"শততম পোস্ট- কিছু অনুভূতি"
লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ৩১ মে, ২০১৫, ১০:০৯:০৩ রাত
ব্লগ, ব্লগিং এবং ব্লগার শব্দগুলো ইদানিং খুব পরিচিত হলেও এখন থেকে চার বছর আগে এই ব্যাপারে আমার ধারনা পর্যন্ত ছিলো না! ব্লগ জীবনের শুরু কথা বলতে গেলেই স্মৃতির পাতায় সোনার বাংলাদেশ ব্লগের নামটি চলে আসে!
প্রথমদিকে আমি ভিজিটর হয়েই পোস্টগুলো পড়তাম! ব্লগের জ্ঞানগর্ভ পোস্ট গুলো পড়ার পাশাপাশি মন্তব্যগুলোর মাঝেও বেশ আনন্দের খোরাক ছিলো! আইডি খোলার আইডিয়াটি মাথায় এসেছিলো শুধুমাত্র মন্তব্য করে সেই আনন্দে শরীক হওয়ার জন্য!
টুকটাক মন্তব্য করে যাচ্ছিলাম, কিছুদিন পর অবুঝ মন কিছু লিখতে চাওয়ার আকাংখা পোষন করলো! দেশ ছাড়ার পর থেকে নিজের নাম বাংলায় লিখার প্রয়োজন পর্যন্ত হয়নি সুতরাং সাহিত্যচর্চা তো অনেকদূরের ব্যাপার ছিলো!
একি! লিখতে গিয়ে তো ভারী বিপদ! অনেক শব্দের সঠিক বানান কী বোর্ড কঠিন ভাবে চেপেও আবিষ্কার করতে পারছিলাম না! একটা অক্ষর লিখতাম আবার ঢু মারতাম ফোনেটিকে সহজে বাংলা লিখার টিউটোরিয়াল দেখতে! কি যে অসহ্য লাগতো! সবচাইতে ভুগেছি কিছু বিশেষ অক্ষর নিয়ে যেমন- '' আ '' লিখতে পারতাম কিভাবে " অ " লিখতে হয় এটা আবিষ্কার করতে বড্ড ভুগেছিলাম! এছাড়া " ষ", " ঢ়" এবং "ড়" বহুত জ্বালিয়েছিলো! কিছুদিন আগ পর্যন্ত "জ্ঞ" এবং "হৃ" এই দুটো অক্ষরও অনেক ভুগাতো! সাথে যুক্তাক্ষর লিখাটাও বেশ কষ্টসাধ্য ছিলো!
এস,বি তখন খুবি জমজমাট! জ্ঞানী পাখিদের কিচিরমিচিরে গুন্জরন লেগেই থাকতো সেখানে আমার ছোটোখাটো লিখা কারো নজড়ে আসা আসলেই কঠিন ছিলো! যেদিন প্রথম লিখার অনুমতি পেয়েছিলাম সেদিন আনন্দে আত্নহারা হয়ে একটা চটি পোস্ট দিয়েছিলাম এই শিরোনামে " ব্লগে ব্লগার হতে পারায় আমি আনন্দিতো" ! ব্লগের একজন তুখোড় ব্লগার হাসান ভাই -উনার প্রায় সব পোস্ট স্টিকি হতো এবং এস,বির একজন স্বনামধন্য সেলিব্রিটি ছিলেন উনি এসে আমাকে একটা মন্তব্য করেছিলেন! যার গভীরতা আমাকে অদ্যাবধি ভাবিয়ে তোলে! উনি লিখেছিলেন -
"ব্লগার শব্দটি ব্যাপক অর্থ ধারণ করে। যা একটি স্টেজ অতিক্রম করার পর কেউ দাবী করতে পারে। একজন ব্লগার একসাথে চোখ কান খোলা রাখা মানুষ, যিনি কিনা (অধিকাংশ ব্লগার) উচ্চশিক্ষিত, সমাজকে নিয়ে ভাবার সাথে সাথে সমাধানের রাস্তা খুঁজেন, দেশকে নিয়ে ভাবেন অর্থাৎ তার দৃষ্টিরভঙ্গি দেশের সাধারণ মানুষ থেকে একটু এগিয়ে। সাধারণ স্তর থেকে অর্থাৎ আম-মানুষ থেকে একজন সচেতন, দেশপ্রেমিক, চোখ কান খোলা মানুষ তৈরীর নিমিত্তে বর্ণমালার অবারিত ছুটে চলা প্রেরণা যোগায"
প্রায় আমি এই মন্তব্যে নিজেকে খুঁজে ফিরি এবং ঘাটতিগুলো শোধরানোর চেষ্টা করি!
