"শততম পোস্ট- কিছু অনুভূতি"

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ৩১ মে, ২০১৫, ১০:০৯:০৩ রাত



ব্লগ, ব্লগিং এবং ব্লগার শব্দগুলো ইদানিং খুব পরিচিত হলেও এখন থেকে চার বছর আগে এই ব্যাপারে আমার ধারনা পর্যন্ত ছিলো না! ব্লগ জীবনের শুরু কথা বলতে গেলেই স্মৃতির পাতায় সোনার বাংলাদেশ ব্লগের নামটি চলে আসে!

প্রথমদিকে আমি ভিজিটর হয়েই পোস্টগুলো পড়তাম! ব্লগের জ্ঞানগর্ভ পোস্ট গুলো পড়ার পাশাপাশি মন্তব্যগুলোর মাঝেও বেশ আনন্দের খোরাক ছিলো! আইডি খোলার আইডিয়াটি মাথায় এসেছিলো শুধুমাত্র মন্তব্য করে সেই আনন্দে শরীক হওয়ার জন্য!

টুকটাক মন্তব্য করে যাচ্ছিলাম, কিছুদিন পর অবুঝ মন কিছু লিখতে চাওয়ার আকাংখা পোষন করলো! দেশ ছাড়ার পর থেকে নিজের নাম বাংলায় লিখার প্রয়োজন পর্যন্ত হয়নি সুতরাং সাহিত্যচর্চা তো অনেকদূরের ব্যাপার ছিলো!

একি! লিখতে গিয়ে তো ভারী বিপদ! অনেক শব্দের সঠিক বানান কী বোর্ড কঠিন ভাবে চেপেও আবিষ্কার করতে পারছিলাম না! একটা অক্ষর লিখতাম আবার ঢু মারতাম ফোনেটিকে সহজে বাংলা লিখার টিউটোরিয়াল দেখতে! কি যে অসহ্য লাগতো! সবচাইতে ভুগেছি কিছু বিশেষ অক্ষর নিয়ে যেমন- '' আ '' লিখতে পারতাম কিভাবে " অ " লিখতে হয় এটা আবিষ্কার করতে বড্ড ভুগেছিলাম! এছাড়া " ষ", " ঢ়" এবং "ড়" বহুত জ্বালিয়েছিলো! কিছুদিন আগ পর্যন্ত "জ্ঞ" এবং "হৃ" এই দুটো অক্ষরও অনেক ভুগাতো! সাথে যুক্তাক্ষর লিখাটাও বেশ কষ্টসাধ্য ছিলো!

এস,বি তখন খুবি জমজমাট! জ্ঞানী পাখিদের কিচিরমিচিরে গুন্জরন লেগেই থাকতো সেখানে আমার ছোটোখাটো লিখা কারো নজড়ে আসা আসলেই কঠিন ছিলো! যেদিন প্রথম লিখার অনুমতি পেয়েছিলাম সেদিন আনন্দে আত্নহারা হয়ে একটা চটি পোস্ট দিয়েছিলাম এই শিরোনামে " ব্লগে ব্লগার হতে পারায় আমি আনন্দিতো" ! ব্লগের একজন তুখোড় ব্লগার হাসান ভাই -উনার প্রায় সব পোস্ট স্টিকি হতো এবং এস,বির একজন স্বনামধন্য সেলিব্রিটি ছিলেন উনি এসে আমাকে একটা মন্তব্য করেছিলেন! যার গভীরতা আমাকে অদ্যাবধি ভাবিয়ে তোলে! উনি লিখেছিলেন -

"ব্লগার শব্দটি ব্যাপক অর্থ ধারণ করে। যা একটি স্টেজ অতিক্রম করার পর কেউ দাবী করতে পারে। একজন ব্লগার একসাথে চোখ কান খোলা রাখা মানুষ, যিনি কিনা (অধিকাংশ ব্লগার) উচ্চশিক্ষিত, সমাজকে নিয়ে ভাবার সাথে সাথে সমাধানের রাস্তা খুঁজেন, দেশকে নিয়ে ভাবেন অর্থাৎ তার দৃষ্টিরভঙ্গি দেশের সাধারণ মানুষ থেকে একটু এগিয়ে। সাধারণ স্তর থেকে অর্থাৎ আম-মানুষ থেকে একজন সচেতন, দেশপ্রেমিক, চোখ কান খোলা মানুষ তৈরীর নিমিত্তে বর্ণমালার অবারিত ছুটে চলা প্রেরণা যোগায"

প্রায় আমি এই মন্তব্যে নিজেকে খুঁজে ফিরি এবং ঘাটতিগুলো শোধরানোর চেষ্টা করি!

মন্তর‍্যের জবাবে প্রতিমন্তব্য করা নিয়ে আমি বেশ ঝামেলায় পড়েছিলাম! আমি প্রতিমন্তব্য না করে মন্তব্যের জবাবে আরেকটি মন্তব্য করে দিতাম! একদিন বাকপ্রবাস ভাই আর সিটিজিবিডি ভাই আমার এই ভুল ধরিয়ে দিয়েছিলেন! উনাদের কাছে এজন্য আজো আমি চির কৃতজ্ঞ!

একটা প্যারা লিখতে আমার প্রচুর সময় লেগে যেতো! এজন্য খুব মনোকষ্ট হতো ! অধীর আগ্রহে প্রচুর অধ্যাবসায় শেষে একদিন খুব আশা, স্বপ্ন এবং ভালোবাসা নিয়ে একটা পোস্ট লিখলাম অপেক্ষা শুধু ব্লগে প্রকাশ করার- ক্লিক করবো কি হতে কি হয়ে গেলো কিছু বোঝার আগেই আমার পুরো পোস্ট ভ্যানিশ হয়ে গেলো! কি যে কষ্ট সেদিন পেয়েছিলাম! কেঁদেই ফেলেছিলাম! হতাশা ঘিরে ধরেছিলো ভীশন রকম তবু সেই কালো মেঘকে একটু একটু করে সরিয়ে দ্বিতীয়বারের মতোন পুনরায় লিখেছিলাম সেই পোস্টটি! দুঃখ সেদিন জোড়া বেঁধেছিলো আমার সাথে আর তাই দ্বিতীয়বারেও পোস্ট গায়েব হয়ে গিয়েছিলো! এই ঘটনাটি আমার ব্লগ জীবনের সবচাইতে কষ্টকর ঘটনা যা আজো আমাকে কাঁদায়!

সবেমাত্র চার মাস পূরন হয়েছে এস,বিতে আর আমার পোস্টের সংখ্যা টেনেটুনে দশ - নিজেকে মোটামোটি ধাতস্থ করে তোলার প্রক্রিয়ায় নিয়োজিতো ছিলাম এরি মাঝে একদিন সকালে নূর আয়শা সিদ্দিকা আপু ফোন করে জানালেন এস,বি ব্লগ নাকি হ্যাক হয়েছে, ওপেন হচ্ছে না! ব্লগটি বন্ধ হওয়ার সংবাদে যারপরনাই কষ্ট পেয়েছিলাম! খুব আপনজন- কাছের মানুষকে হারিয়ে ফেলার অনুভূতি যতোটা তীব্র তারচাইতেও বেশি তীব্র হয়েছিলো এস,বিকে হারানোর ব্যথা! অনেক পেরেশানী, অতীত স্মৃতিচারন আর দীর্ঘশ্বাসেও আর ফিরে আসেনি সেই প্রিয় অংগনটি!

ফাতিমা মারিয়াম আপু এবং নূর আয়শা সিদ্দিকা আপু দুজনেই জানালেন আরেকটি ব্লগ বেশ কিছুদিন আগেই নতুন পদচারনা শুরু করেছে! উনাদের দেয়া সন্ধানে টুডেব্লগে এসে আবার আইডি খোলা! এস,বি কে হারিয়ে আমার মতো ভগ্নহৃদয়ে আর অনেকে আসলেন যারা খুঁজছিলেন এরকম একটি অংগন, তারপর ধীরে ধীরে একটা, দুইটা করে পোস্ট দেয়া, মন্তব্য ,প্রতিমন্তব্য, পুরোনো ব্লগের সহযাত্রী, নতুন ব্লগের অতিথি সবাই মিলে আবার একটা মজবুত ভালোবাসাময় প্রাংগন এর ভিত্তি প্রস্তর তৈরি হয়ে গেলো! টুডে ব্লগকে এখন নিজ পরিবারের একজন সদস্যের মতোই আপনজন মনে হয়!

