলিশ সদস্য নিহত হবার খবর পরিবেশন করে ।

এদিকে মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও তার বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

মুরসি সমর্থকরা বিক্ষোভের উদ্দেশে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে এ বিক্ষোভ শুরু হয়।

বিরোধীরা মুরসি সমর্থকদের ওপর পাথর ও বোতল ছুঁড়ে মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এছাড়া, মুরসি সমর্থকরা কায়রোর আরো কয়েকটি মন্ত্রণালয়ের কাছে বিক্ষোভ করেছে।

বিক্ষোভের সময় পুলিশ ১২জন মুরসি সমর্থককে গ্রেফতার করেছে বলে জানা গেছে। মুরসি সমর্থকদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর এবং সরকারি কর্মচারী ও নিরাপত্তকর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

এদিকে, মিশরের সেনা অভ্যুত্থান বিরোধী জোট নতুন করে মিলিয়ন ম্যান মার্চের ডাক দিয়েছে। রাজধানী কায়রোয় মুরসির সমর্থকদের বিশাল দুটি অবস্থানের ওপর সরকার সেনা অভিযান চালানোর হুমকি দেয়ার পর লাখো জনতার এ সমাবেশ ডাকা হয়েছে।

গত ৩ জুলাই মিশরের সেনাবাহিনী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তার সমর্থকরা গত ২৮ জুন থেকেই রাবা আল-আদাবিয়া ও কায়রো ইউনিভার্সিটির নাহদা স্কয়ারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ।

মিশরের ইতিহাসে প্রথম স্বচ্ছ নির্বাচনে জয়ী মুরসিকে গত ৩ জুলাই উৎখাত করে সেনাবাহিনী। মুরসি পুনর্বহাল দাবি করছেন তার সমর্থকরা।

এর আগে দুই দফা মুরসি সমর্থকদের ওপর গণহত্যা চালালে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৩০০ লোক নিহত হয়েছেন।

মুরসি সমর্থকদের সরিয়ে দিতে আর আগে অভিযান শুরুর ঘোষণা দেয়া হলে জনতার ঢল থেকে তা পিছিয়ে দেয়া হয়।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File