জনগনের নতুন উদ্দোগ কে স্বাগত জানাই।

লিখেছেন লিখেছেন নাবীল ১৭ জানুয়ারি, ২০১৪, ১০:৫০:২৫ রাত

নতুন উদ্দোগ নেওয়ায় জনগনকে ধন্যবাদ।

আলহামদু লিল্লাহ,মহান আল্লার দরবারে কুটি কুটি শোকর।

আমার দেশের জনগন আগের থেকে অনেক সচেতন।ভালমন্দ বুঝার শক্তি তাদের কে আল্লাহ পাক দিয়েছে।

জনগনকে যারা বোকা মনে করে মুলত তারাই বোকা এবং জ্ঞান পাপি।

এই জনগনই হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবজ। এই দেশের জনগন কখনোই অন্যায় কে স্বীকার করেনি এবং অন্যায়ের কাছে মাথা নত করেনি।জনগনের সামনে অন্যায় করে বাহাদুরি করবে বীরের জাতি তা কি ভাবে মেনে নিবে তা হতে পারেনা।

ঘটছে তাই জনগনের ক্ষোভের বহিপ্রকাশ।কিন্তু উনারা টের পাচ্ছেনা।উনারা মনে করছে আমরা পার পেয়ে গেছি জনগনকে তোয়াক্কা না করলেও চলবে।কিন্তু ইতিহাস কি বলে।জনগনকে পাশ কাটিয়ে কেউ কি ক্ষমতায় দীর্ঘদিন টিকতে পেরেছে।এটা মোটেই শুভ লক্ষণ না।

ঢাকায় বসে এমপি আর মন্ত্রী হওয়া যায়,কিন্তু জনগনের ম্যান্ড়েট নেওয়া যায়না।যোর যবরদস্তি কয়দিন ।ঢাকায় বসে ঘোষনা প্রতিফলন এখন জনগন দেখাচ্ছে।

উনারা নতুন করে ইসলামী নেতা বনার চেষ্টা করছেন।উনারা নতুন করে ওয়াজ মাহফিলে যোগ দেওয়া শুরু করছেন।

এক নাস্তিক ইনু গেল তরিকত ফরিকতের মিলাদুন্নবীতে।উখানে তো ভান্ড়ারীরা তার গোত্রের লোক বিধায় বাছা গেল।

জনতার মন্ঞ্চের আহবায়ক ম,খা গেলেন তার এলাকায় উজানির মাহফিলে ওয়াজ করতে আগত মুসল্লিরা দেখেতো মেজাজ গরম এই কুত্তা শাপলা চত্বরে শতে শতে আলেম হত্যা কারি । সারা দেশে শতে শতে বিরোধী দলের নেতা কর্মী হত্যা কারি সে নাকি আবার মাহফিলে অমনিতেই যে কাজ সে কথা তালে তালে জুতা মারা আর কিল গুশি ।মনে চাচ্ছে আমি একটা মারি।

আরেক ব্যাংক ডাকাতের পোলা নয়া মন্ত্রী পাইয়া গেলেন চিটাগাং এর নিজ এলাকায় মাহফিলে দোয়া নিতে ও আবার বলে আওয়ামী রা ইসলামের সেবক এই কথার সাথে সাথে জুতা কিক শুরু।

এই আওয়ামীরা বিনা ভোটে নির্বাচিত হয়ে মহা খুশি।তারা জনগনে পালচ বা শিরা উপশিরা এখনো দরতে পারেনাই।জনগন কি কত প্রকার ঢাকার বাহিরে গেলে টেরপাইতেন।

পুলিশ প্রোটেকশনে চলা ফেরাতে উনারা কিছুই বুঝতে পারছেনা।

জনগনের ধিক্কার দেওয়া শুরু হয়েছে।

আমাদের মহান নায়ক নায়িকারা এখনো বুঝতে পারছেনা ।জনগনের যখন বিষ্পোরণ ঘটবে তখন কেউ বাছাতে আসবেনা।

জনগনের গণ রোষ থেকে বাছতে চাইলে নির্দলিয় সরকারের রুপরেখা মেনে নিয়ে নয়া নির্বাচন দিয়ে বিদায় নিন।

তা না হলে এমন বিষ্পোরণ হবে বাছাও বাছাও বলে চিৎকার করলে ও কেউ আগলে নিতে আসবেনা।

আশা রাখি আমার দেশের খেটে খাওয়া মানুষ এই উদ্দোগ সব সময় চালু রাখবেন।

ধন্যবাদ বীর বাঙ্গালীদের,হায়েনা মুক্ত বাংলাদশ গড়তে এগিয়ে আসুন।

বিষয়: বিবিধ

১৩১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163700
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৪
জেদ্দাবাসী লিখেছেন : পুরো দেশটি ভয়ঙ্কর ডাকাত দল কর্তৃক আক্রান্ত ।
ওরা মানুষও না, মন্ত্রিও না, ওরা আওয়ামিলীগ, তাই জুতা বৃষ্টি আর গুসি বৃষ্টি।









আল্লাহ আমাদের সহায় হোন। ধন্যবাদ
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৭
117932
নাবীল লিখেছেন : জনগন জাগলে গদি ছেড়ে পাশের দেশে পালানো ছাড়া উপায় থাকবেনা।
163759
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৩০
শেখের পোলা লিখেছেন : সবাই সর্বদা পায়ে ছেঁড়া অথবা সস্তা জুতা রাখুন৷ বলাতো যায়না কাকে কখন সম্বর্ধনা দিতে হয়৷ আপনাদের নতুন প্রতিনীধিরা এলাকায় গেলেই সম্বর্ধনা দিতে ভুলবেন না৷
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০২:৩৮
118437
নাবীল লিখেছেন : আজকে তো দেখলাম জুতা সম্বর্ধনার কারনে জুতার দাম বেড়ে যাওয়াতে আওয়ামীরা রাগ করে ঢাকায় জুতা কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে।
কারখানার মালিকের অপরাধ তার এই জুতা আওয়ামীদের গায়ে মারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File