টডে ব্লগে আছি এই ব্লগের প্রায় জন্মলগ্ন থেকে । আমার সাথে ছিলেন, এস, বি থেকে এসেছেন, কেউ বা সম্পূর্ন নতুনভাবেই এই ব্লগের সদস্য হয়েছেন এরকম অসংখ্য সহ ব্লগারদের পেয়েছি! উনাদের লিখা পড়া, মন্তব্য করা একটা সময় পরে না দেখেও আপনজনে পরিনত হয়েছি! খুব অবাক লাগে যখন দেখি ব্লগ থেকেই পরিচয়ের সূত্র ধরে আমরা বিশেষ করে কিছু বোনেরা এতো আপনজনে পরিনত হয়েছি যাদের প্রত্যেকেই আমার নিজ জীবনের অনেক মূল্যবান একটি অংশ জুড়ে আছেন! আজকে আমার সাথের সেই পরিচিত আপনজনদের অনেকেই এখন আর নিয়মিত নন!

আমাদের প্রত্যেকের জীবন ব্যস্ততায় ঘেরা। সংসারের ব্যস্ততা, শারীরিক অসুস্থতা বা মানসিক অস্থিরতা, ছেলে -মেয়েদের পেরেশানী তো আছেই! এর মাঝে সবার পক্ষে একই রকম ভাবে ব্লগে নিয়মিত থাকা আসলেই কিছুটা কষ্টসাধ্য! আমি নিজেই গতবছর আমার মেয়ের হাইস্কুল ফাইনালের কারনে দীর্ঘ সময় ব্লগে আসি নি! এজন্য আমি কারো উপর এই প্রশ্নের দাবী করিনা কেনো ব্লগে আসে না?

মাঝে মাঝে অনেকের অভিযোগ শুনি, ব্লগটা সচল না, ভিন্নধর্মী- মানসম্মত লিখা নেই, মডারেশন ঠিকভাবে দেকভাল করেন না ব্লগটিকে ইত্যাদি ইত্যাদি! নিজেকে দিয়েই উত্তর পেয়েছি- যে আমি সংসার জীবনকে ঘিরে থেকেই ব্লগে নিয়মিত থাকতে পারি না, পোস্ট পড়া, মন্তব্য, মন্তব্যের জবাবগুলোর মাঝে ভারসাম্য করতে হিমশিম খাই তখন যারা এই ব্লগটিকে পরিচালনা করেন তারা কিভাবে সময় বের করেন? আর মূলত এটি তো শুধু মাত্র ব্লগ না বরং সার্বক্ষনিকভাবে সাম্প্রতিক ঘটে যাওয়া দেশ বিদেশের সংবাদ গুলো আপডেট দিচ্ছে পাশাপাশি একটা অপশন রেখেছে ব্লগ লিখার জন্য! এত বৃহত্তর যাদের পরিধি তাদের ভুলগুলো দেখতেই আমরা মনেহয় বেশি ব্যস্ত থাকি!

খুব খুব শ্রদ্ধা আসে তখন উনাদের জন্য এই ভেবে কতোই না অক্লান্ত পরিশ্রম করে পর্দার আড়ালে থেকে উনারা আমাদের এতো সুন্দর একটি স্থান দিলেন কখনো কি উনাদের কথা মনে পর্যন্ত করি আমরা?

অন্যান্য আরো বহু ব্লগ আছে কিন্তু অনেকের কাছেই শুনেছি সেই ব্লগগুলোতে নাকি উন্মুক্ত ভাবেই গালিগালাজ করা হয়! সেই তুলনায় এই ব্লগে আমরা যেভাবে একই মানসিকতার মানুষগুলো সুন্দর ব্যবহার , পরষ্পর সৌহার্দ্যবোধ বজায় রেখে এগিয়ে চলছি এটাই তো অনেক বড় পাওয়া মনে হয়! কিন্তু তারপরেও মুসলিমদের জন্য একাধিক মিডিয়া থাকা উচিত মনে করি! একাধিক রুচিশীল ব্লগ থাকলে আমাদের জন্যই তা কল্যানকর হবে! লিখার পরিমান বাড়বে এবং ছড়িয়েও যাবে!

ব্যস্ততম জীবনে প্রিয়জনদের সাথে কাটানো সময় গুলো সুখে বা দুঃখে প্রতিটি খন্ড আমাদের জীবনকে সমৃদ্ধ করে প্রতিনিয়ত! এরি মাঝে আমরা টের পাই আমাদের মনের গহীন থেকে কেউ একজন আমাদের সাথে কথোপকথন করে, যে চায় আমাদের ভালোলাগার আনন্দঘন মুহূর্তগুলো, কষ্টে থাকার বেদনাদায়ক অধ্যায়গুলো ছড়িয়ে দিতে! এমন কিছু মুহূর্ত, কিছু অভিব্যক্তি, কিছু আবেদন এবং একান্ত কিছু সময় আছে যা নিজ পরিবার নয় বরং অন্যকোথাও খুলে বলতে ইচ্ছে করে অথচ যাদের সাথে হয়তো আমার কখনো দেখা হয়নি বা পূর্বপরিচিতি পর্যন্ত নেই! এরকম দেখা না হওয়া, না জানা কিছু সুন্দর মনের মানুষগুলোর সাথে দিনের একটি অংশের কিছু সময় কাটানো এ যেনো অন্য রকম ভালোলাগার আবেশে মন ভরিয়ে দেয়! যখনি আমি খুব ক্লান্ত- একটু বিশ্রাম হয়, মজার কিছু পড়ে আবারো হাস্যরসানন্দে টনিকের মতো নতুন কর্মউদ্দীপনায় সতেজ হয়ে উঠা যায়!

শৈশব- কৈশোরের দিনগুলো থেকে মক্তব বা স্কুল শেষের দশ মিনিটের আড্ডাটা খুব্বি প্রিয় ছিলো! এখন তো আর সেই আড্ডা বা সেই প্রিয়জনদের খুঁজে পাওয়ার উপায় নেই আর তাই মনে হয় সেই হারানো আড্ডার কিছুটা আনন্দ এই ব্লগ মাঝেই পেয়ে যাই!

কিছু সহ ব্লগার আপু- ভাইয়াদের পেয়েছি যে উনারা এতো অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন যা কখনো ভোলার নয়! কিছু আপু - ভাইয়ারা আছেন যাদের দেখেছি খুব সুন্দরভাবে সবার লিখা পড়েন এবং গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করেন! উনাদের অকৃত্রিম ভাবে সবার লিখা পড়া ও মন্তব্য করার দিকটা আসলেই একটা বিরাট গুন মনে করি!

বলছিলাম আমাদের সবারই কম বা বেশী ব্যস্ততায় সময় কাটাতে হয় । আমি নিজেকে দিয়েই দেখেছি একটানা একই ধাঁচে নিয়মিত ব্লগে উপস্থিত থাকা সম্ভব হয় না! কিছু দিন নিয়মিত থাকার পর কিছুদিন যদি অনিয়মিত হয়েছি পরে যখনি ব্লগে এসেছি যে বিপত্তি ঘটে তা হলো -পোস্ট পড়ার আমন্ত্রন যেমন বেড়ে যায় তেমনি মন্তব্যকরার সংখ্যাটাও! সবার পোস্ট পড়তে এবং কমেন্ট করতে ইচ্ছা হয় কিন্তু অনেক সময়ই হয়তো করা হয়ে উঠে না তখন খুব মন খারাপ লাগে! বিশেষ করে যেসব আপু -ভাইয়ারারা নিয়মিত আমার নিজের পোস্ট পড়েন এবং মন্তব্য করে অনুপ্রেরনা দেন উনাদের পোস্ট না পড়াটা কেমন জানি অপরাধবোধ হিসেবে কাজ করে!

প্রায় এমন হয়েছে হয়তো আমি কোন পোস্ট লিখেছি, তখন সরাসরি চোখ চলে যায় অনলাইনে প্রিয় কে কে লগইন আছেন ! মনটা তখন বুঝি একটা শিশু বাচ্চাকেও হারায় মানিয়ে আশা পোষন করতে থাকে নিশ্চয় এই আপুটা ঐ ভাইয়াটা এখন আমার লিখাটা পড়বেন!

কিন্তু মাঝে মাঝে এটাও হয় যে আমি নিজেই লগইন হয়ে বিশেষ কোন কাজে কিচেনে আটকা পড়ে গেছি, অনেকটা সময় পড়ে এসে ব্লগে বসেছি , এসে কোন পোস্ট দেখেছি , পড়েছি এবং মন্তব্য করেছি! এভাবেই চিন্তাটা মাথায় কাজ শুরু করলো হ্য়তো আমার মতোই কোন আপু লগইন হয়ে অন্য কাজে আটকে আছেন তাই লগইন থেকেও পড়তে পারেন নি!

