সবকিছুর মালিক একমাত্র আল্লাহ!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ৩১ মে, ২০১৫, ০৯:১১:২৮ রাত

একবার খলিফা হারুনুর রশীদের নিকট এক নাস্তিক এসে বললেন যে,

"আপনার সাম্রাজ্যে এমন কোন জ্ঞানী ব্যক্তিকে

ডাকুন, আমি তাকে তর্ক করে প্রমান করে দেব যে এই পৃথিবীর কোন স্রষ্টা নেই। এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে এবং আপনা থেকেই চলে।"

খলিফা হারুনুর রশীদ কিছুক্ষন ভেবে একটি চিরকুট মারফত ইমাম আবু হানিফাকে ডাকলেন ও এই নাস্তিকের সাথে বিতর্কে অংশ নিতে অনুরোধ করলেন।

ইমাম আবু হানিফা খবর পাঠালেন যে, তিনি আগামীকাল যোহরের সময় আসবেন, খলিফার প্রাসাদে নামায পড়ে তারপর বির্তকে অংশ নেবেন।

পরদিন যোহরের নামাযের সময় খলিফা, তার সভাসদবর্গ ও নাস্তিকটি অপেক্ষা করতে লাগল।

কিন্তু যোহরের নামায তো দূরের কথা আসর শেষ হয়ে গেল তিনি মাগরীবের নামাযের সময় আসলেন।

নাস্তিকটি তাঁর কাছে এত দেরীতে আসার কারন জানতে চাইল।

তিনি বললেন, "আমি দজলা নদীর ওপারে বাস করি। আমি খলীফার দাওয়াত পেয়ে নদীতে এসে দেখি কোন নৌকা নেই।

অনেকক্ষন অপেক্ষা করেও কোন নৌকা পেলাম

না।

সহসা আমি দেখলাম একটি গাছ আপনা-আপনি উপড়ে পড়ল। তারপর সেটি নিজ থেকেই তক্তায় পরিনত হল। তারপর এটি নিজে নিজে একটি নৌকায় পরিনত হল। অত:পর আমি এটায় চড়ে বসলাম।

নৌকাটি নিজে নিজে চলতে চলতে আমাকে এপারে পৌছিয়ে দিল।

নাস্তিকটি একথা শুনে হো হো করে হেসে ফেলল। তারপর বলল, "ইমাম সাহেব আমাকে কি বোকা পেয়েছেন যে আমি এমন গাজাখুরি গল্প বিশ্বাস করব?

একটা গাছ আপনা থেকে নৌকায় পরিনত হবে এটা কি করে সম্ভব?"

ইমাম আবু হানিফা বললেন,

"ওহে নাস্তিক সাহেব! একটা গাছ যদি আপনা থেকে নৌকায় পরিনত না হতে পারে এবং নদী পরাপার না হতে পারে, তাহলে কিভাবে এই বিশাল আকাশ, চন্দ্র- সূর্য-নক্ষত্র আপনা-আপনি তৈরী হতে এবং চালু থাকতে পারে??"

নাস্তিকটি লা-জওয়াব হয়ে মুখ কাচুমাচু করে বিদায় নিল।

খলিফা হারুনুর রশীদ তাঁর তাৎক্ষনিক জবাবে মুগ্ধ হয়ে ইমাম সাহেব কে সসম্মানে বিদায় দিলেন।

সুবহানাল্লাহ।

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323722
৩১ মে ২০১৫ রাত ১০:০৬
আবু জারীর লিখেছেন : নাস্তিরা আসলেই আহাম্মক তা নাহলে এমন ভাবনা ভাবে কি করে?
০১ জুন ২০১৫ বিকাল ০৫:৪৭
265333
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : বোকার স্বর্গে বাস করে যত সব নাস্তিক!
323747
০১ জুন ২০১৫ রাত ১২:৩৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম !

চমৎকার উপায়ে জবাব! পড়ে ভালো লাগলো! অনেক দিন পর দেখলাম আপনাকে!

০১ জুন ২০১৫ বিকাল ০৫:৪৯
265334
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : অলাইকুমুস সালাম। হুম অ-নে-ক দিন পর আবার ফিরে এলাম। মনের টানেই। যদিও অনেককিছু হয়ে গেছে। তবুও মনের টান বলে কথা! আমি আর পারিনি উপেক্ষা করতে।
323769
০১ জুন ২০১৫ রাত ০২:২৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নাস্তিকেরা আসলে নাস্তিক বলে মনে হয়না!!!! বর্তমানের নাস্তিক গুলো নিজেকে প্রচারিত করার জন্যইই নাস্তিকতা করে এবং ইসলামের বিরুদ্ধে লিখে...।
লেখাটি ভালো লাগলো।
০১ জুন ২০১৫ বিকাল ০৫:৪৯
265335
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ধন্যবাদGood Luck
324015
০২ জুন ২০১৫ রাত ০৪:০১
এ,এস,ওসমান লিখেছেন : নাস্তিকেরা অহেতু তর্ক করতে পছন্দ করে।

আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
০২ জুন ২০১৫ বিকাল ০৪:৫৯
265718
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File