একটা মজার কথা শেয়ার না করে পারছি না! আমি তখনো নতুন লিখছি! একটা পোস্ট লিখেছিলাম যার মূল বিষয়টি ছিলো পরিবারের সবাই মিলে একসাথে কেনাকাটায় যাওয়া! তো আমি পোস্ট লিখেছি, মন্তব্য আসলো মোটামোটি! সময়টাখুব সম্ভবত কোন এক ঈদের সময় ছিলো! ব্লগের আরো একজন সেলিব্রিটি ব্লগার আবূ সামিহা ভাই উনি মন্তব্যতে শুধু লিখেছিলেন - স্বপরিবার সমস্যা! আমি তো বুঝতে পারি নি , উনার সম্পর্কে কিছু জানতামও না! ভাবলাম আহারে! ভাইয়ের পরিবারে বুঝি কোন সমস্যা চলছে! আমি প্রতি মন্তব্য করলাম- ভাইয়া আপনি কি স্বপরিবারে থাকেন না? উনি আবারো - স্বপরিবার সমস্যা লিখলেন! এবার তো আমার মন আরো খারাপ হলো! এতো ভালো ইসলাম জানা শোনা একজন মানুষ ! উনার কি না পারিবারিক সমস্যা? আমি লিখলাম - আপনার পরিবার কি দেশে থাকে? এবার উনি গোমড় ফাঁস করলেন এবং লিখলেন- বিশুদ্ধ বানান হবে সপরিবার ! এটা কিন্তু আমি জানতাম ই না! এতো হেসেছিলাম আমি সেদিন! ভুলটি সঠিক হয়েছিলো বেশ নির্মল বিনোদনও উপভোগ করেছিলাম!

সবার পোস্ট পড়ার চেস্টা করি, সাধ্যঅনুযায়ী মন্তব্যও করতে ত্রুটি করি না! কিন্তু অনেক সময় ভালো ভাবে খেয়াল না করার কারনে অনেক পোস্ট পড়া হয় না! তাই অন্তত পড়ার দাওয়াত পেলে এই সুযোগটা মিস হয় না! আমার মনে হয় আমাদের সবার সাধ্যানুযায়ী কম বেশী লিখালিখি করা উচিত! অন্যের পোস্টে গঠনমূলক মন্তব্য করার কৃপনতা থেকে দূরে থাকাটা একান্ত কাম্য!কেননা একটা গঠনমূলক মন্তব্য লেখকের লিখার মনকে আরো সমৃদ্ধ করে এবং নতুন লিখা লিখতে অনুপ্রানিত করে! এক্ষেত্রে- মন্তব্য না করা> কপি পেস্ট মন্তব্য > একটু উৎসাহিত করে মন্তব্য> গঠনমূলক মন্তব্য!

এখন আমি দু চার লাইন লিখা যা লিখতে পারছি তার সবটুকু অবদান ব্লগের এবং যারা মন্তব্য করে উৎসাহিত করেছন তাদের! এজন্য আল্লাহ নিকট আপনাদের জন্য উত্তম প্রতিদানের দোআ করি! আজকের লিখাটি শুধুই স্মৃতি চারন এবং ব্লগকে কেন্দ্র করে আমার অনুভূতি প্রকাশ! তাই ব্লগের শুরুতে যেমন এস, বি ব্লগের নাম দিয়ে শুরু করেছি তাই আজ আবার বিনীতভরে স্মরন করতে চাই এস, বি ব্লগের সম্পাদক শ্রদ্ধেয় মোহায়মেন ভাইকে! যাকে সরকার কারাগারে পাঠিয়েছেন শুধু এই অপরাধে যে উনি একটি ইসলামীমনা ব্লগ পারিচালনা করতেন! উনি এবং উনার পরিবার পরিজন এজন্য যে কষ্ট- ত্যাগ স্বীকার করেছেন , করে যাচ্ছেন তা কখনো কোন কিছুর বিনিময়ে শোধ হওয়ার নয়!

সেই সাথে স্মরন করি আমাদের প্রিয় বিডি টুডে অনলাইন নিউজ পোর্টাল এবং ব্লগ এর সম্পাদকেও যিনি এবং যারা অক্লান্ত পরিশ্রম করে বর্তমান এই হলুদ মিডিয়ার বিপরীতে সবাইকে সত্যনিষ্ঠ সংবাদ পড়ার এবং জানার সুযোগ করে দিচ্ছেন! আমাদের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো দেশী - প্রবাসী ভাই বোনদেরকে একত্রিত হয়ে কিছু কথা বলা ও লিখার সুযোগ করে দিচ্ছেন! এই ব্লগ পরিচালনায় উনাদের, উনাদের পরিবার পরিজনদের সকল দুঃখ কষ্টের উত্তম প্রতিদান

আল্লাহ উনাদের দান করুন! আমাদের ব্লগারদের দ্বারা যে লিখাগুলো আজ পঠিত হচ্ছে তার সওয়াব আল্লাহ উনাদের আমল নামায়ও যোগ করুন!

লিখাটি বহু চেষ্টা করেও ছোট করতে পারি নি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইলো!

( সংবিধিবদ্ধ সতর্কীকরন- পতিজ্বি বলিয়াছেন শততম পোস্ট লিখার পরদিন ইন্টারনেটের কানেকশন বন্ধ করিয়া দিবেন! পত্নী ব্লগে বসে খোশমেজাজে থাকেন এটাই তাঁর

অপরাধ! দায়ভার বিডির আর ব্লগারদের I Don't Want To See)

ব্লগের কল্যানে যা পেয়েছি-Click this link

বিষয়: বিবিধ

২৫৩৬ বার পঠিত, ৮৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323728
৩১ মে ২০১৫ রাত ১০:২৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : তোমার লেখাটি পড়তে পড়তে আমি সেইসব দিনে হারিয়ে যাচ্ছিলাম। হাসান ভাইয়ের মন্তব্যটি এখন কিভাবে পেলে? আর্কাইভ থেকে??




আমি আমার ব্লগ জীবন সম্পর্কে একটি পোস্ট লিখেছিলাম। Click this link



আলহামদুলিল্লাহ! আমিও কিছু বোনকে ব্লগের মাধ্যমে পেয়েছি। আজ নুসরাত ও তার বর এসেছিল। বেশিক্ষণ থাকেনি।



পুরনো সেই দিনগুলির কথা মনে পড়লে আসলেই কেমন জানি লাগে। চমৎকার স্মৃতিচারণমূলক লেখার জন্য শুকরিয়া।
৩১ মে ২০১৫ রাত ১০:৩৮
265124
ছালসাবিল লিখেছেন : MOney Eyes আপনারা সিনিয়র আমরা জুনয়ির। যাই বলেন লিখতে পারিনা কিছুইতবে কমেন্ট করতে খুউউব ভালো লাগে আপপি। Love Struck
৩১ মে ২০১৫ রাত ১১:৫৪
265148
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপুনি! এই স্মৃতিচারনমূলক বিশেষ পোস্টে প্রথমেই আপনার মন্তব্য পেয়ে সত্যি খুব আনন্দিতো আমি! আলহামদুলিল্লাহ!

নুসরাত কেও আমরা ব্লগের মাধ্যমে পেয়েছি তাই না আপু? ওদেরজন্য দোআ রইলো!

আমিও মাঝে মাঝে সেই দিন গুলোর ঘ্রান খুঁজে পাই Day Dreaming! লম্বা লিখাটি কষ্ট করে পড়ার জন্য আপুকে শুকরিয়া!Praying জযাকিল্লাহ খাইর আপুনি!Love Struck
০১ জুন ২০১৫ সকাল ১০:৩৫
265207
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম।
323729
৩১ মে ২০১৫ রাত ১০:২৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : তোমার পতিজ্বিকে বলে দাও এরপর আমরা তার বউকে হাজারতম পোস্টের শুভেচ্ছা জানাতে চাই।

শততম পোস্টের জন্য একশ গোলাপের শুভেচ্ছা গ্রহণ কর।
০১ জুন ২০১৫ রাত ১২:০১
265149
সাদিয়া মুকিম লিখেছেন : হি হি জ্বি আপু বলে দিব! আসলে উনার সহায়তা ছাড়া ব্লগিং করা সম্ভব হতো না! উনি আমাদের ব্লগের একজন নীরব পাঠক! নিয়মিত সব লেখা পড়েন!

আপু মাঝে মাঝে যদি আমি সংগত কারনে রাগ করি তখন কি বলে জানেন? জোরে জোরে বলে, রাগ তো হবেই আবেগ অনুভূতি তো সব ব্লগের জন্য! ব্লগে ঢুকলে চেহারায় হাসি ফোটে, সবাইকে কি সুন্দর সালাম, শুকরিয়া আর আমার জন্য জমা রাখো রাগ? কালকেই নেট বাদ! হুমকি কন্টিনিউSurprised

আপু বলেন তো রাগ করে থাকা যায়?

আর যদি কোন দিন ভাত নরম হয়েছে, তরকারী নিচে লেগে গেছে সেরেছেRolling Eyes ! দন্ত বিকশিত করে পাটি বের করে হাসিয়া বলিবে জানিতো ব্লগ ! ব্লগ ! ব্লগ! Crying আমার সংসার গেলো!Worried

কি যে মজা পায় আমাকে রাগিয়েDon't Tell Anyone !

আপু গ্রহন করলাম একশ গোলাপের শুভেচ্ছা! Love Struck
323730
৩১ মে ২০১৫ রাত ১০:৩৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপুনি আপনার স্মৃতিচারন আমার দু'চোখেও পানি এনে দিলো। কারন আমার ও প্রথমদিকের লেখাগুলো বিসর্গ ব্লগে ও এস বিতে পোস্ট করেছি। বিসর্গ তেমন জমজমাট না হলেও এস বি ব্লগ ছিলো জীবনের একাংশের মত। তাই ভুলতে পারিনা। লেখাতে আপনার দোয়ার সাথে আমিন। আপনার পরিবারের সবার জন্য কল্যাণের দোয়া রইলো। আমাদের জন্যেও দোয়া করবেন। জাযাকুমুল্লাহ।
০১ জুন ২০১৫ রাত ১২:০৩
265150
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ! Happy

জ্বি আপু , আপনাকেও দেখেছি এস,বিতে মনে পড়ছে ! আপনার জন্যও অনুরুপ দোআ!বারাকাল্লাহু ফিক! শুভাকমনা রইলো!
323731
৩১ মে ২০১৫ রাত ১০:৩৯
ছালসাবিল লিখেছেন : আপপপু, আপনাকে অনননননেক অন্তরথেকে মুবারকবাদ জানাচ্ছি। Love Struck
ব্লগিং শুভোহোক Love Struck
০১ জুন ২০১৫ রাত ১২:০৪
265151
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

আমি ও গ্রহন করলাম আন্তরিক মোবারকবাদ! জাযাকাল্লাহু খাইর! অনুপ্রেরনা দেয়ার জন্য আন্তরিক শুকরিয়া!Praying
০৩ জুন ২০১৫ রাত ১০:৫৩
266220
ছালসাবিল লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম।
Love Struck
আপপপি জাজাকিল্লাহ।
323732
৩১ মে ২০১৫ রাত ১০:৪২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ফাতিমা মারিয়াম লিখেছেন : তোমার পতিজ্বিকে বলে দাও এরপর আমরা তার বউকে হাজারতম পোস্টের শুভেচ্ছা জানাতে চাই।

শততম পোস্টের জন্য একশ গোলাপের শুভেচ্ছা গ্রহণ কর। সহমত আপুর সাথে।
০১ জুন ২০১৫ রাত ১২:০৫
265152
সাদিয়া মুকিম লিখেছেন : হি হি জ্বি আপু বলে দিব! আসলে উনার সহায়তা ছাড়া ব্লগিং করা সম্ভব হতো না! উনি আমাদের ব্লগের একজন নীরব পাঠক! নিয়মিত সব লেখা পড়েন!

দোআ করবেন আপু আমাদের জন্য!Praying
323737
৩১ মে ২০১৫ রাত ১১:১৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। আজকে হটাৎই ব্লগে আসার সৌভাগ্য হল আর এসেই দেখি আপুর লেখা। কেমন আছ আপি? হাসান ভাইয়া বিশেষ করে নেটপোকা ভাইয়া ছিল আমার ব্লগীয় শিক্ষক। হ্যা! ঠিক অন্য ব্লগে প্রচুর গালাগালি এমনকি ইনবক্সে মা-বোন তুলে গালাগালি-হুমকি ধামকি কোন কিছুরই কমতি নেই। নাস্তিক বিরোধী ব্লগিংয়ের জন্য আমার নিজেরই একাধিক ব্লগ আইডি ব্যান হয়েছে, সাথে ছিল মৃত্যুহুমকি আর নানানরকম হয়রাণী যার জন্য আমার একটা ভার্সিটির সেমিষ্টার পর্যন্ত নষ্ট হয়েছে। সেই তুলনায় এই ব্লগের ব্লগাররা বেশ মার্জিত। আগে অনেক ব্লগে লিখতাম কিন্তু ধীরে ধীরে সবই বাদ হয়ে গেছে এখন এব্লগটায় মাঝে মাঝে বসি তোমরা অনেক আপন করে নিয়েছ তাই। মায়ায় পরে তোমাদের ছেড়ে যেতেও পারিনা। আর নাহ! যেতে পারবেনা একদম।
০১ জুন ২০১৫ রাত ১২:১৪
265155
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!Happy

আলাহামদুলিল্লাহ ভালো আছি! আল্লাহ আতোমাকে ভালো ও সুস্থ রাখুন!

অন্যান্য ব্লগের তুলনায় আসলেই এই ব্লগটি অনেক মার্জিত এবং রুচিশীল! আর ব্লগের সৌন্দর্য কিন্তু ব্লগাররা! যারা নিজ নিজ পরিসরে লিখেন এবং সবাইকে মন্তব্য করে অনুপ্রানিত করেন! বিশেষ করে তোমার লিখার কথাই যদি ধরি, ঠিক তুমি যে ভাবে , যে আংগিকে, যে তথ্যদিয়ে লিখা পোস্ট করো তা কিন্তু অন্যকেউ করছে না বা তোমার মতো পারছে না! সুতরাং ব্লগের অস্তিত্বের পিছনে এরকম করে প্রতিটি ব্লগারের লিখার অবদান আছে মনে করি! তাই বলছি ভাই, থেমে যেও না!

আসলেই আমরা সবাই আপন! দ্বীনী বন্ধনের কারনেই এরকম অনুভূত হয় তাই না?

আল্লা আমাদের সবাইকে ইসলামের কাজে অটল রাখুন! সীসা ঢালা প্রাচীর হয়ে যেনো আমার সবাই একসাথে থাকতে পারি! আমিন!

জাযাকাল্লাহু খাইর ভাই! তোমার মন্তব্যে সত্যি অনুপ্রানিত এবং আনন্দিতো হয়েছি!Praying

ভার্সিটির সেমিষ্টার পর্যন্ত নষ্ট হয়েছে জেনে কষ্ট পেলাম! আল্লাহ এই ক্ষতি পুষিয়ে দেবার ব্যবস্তা করে দিন আমিন!Praying
323738
৩১ মে ২০১৫ রাত ১১:১৮
অবাক মুসাফীর লিখেছেন : এস বি ব্লগ যখন আছিলো তখন আমার জন্মও হয় নাই। তাই আবেগে কাঁদতে পারতেছি না। বি-শা-ল স্মৃতিচারণ পোস্ট এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি... আমারে থ্‌যাংকু দেন... Tongue
.
.
.
অনুভূতিগুলো তিড়িং বিড়িং করে লাফাতে থাকা কৈ মাছের মত সতেজ থাকুক... Big Hug
০১ জুন ২০১৫ রাত ১২:২২
265156
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম!
আপনার জন্ম হইয়াছিলো কিন্তু আপনার ব্লগার হিসেবে জন্ম হয়নাই ইহা বলিতে পারেন! গনিতবিদের ব্যাকরনে ভুলTongue

এক নিঃশ্বাসে? গিনেজ বুকে আপনার পাঠাচ্ছি দাড়ান! Give Up

শুধু থ্যাংকু না , শুকরিয়া , জাযাকাল্লাহু খাইর!Praying

মাত্র বানানো সিংগাড়া এবং পুরি!



এবং নুডুলস!



আবারোও শুকরিয়া! Praying
০১ জুন ২০১৫ রাত ০১:০৩
265163
আবু জান্নাত লিখেছেন : আরে বাস! এত খাবার! Tongue Tongue Tongue Tongue Tongue Surprised Surprised Surprised Surprised Surprised Surprised
০১ জুন ২০১৫ রাত ০১:১০
265164
অবাক মুসাফীর লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম। ব্‌যাকরণ জিনিসটা আগাগোড়াই বিদঘুটে... আমি ওইটাকে বলি 'ব্‌যা-করণ'... আর নতুন সিলেবাস যা বানিয়েছেন নাহিদ টাকলা সাহেব, বাঁশের পর বাঁশ খাচ্ছি এই সাবজেক্টে... Sad গিনেস বুকে বহু আগেই আমার নাম আছে, আপনাকে শুধু একটু কষ্ট করে খুঁজে নিতে হবে... Tongue মেহমানদারীর জন্‌য ধন্‌যবাদ দিবো না। আজ রাতে এখনো খাওয়া হয় নাই, হবেও না... Happy
০১ জুন ২০১৫ রাত ০১:১৭
265167
অবাক মুসাফীর লিখেছেন : এই জিনিসে নজর দিতে নাই আবু জান্নাত ভাই... Tongue আর খাবার দেখতেছেন কই?? :-o শুধু তো দুইটা প্লেট পড়ে আছে, গলধঃকরণপূর্বক ঢেকুর তোলা কমপ্লিট... Big Grin বাই দ্‌য ওয়ে, টেস্ট আছিলো... (thumbs up imo)
323739
৩১ মে ২০১৫ রাত ১১:১৯
অবাক মুসাফীর লিখেছেন : আপনার পতিজ্বীর বিরুদ্ধে লাগাতার হরতাল + অবরোধ! I hate him... Sad
০১ জুন ২০১৫ রাত ১২:২৪
265158
সাদিয়া মুকিম লিখেছেন : হি হি হি! দয়া করে হরতাল + অবরোধ + hate ফেরত নিন! পরে কিন্তু পতির পত্নী ধর্মঘট করবে দুঃখে! Rolling on the Floor
০১ জুন ২০১৫ রাত ০১:১১
265165
অবাক মুসাফীর লিখেছেন : তাহলে আগে ইন্টারনেট কানেকশনের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন, তারপর ভেবে দেখবো।
323741
৩১ মে ২০১৫ রাত ১১:৪৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু, অনেক অনেক শুভেচ্ছা, আপনার ব্লগিং জীবনের বিস্তারীত জেনে আনন্দিত হলাম, সত্যিই ব্লগারগন জাতির বিবেক, ব্লগ পরিচালনাকারীগণ মহান ব্যক্তিত্ব। ব্লগে এসে অনেককে আপন করে পেয়েছি, লিখার যোগ্যতা বলতে কিছুই ছিল না, এখন টুকটাক আঁকাআাঁকি করতে পারি, সব উনাদের অবদান। শততম পোষ্টে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা Rose Rose Rose Rose Rose
দুলাভাইকে সালাম জানাবেন, ছোটভাইদের কথা ভেবে ইন্টারনেট অফ না করতে অনুরোধ করবেন। পরিবারের প্রতি সালাম ও দোয়া রইল। মাহে রমজানের শুভেচ্ছা রইল।
০১ জুন ২০১৫ রাত ১২:২৬
265159
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ !

আপনাদের সবাইকে অনেক শুকরিয়া! আপনার হচ্ছেন ব্লগের নিয়মিত ব্লগার, লিখক, পাঠক, কমেন্টকারক! আপনাদের অবদান অপরিসীম!

ইনশা আল্লাহ সালাম পৌঁছে দিবো! আপনাকেও রামাদান কারীম!

জাযাকাল্লাহু খাইর! Praying
১০
323744
০১ জুন ২০১৫ রাত ১২:১৫
তবুওআশাবা্দী লিখেছেন : প্রিয় ব্লগার সাদিয়া মুকিম: শততম পোস্টের শুভেচ্ছা রইলো|দোয়া করি আল্লাহ আপনাকে আরো অনেক লিখার তৌফিক দিন|আপনার আরো অনেক অনেক লেখার অপেক্ষায় রইলাম |
০১ জুন ২০১৫ রাত ১২:৩১
265160
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া!

সানন্দে গ্রহন করলাম শুভেচ্ছা! দোআ করবেন লিখাগুলো যেনো কল্যানের পথে হয়!

আপনার কিন্তু আরো পোস্ট লিখার কথা ছিলো! প্লিজ মেধার অপচয় করবেন না! আপনার কাছ থেকেও নতুন লিখা পড়ার অপেক্ষায় রইলাম!

ব্যস্ততা বেশি থাকলে ছোট ছোট পোস্ট লিখার অাবেদন রইলো!

সময় করে পড়ার এবং মন্তব্য করে অনুপ্রেরনা দেয়ার জন্য শুকরিয়া!

জাযাকাল্লাহু খাইর!Praying
১১
323762
০১ জুন ২০১৫ রাত ০২:০০
সন্ধাতারা লিখেছেন : Salam apumoni. What a wonderful experience!! It is really exceptional and inspirational as well. I do wish, expect and make dua to read your more more beautiful and heart touching writing. Jajakallahu khair.
০২ জুন ২০১৫ রাত ০৩:১৩
265611
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপু! আপনা রশত ব্যস্ততার মাঝেও আমার কথা মনে করে অনলাইনে এসেছেন, পড়েছেন এবং কমেন্ট করেছেন সেজন্য আন্তরিক শুকরিয়া জানবেন আপু!বারাকাল্লাহ ফিক!
১২
323765
০১ জুন ২০১৫ রাত ০২:০৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আজকের লেখাটি পোস্ট হবার পর ৬ নাম্বার পাঠক ছিলাম.... কিন্তু মন্তব্য লিখার সুযোগ ছিলোনা কর্মে ব্যস্ত ছিলাম তাই মন্তব্য করতে দেরী!!

৬ নাম্বার পাঠক হিসেবে লেখাটি পড়া শুরু করলাম পড়তে পড়তে শেষ প্রান্তে এসে বড়ই হতাশ হয়ে গেলাম! মনে হলো আপনার অভিঙ্গতার জুলি থেকে আরো কিছু হীরা মুক্তা হারিয়ে গেলো!

পড়া শেষ করে ভাবলাম আপনার স্বামী নেট লাইন বন্ধ করতে পারবেনা এবং করবেনা.....।
আমার ভাবনা গুলো মনে আসার কারন গুলো আপনার স্বামীর কাজ থেকে অনুগ্রহ করে জেনে নিবেন।

শততম পোস্ট মানে খুব বেশি পোস্ট নয় ২ বছরের বেশি সময় ব্লগিংয়ে..... ৩শ+পোস্ট হতে পারতো.... যাই হোক সংসার সামাল দিয়ে ১০০ ও কম কিছু নয়। তবে পাঠক হিসাবে আরো বেশি লেখাতো আশা করতেই পারি....।

আপনার অর্জিত অভিঙ্গতা গুলো যেন আমারও অভিঙ্গতার অব্যক্ত ফসল, সবাই মনের ভাব লিখে প্রকাশ করতে পারেনা কিন্তু মনে লালন করতে পারে। আমিও লালন করি.... ব্লগিংয়ে অভিঙ্গতা ২বছরের বেশি.... তবে এটা আমাদের যৌথ ব্লগিং।

আপনার এই অভিঙ্গতা থেকে নতুন ব্লগারদের অনেক কিছুই শেখার আছে। ব্লগিংয়ের অভিযাত্রা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা। আপনার স্বামীকে সালাম পৌঁছে দিবেন অনুগ্রহ করে।

প্রতিযোগিতার জন্য লেখা উপহার দিবেন আশা রহিলো। ধন্যবাদ।



০২ জুন ২০১৫ রাত ০৩:২১
265613
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ! আপনি পড়েছেন তাতেই আমি খুশি হয়েছি! আপনাদের মন্তব্য আলেই অনেক অনুপ্রেরনা যোগায়! আমাদের ভাবীকে সালাম পৌছে দিবেন! বাবুর জন্য দোআ রইলো!

এই শততম পোস্টের জন্য লিখা আাটকে ছিলো! ইদানিং একটু ব্যস্ত আছি! আগামি দু একদিনে র মধ্যে ফ্রি হয়ে লিখার ইচ্ছে আছে ইনশাআল্লাহ!

দোআ রাখেবন!
১৩
323780
০১ জুন ২০১৫ রাত ০২:৫৫
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম আপু ।

আপু শততম পোস্টের শুভেচ্ছা রইলো| আল্লাহ আপনাকে আরো অনেক লিখার তৌফিক দিন|যাতে আমরা সেগুলো থেকে উপকৃত হতে পারি ।

অনেক অনেক ধন্যবাদ আপু ।
০৪ জুন ২০১৫ রাত ০২:৪৩
266278
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহLove Struck ! তোমার আন্তরিক দোআয় আমীন! পাশে থেকে সবসময় অনুপ্রেরনা দেয়ার জন্য তোমাকে অনেক অনেক অনেক শুকরিয়া ও ভালোবাসা!

শুভকামনা রইলো! Love Struck Praying
১৪
323790
০১ জুন ২০১৫ সকাল ০৬:২৫
ঝিঙেফুল লিখেছেন : আপনার গতিশীল ব্লগজীবনর কথা পড়ে অনেক কিছু জানলাম Happy
০৪ জুন ২০১৫ রাত ০২:৪৪
266279
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম !

আপনাকেও শুকরিয়া অনুপ্রেরনা দেয়ার জন্য ! শুকরিয়া বোন ঝিঙে ফুল! Love Struck Praying
১৫
323795
০১ জুন ২০১৫ সকাল ০৬:৪৯
এলিট লিখেছেন : Congratulations. keep it up. Let us learn and get entertained from you writings. Wish, you will reach thousand. All the best
০৪ জুন ২০১৫ রাত ০২:৫১
266280
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া!
আপনার মন্তব্য পাওয়া যে কতো বড় আনন্দের তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়! শত ব্যস্ততার পরেও বোনটির লিখা পড়া এবং মন্তব্য করে অনুপ্রানিত করার জন্য অনেক অনেক শুকরিয়া আপনাকে! শুভকামনা আন্তরিকভাবে গ্রহন করলাম! আল্লাহ আপনাদের কল্যানের পথে এবং সুস্থতার সাথে রাখুন!

জাযাকাল্লাহু খাইর! আবারো শুকরিয়া Praying Happy
১৬
323797
০১ জুন ২০১৫ সকাল ০৭:৪৬
রাইয়ান লিখেছেন : একান্ত কথামালায় নন্দিত এক জীবনের প্রতিচ্ছবি ......
অসাধারণ ! অভিবাদন গ্রহণ করুন , প্রিয় বোন !

০৪ জুন ২০১৫ রাত ০২:৫৩
266281
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম আপু !
আপনি ও যে আমার একজন এস,বি সাথী! অসংখ্য শুকরিয়া এতো চমৎকার ফুল এবং আন্তরিক অভিবাদের জন্যে! অনেক দিন আপনাকে দেখিনা ,আপনার লিখা পড়ি নাCrying

জাযাকিল্লাহু খাইর!
১৭
323799
০১ জুন ২০১৫ সকাল ০৭:৫৪
কাহাফ লিখেছেন :

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....
শ্রদ্ধেয়া আপুজ্বী! আপনাদের কয়েকজন ব্লগারদের বরাবরই ভীষন ভক্ত আমি! এতো ভাল লাগে আপনাদের লেখা! অন্তর থেকেই মহান রবের কাছে আর্জি চলে যায়- হে মালিক! শ্রদ্ধেয়া-শ্রদ্ধেয় ব্লগারদের তুমি জাযা-ই হাসানাহ দান কর!

স্মৃতিচারণ মুলক আজকের নান্দনিক এই উপস্হাপনাও বিমুগ্ধ করল!
আল্লাহ আপনাদের হায়াতে তাইয়েবা ও সিহ্যায়ে হাসানাহ দান করুন!আমিন!
০৪ জুন ২০১৫ রাত ০২:৫৬
266282
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহ ভাইয়া!

যে কয়েকজন শ্রদ্ধাভাজন ভাই নিয়মিত লিখা পড়েন আপনি তাদের অন্যতম!
অতি উত্তম দোয়ার মাধ্যমে বোনকে স্মরন করার জন্য আন্তরিক শুকরিয়া জানবেন!
আল্লাহ আপনাকেও উত্তম জীবন ও উত্তম পাথেয় দান করুন! সর্বদা কল্যান ও সুস্থতায় রাখুন! আমীন ! ইয়া রব্বুল আলামীন!

জাযাকাল্লাহু খাইর! Praying
১৮
323835
০১ জুন ২০১৫ দুপুর ১২:৫৭
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....
শ্রদ্ধেয়া বড়আপু,
আমি কিন্তু সেই খুবসম্ভব ৯২তম পোষ্ট থেকে আপনার শততম পোষ্ট হিসেব করছিলাম।
-------------------
তিনাকে আল্টিমেটাম দেয়া হবে...হু.....
০৪ জুন ২০১৫ রাত ০৩:০০
266283
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহ ছোট ভাইয়া!
উপরের সব শ্রদ্ধাভাজন আপু ভাইয়াদের আবেগঘন মন্তব্য পড়ে আমি এমনিতেই আবাগাপ্লুত আর তোমার মন্তব্য পড়ে সত্যি আনন্দে চোখে পানি চলে আসছে !

আফরোজা আমাকে বলেছিলো যে "আপু দেখবেন আওন মনে রাখবে আপনার শততম পোস্টের কথা! আমার শততমের কথাও আওন মনে রেখেছিলো" !

অনেক ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে আলাহমদুলিল্লাহ! Praying

আল্টিমেটাম লাগবে নাহ Crying Don't Tell Anyone Talk to the hand Angel
১৯
323842
০১ জুন ২০১৫ দুপুর ০২:১০
সালাম আজাদী লিখেছেন : মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন
০৪ জুন ২০১৫ রাত ০৩:০২
266284
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ !

আপনার উপস্থিতিতে সত্যি বিনয়ে বিগলিত হলাম ভাইয়া! আমাদের জন্য দোআর আবেদন জমা দিলাম!

জাযাকাল্লাহু খাইর ! হারবুল ফিজার শোনা শেষ আলাহমদুলিল্লাহ! Praying
০৪ জুন ২০১৫ দুপুর ০১:২৫
266382
সালাম আজাদী লিখেছেন : হালফুল ফুদুল দেয়া হয়েছে Happy
০৪ জুন ২০১৫ বিকাল ০৫:৪৮
266421
সাদিয়া মুকিম লিখেছেন : এখন শুনছি! আলহামদুলিল্লাহ! জাযাকাল্লাহু খাইর!Praying
২০
323933
০১ জুন ২০১৫ রাত ০৮:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অসুস্থ। তাই শুধু ধন্যবাদ।
০৪ জুন ২০১৫ রাত ০৩:০৫
266285
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ শ্রদ্ধেয় ভাই!

আশাকরি এখন সুস্থ আছেন! আপনার সুস্থতার জন্য দোআ রইলো!

আপনার মন্তব্যগুলো বরাবর শিক্ষনীয় আমাদের জন্য ! প্রায় ভাবনায় আক্রান্ত আপনি যে বিশাল পড়ুয়া ভাইয়া ....

জাযাকাল্লাহু খাইর!
২১
324071
০২ জুন ২০১৫ দুপুর ১২:২০
মু নূরনবী লিখেছেন : ওয়াও!
এক্সিলেন্ট।

আপু চমতকার বিশ্লেষণ তুলে ধরেছ।

সেই সাথে নষ্টালজিক হয়ে গেলাম, পুরনো সেই দিনগুলোর কথা মনে করে।

অনেক বেশী দোয়া এবং শুভ কামনা তোমাদের জন্য।

এক সময় ব্লগেই পড়ে থাকতাম।

এখন হয়ে ওঠেনা, তবুও মাঝে মাঝে আসি। ব্লগিং আর লেখালেখি যে রক্তে মিশে গেছে।

দোয়ার দরখাস্ত রেখে গেলাম।
০৪ জুন ২০১৫ রাত ০৩:০৭
266286
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ !

আশাকরি সময়ানুযায়ী আবার ফিরে আসবেন আমাদের মাঝে! আমরা আপনার ফিরে আসার প্রতীক্ষায়...

আমাদের জন্যেও দোআ করবেন! আল্লাহ আপনাকে উত্তম জীবন ও উত্তম পাথেয় দান করুন! আমিন!

জাযাকাল্লাহ খাইর!Praying
২২
324138
০২ জুন ২০১৫ বিকাল ০৫:৪৫
আফরোজা হাসান লিখেছেন : আপনার লেখা পড়তে পড়তে ছোট্ট কিন্তু বেশ আনন্দঘন একটা ব্লগীয় ট্যুর হয়ে গেলো। Love Struck Love Struck Love Struck
অনেক অনেক শুভেচ্ছা শততম পোষ্টে। Rose Rose
আরো শত পোষ্ট লিখে অন্তরের খোঁড়াক যুগিয়ে যাবার দোয়া ও শুভকামনা রইলো। Praying Praying

০২ জুন ২০১৫ বিকাল ০৫:৫১
265740
গাজী হাসান লিখেছেন : আমার পক্ষ থেকেও অনেক অনেক দোয়া ও শুভকামনা....Happy

০২ জুন ২০১৫ বিকাল ০৫:৫৬
265741
ধ্রুব নীল লিখেছেন : আসসালামুয়ালাইকুম। আপু কেমন আছেন?
০২ জুন ২০১৫ বিকাল ০৫:৫৬
265742
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : ভাইয়াআআআ..দোয়া ও শুভকামনা কাকে দিলে ভাবীকে নাকি ভাবীর বান্ধবীকে??? Tongue Winking Rolling on the Floor
০২ জুন ২০১৫ রাত ১০:৫০
265867
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : এসেই একদম ফুলের বর্ষণ...Tongue Tongue
০৪ জুন ২০১৫ রাত ০৩:১৫
266287
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ Love Struck !
প্রথমেই বলি একযোগে তোমাদের দলে বলে দেখে তো আনন্দাশ্রুতে আমি সিক্তLove Struck ! মনের অবস্থা তা ধিন তা ধিন! মনের ময়ুরী তো আজ পেখম মেলেছে ! পাকা জামের মতো মধুর রসে রংগিন অনুভূতিতে আপ্লুত!

আপুনি, আপনি আসবেন বলেছিলেন, অপেক্ষায় ছিলাম যে মহারানী! দুঃখিত, যে দুদিন কম্পুর সামনেই বসার অবসর মেলেনি! তাই তৎক্ষনাত আনন্দ উপভোগ করতে একটু দেরী হয়ে গেলো!

তোমার শততম পোস্টে আমার পোস্ট সংখ্য ছিলো মনে হয় ৩০/ ৪০ ! মন এভাবতাম হায় কোনদিন কি আসবে আমার পোস্ট সংখ্যাও শততে অতিক্রম করবে! সেই দিনের কথা ভেবে হাসি পাচ্ছে!

শ্রদ্ধেয় গাজী হাসানভাই অনেক অনেক শুকরিয়া ! Praying

চমৎকার ফুলগুলো এবং দোআর জন্য জাযাকিল্লাহ! Praying
২৩
324140
০২ জুন ২০১৫ বিকাল ০৫:৫২
ধ্রুব নীল লিখেছেন : আসসালামুয়ালাইকুম। আপু কেমন আছেন?
০২ জুন ২০১৫ বিকাল ০৫:৫৭
265743
ধ্রুব নীল লিখেছেন : দুঃখিত। আফরোজা আপুর কমেন্টে প্রতিমন্তব্য করতে গিয়ে মন্তব্য আকারে এসেছে।
০২ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
265767
আফরোজা হাসান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ..Happy
আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো নীল?
অনেকদিন পর.....
দোয়া রইলো অনেক তোমার জন্য...Praying
২৪
324141
০২ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০০
নিঝুমদ্বীপের রাজকন্যা লিখেছেন : অনেক ভালো লাগলো লেখাটা আপু। আপনার ব্লগীয় জীবন সম্পর্কে জানা হলো। আমি তো এমন কিছু পড়লেই অতীতের সেই দিনগুলোতে চেলে যাই। কত আনন্দধারাই না প্রবাহিত ছিল.... Love Struck Love Struck Love Struck
শততম পোষ্টে অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু। Rose Rose Rose Rose

০৪ জুন ২০১৫ রাত ০৩:১৮
266288
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ Love Struck

ইশরে ! কতোদিন পর আপনার দেখা মিললো! Love Struck

আসলেই অনেক আনন্দঘন দিনগুলো পার করেছিলাম আমরা! মনে পড়ে যাচ্ছে ......Day Dreaming

জাযাকিল্লাহ! Love Struck
২৫
324155
০২ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
শুকনোপাতা লিখেছেন : শততম পোষ্টে অভিনন্দন.. Happy Happyআমাদের পথ চলা আর অনাবিল ভালোবাসার গল্পটা হোক কোন দীর্ঘ উপন্যাস Happy
০৪ জুন ২০১৫ রাত ০৩:২১
266289
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম !

তোমাদের কয়েকজনের উপস্থিতিতে মনে হচ্ছে দীর্ঘ দিন পরে ঈদে বাড়ি ফিরেছি! আপনজনদের সাথে কাটানো নিবিড় আনন্দে কাটানো অনুভূতি Day Dreaming

আচ্ছা বলতো সবাই কি প্ল্যান করে এসেছো? নাহলে কিভাবে দলে বলে এক হলে? :Thinking

যাইহোক খুশীতে আমাই আগডুম বাগডুমLove Struck !

লিখা দিও আপু!

জাযাকিল্লাহ! Praying
১১ জুন ২০১৫ দুপুর ০৩:৪৩
267253
শুকনোপাতা লিখেছেন : হইইইইছে! কে রাখে কার খবর? আপনাকে খুঁজতে গেলে হ্যারিকেন লাগে কিন্তু এখানে দেখি সর্বদাই 'সাদিয়া মুকিম' নামখানা ঝুলে থাকে! যাইহোক,ঝগড়া পর্ব আপাতত স্থগিত,আমরা তো ভাগ্নি না তাই... phbbbbt
১১ জুন ২০১৫ রাত ১১:৩৪
267322
সাদিয়া মুকিম লিখেছেন : ভীশন লইজ্জা লাগলো! ভগিনী তুমি নিয়মিত আমার খোঁজ নিতে ভুইলো না কিন্তু Tongue Love Struck Happy <:-P
২৬
324235
০২ জুন ২০১৫ রাত ১১:০৫
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ব্লগ শব্দটা শুনলেই মনের পর্দায় এসবি ব্লগের সেই দিনগুলো ভেসে আসে। চোখের পলকেই সবাই আপন করে নিয়েছিল আমাকে(লেখার বদৌলতে) আলহামদুলিল্লাহ। Big Grin Big Grin

তবে আমি সেই উদ্দেশ্যে ব্লগে এসেছিলাম আল্লাহ রাব্বুল আলামীন সেটা পূরণ করেছেন। আমি চেয়েছিলাম আফরোজার লেখা ছড়িয়ে দিতে। আলহামদুলিল্লাহ ছড়িয়ে যাচ্ছে লেখা জোনাক জোনাক গুঞ্জরন তুলে... Bee Bee Bee

শততম পোষ্টে অনেক অনেক অভিনন্দন রইলো আপুনি... Love Struck Love Struck



০৪ জুন ২০১৫ রাত ০৩:২৬
266290
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম !
এই পাজি, লিখার বদৌলতে মানে কি? তোমাকে কি এমনিতে চিনি না বুঝি? খোঁচা না দিলে হজমে ব্যাঘাত ঘটে নাTongue ?

তবে তুমি আমার প্রথম অদেখা ব্লগস্টার ! যার জন্যে আমি মাদ্রিদ উড়াল দিতে চেয়েছিলাম Day Dreaming

হুম, তোমার পাগলামির কারনেই আফ্রুর লিখাগুলো আজ সবার কাছে পৌছে গেছে এটা শতভাগ সত্য! এর উত্তম বিনিময় আল্লাহ তোমাকে দান করুন! Praying


ইয়াম্মি কেকেক শুভেচ্ছার জন্য শুকরিয়া! জাযাকিল্লাহ প্রিয় আপুনিPraying
২৭
324239
০২ জুন ২০১৫ রাত ১১:৪৮
ক্ষনিকের যাত্রী লিখেছেন : শততম পোস্টে শত শত ফুলের শুভেচ্ছা। Rose Good Luck Rose Good Luck Rose আপনার ব্লগের পোস্ট হাজার ছুঁয়ে যাক এ কামনা করি। Happy Angel Love Struck

০৪ জুন ২০১৫ রাত ০৩:২৭
266291
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম !

মন ছুঁয়ে গেলো চমৎকার মন্তব্য এবং ফুলেল শুভেচ্ছায় Love Struck

দোআ করবেন আপু! আপনাকেও নিয়মিত চাই Praying
২৮
324247
০৩ জুন ২০১৫ রাত ১২:৪৮
বৃত্তের বাইরে লিখেছেন : অভিনন্দন শ্রদ্ধেয়া প্রিয় আপু Love Struckআপনার সুদীর্ঘ এই পথচলা আগামীতে আরো আনন্দময় হোক। পোস্টের সংখ্যা শ' থেকে হাজারে ছাড়িয়ে যাক শুভকামনা রইলো Rose Good Luck Rose


০৪ জুন ২০১৫ রাত ০৩:৩১
266293
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম !

আপু আপনি কিন্তু আমার খুব প্রিয় একজন আপু! আপনার সেন্স অফ হিউমার আমি খুবি পছন্দ এবং উপভোগ করি! চিন্তা করি আপুটা কতো সুন্দর এবং মজা করার অসাধারন ক্ষমতা রাখে! আমি যদি হইতাম একটু Worried

চমৎকার ফুলেল শুভেচ্ছা এবং দোআর জন্য শুকরিয়া!

আপু, প্রিয় কনটেস্টে আপনার লিখা পাচ্ছি তো?

জাযাকিল্লাহ আপুনি! Praying
১১ জুন ২০১৫ রাত ১১:৪৪
267323
বৃত্তের বাইরে লিখেছেন : আপু আপনার কথায় দুষ্টামি করার সাহস পেলামTongueধন্যবাদ আপু আপনাকেLove Struck যারা এর আগে প্রতিযোগীতায় অংশ নেয়নি এবারের পর্ব তাদের জন্য। আপনি বিশ্বাস না হলে জিজ্ঞাস করেন। সম্পাদক সাহেব উত্তর না দিলে বুঝবেন আমার কথা ঠিকAngel Worried Rolling Eyes
১২ জুন ২০১৫ রাত ০১:৩৪
267337
সাদিয়া মুকিম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

আমি তো মনে হয় ছিলাম! লিখাতে না থাকলেও কমেন্টে ছিলাম! Rolling on the Floor
২৯
324265
০৩ জুন ২০১৫ রাত ০২:৩১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, অনেক লম্বা সময় নিয়ে মনযোগ সহকারে আপনার শততম পোষ্ট টা পড়লাম। সোনার বাংলা ব্লগের একজন নিয়মিত পাঠক ছিলাম,পড়তাম আর মন্তব্য করতাম, সোনার বাংলা ব্লগ প্রতিদিন একবার করে হলেও না পড়লে ভাল লাগতো না। বিশেষ করে নজরুল ইসলাম টিপু ভাইয়ের লিখাগুলো পড়তাম। ব্লগটা বন্ধ হয়ে যাওয়ার পর খুব খুব কষ্ট পেয়েছিলাম। সোনার বাংলা ব্লগ বন্ধ হয়ে যাবার পর অনেক দিন আর কোন ব্লগের সন্ধান ও করিনি। একদিন নজরুল ইসলাম টিপু ভাইয়ের বাসায় দাওয়াত খেতে গিয়ে ব্লগের প্রসংগ টা চলে আসলো। উনি টুডে ব্লগের সন্ধান দিলেন এবং একাউন্ট খুলে কিছু লিখালিখি করার জন্য অনুপ্রাণিত করলেন। তার কিছুদিন পর থেকেই টুডে ব্লগে লিখালিখি শুরু করলাম। শুরুতেই ঠিক আপনার মতই জামেলায় পড়েছিলাম, কিন্তু আমাকে নজরুল ইসলাম টিপু ভাই ও এনামুল হক মানিক ভাই অনেক সহযোগীতা করেছেন।
স্মৃতিচারণ মূলক পোষ্ট এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
০৪ জুন ২০১৫ রাত ০৩:৩৯
266294
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুমসালাম ওয়ারাহমাতুল্লাহ !

সোনার বাংলা ব্লগাসলেই একটি চমৎকার ব্লগ ছিলো! আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে টুডেকেও সেই ভূমিকায় দেখতে পারবো ইনশা আল্লাহ!

নজরুল ইসলাম টিপু ভাই একজন সেলিব্রেটি ব্লগার! উনার প্রতিটি লিখা পড়েছি এবং অনেক ভালো লেগেছে, জ্ঞানানন্দের খোরাকে পরিপূর্ ছিলো সেগুলো! উনি অনেক দিন অনুপস্থিত! আশা করি ব্যস্ততা কমলে নিয়মিত হবেন! উনাকে সালাম পৌঁছাবেন সম্ভব হলে!

জাযাকাল্লাহ খাইর ভাই! শুভকামনা জানবেন Good Luck
৩০
324447
০৩ জুন ২০১৫ রাত ১০:৪১
লুকোচুরি লিখেছেন : আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আপুউউউউ, অনেক অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ্‌ আপনার অর্জিত জ্ঞানের আলোকে অনেক কিছু লেখার তাওফিক দিন। আর আপনার জ্ঞান আরও বাড়িয়ে আকাশের মত বিশাল করে দিন, আর আপনি জ্ঞানের আকাশ থেকে তা আমাদের জন্য বৃষ্টি রূপে ঝরিয়ে দিন। আমীন।

আল্লাহ্‌ আপনার ইমান, আমল বাড়িয়ে দিন, ক্ষমা করে দিন সব ভুল ত্রুটি, আপনাকে সুস্থতা দিন। কবুল করুন আপনাকে এবং আপনাকে আল্লাহ্‌র সবচাইতে কাছে একটা ঘর বানিয়ে দিন, আর সেই ঘরে বসে আপনি আল্লাহ্‌র সাথে মন খুলে কথা বলুন। আমীন। আমীন। আল্লাহুম্মা আমীন। আর আমাদের জান্নাতের বান্ধবী বানিয়ে দিন। আমীন।


০৩ জুন ২০১৫ রাত ১০:৪৯
266219
ছালসাবিল লিখেছেন : আসসসালামু আলাইকুম আপপপি, Happy অনেক দিন পর Happy এতততদিন কোথায় ছিলেন Smug
০৩ জুন ২০১৫ রাত ১১:০০
266223
লুকোচুরি লিখেছেন : ওয়া'আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আসলে ব্লগে আসাই হয় না আমার। এখন এলাম আমার প্রিয় আপুটার শত তম পোস্ট পড়তে।

আপনি কেমন আছেন? কেমন কাটছে সময়? রামাদান তো সামনে ইন শা আল্লাহ্‌ অনেক প্ল্যান আছে নিশ্চই। Happy আল্লাহ্‌ আপনাকে ভাল রাখুন। রামাদান বারাকাহ পূর্ণ করে দিন। আমীন। দুয়া করবেন। Good Luck Good Luck Good Luck
০৪ জুন ২০১৫ রাত ০৩:৪১
266295
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়া'আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহLove Struck

আলহামদুলিল্লাহ আপু !ভালো আছি তবে ভীশন ব্যস্ততায় কাটছে Crying

তোমাদের সবাইকে দলে বলে দেখে অনেক আনন্দিতো হয়েছি! Happy Love Struck

আপুকে স্মরন রাখার জন্য শুকরিয়া!জাযাকিল্লাহ আপুনি Love Struck Praying

রমাদান কারীম Praying
৩১
324473
০৪ জুন ২০১৫ রাত ০২:০১
ধ্রুব নীল লিখেছেন : সেদিন বেশ বড় একটা কমেন্ট লিখেছিলাম। সাবমিট করার আগে বিদ্যুৎ চলে গিয়েছিল। আর দিতে পারিনি।
শততম পোষ্টের বিষয় নির্বাচন চমৎকার হয়েছে। হাজারতম পোষ্টেরও স্বাক্ষী হয়ে থাকতে চাই। আমরা হারিয়ে গেলেও আপনারা যাবেননা পিলিজ।

শুভেচ্ছা নিন আপু।
০৪ জুন ২০১৫ রাত ০৩:৪৬
266296
সাদিয়া মুকিম লিখেছেন : আসসসালামু আলাইকুম ছোট ভাই!

তোমার আন্তরিকতা মন ছুঁয়ে গেলো! বোনকে স্মরন রাখার জন্য এবং এই চমৎকার মন্তব্যর জন্য! বড়সর মন্তব্যটি হারিয়ে গেলেও সমস্যা নেই , ভাইয়ের কাছ থেকে দোআ প্রাপ্তি ই আসল কাম্যPraying !

শুধু কি আমরা নিয়মিত থাকবোCrying ? তোমরা ও একটু মাঝে মাঝে এসে দেখা দিয়ে যেও Worried !
আর প্রিয় কনটেস্টে কি তোমার লিখা পড়ার আশা করতে পারি? :Thinking

জাযাকাল্লাহ খাইরPraying ! শুভাকামনা রইলো!Good Luck
৩২
339625
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আসসালামু আলাইকুম।
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪৪
281149
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম! অনেক অনেক শুকরিয়া আপনাকে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File