মন্তর্যের জবাবে প্রতিমন্তব্য করা নিয়ে আমি বেশ ঝামেলায় পড়েছিলাম! আমি প্রতিমন্তব্য না করে মন্তব্যের জবাবে আরেকটি মন্তব্য করে দিতাম! একদিন বাকপ্রবাস ভাই আর সিটিজিবিডি ভাই আমার এই ভুল ধরিয়ে দিয়েছিলেন! উনাদের কাছে এজন্য আজো আমি চির কৃতজ্ঞ!
একটা প্যারা লিখতে আমার প্রচুর সময় লেগে যেতো! এজন্য খুব মনোকষ্ট হতো ! অধীর আগ্রহে প্রচুর অধ্যাবসায় শেষে একদিন খুব আশা, স্বপ্ন এবং ভালোবাসা নিয়ে একটা পোস্ট লিখলাম অপেক্ষা শুধু ব্লগে প্রকাশ করার- ক্লিক করবো কি হতে কি হয়ে গেলো কিছু বোঝার আগেই আমার পুরো পোস্ট ভ্যানিশ হয়ে গেলো! কি যে কষ্ট সেদিন পেয়েছিলাম! কেঁদেই ফেলেছিলাম! হতাশা ঘিরে ধরেছিলো ভীশন রকম তবু সেই কালো মেঘকে একটু একটু করে সরিয়ে দ্বিতীয়বারের মতোন পুনরায় লিখেছিলাম সেই পোস্টটি! দুঃখ সেদিন জোড়া বেঁধেছিলো আমার সাথে আর তাই দ্বিতীয়বারেও পোস্ট গায়েব হয়ে গিয়েছিলো! এই ঘটনাটি আমার ব্লগ জীবনের সবচাইতে কষ্টকর ঘটনা যা আজো আমাকে কাঁদায়!
সবেমাত্র চার মাস পূরন হয়েছে এস,বিতে আর আমার পোস্টের সংখ্যা টেনেটুনে দশ - নিজেকে মোটামোটি ধাতস্থ করে তোলার প্রক্রিয়ায় নিয়োজিতো ছিলাম এরি মাঝে একদিন সকালে নূর আয়শা সিদ্দিকা আপু ফোন করে জানালেন এস,বি ব্লগ নাকি হ্যাক হয়েছে, ওপেন হচ্ছে না! ব্লগটি বন্ধ হওয়ার সংবাদে যারপরনাই কষ্ট পেয়েছিলাম! খুব আপনজন- কাছের মানুষকে হারিয়ে ফেলার অনুভূতি যতোটা তীব্র তারচাইতেও বেশি তীব্র হয়েছিলো এস,বিকে হারানোর ব্যথা! অনেক পেরেশানী, অতীত স্মৃতিচারন আর দীর্ঘশ্বাসেও আর ফিরে আসেনি সেই প্রিয় অংগনটি!
ফাতিমা মারিয়াম আপু এবং নূর আয়শা সিদ্দিকা আপু দুজনেই জানালেন আরেকটি ব্লগ বেশ কিছুদিন আগেই নতুন পদচারনা শুরু করেছে! উনাদের দেয়া সন্ধানে টুডেব্লগে এসে আবার আইডি খোলা! এস,বি কে হারিয়ে আমার মতো ভগ্নহৃদয়ে আর অনেকে আসলেন যারা খুঁজছিলেন এরকম একটি অংগন, তারপর ধীরে ধীরে একটা, দুইটা করে পোস্ট দেয়া, মন্তব্য ,প্রতিমন্তব্য, পুরোনো ব্লগের সহযাত্রী, নতুন ব্লগের অতিথি সবাই মিলে আবার একটা মজবুত ভালোবাসাময় প্রাংগন এর ভিত্তি প্রস্তর তৈরি হয়ে গেলো! টুডে ব্লগকে এখন নিজ পরিবারের একজন সদস্যের মতোই আপনজন মনে হয়!
টডে ব্লগে আছি এই ব্লগের প্রায় জন্মলগ্ন থেকে । আমার সাথে ছিলেন, এস, বি থেকে এসেছেন, কেউ বা সম্পূর্ন নতুনভাবেই এই ব্লগের সদস্য হয়েছেন এরকম অসংখ্য সহ ব্লগারদের পেয়েছি! উনাদের লিখা পড়া, মন্তব্য করা একটা সময় পরে না দেখেও আপনজনে পরিনত হয়েছি! খুব অবাক লাগে যখন দেখি ব্লগ থেকেই পরিচয়ের সূত্র ধরে আমরা বিশেষ করে কিছু বোনেরা এতো আপনজনে পরিনত হয়েছি যাদের প্রত্যেকেই আমার নিজ জীবনের অনেক মূল্যবান একটি অংশ জুড়ে আছেন! আজকে আমার সাথের সেই পরিচিত আপনজনদের অনেকেই এখন আর নিয়মিত নন!
আমাদের প্রত্যেকের জীবন ব্যস্ততায় ঘেরা। সংসারের ব্যস্ততা, শারীরিক অসুস্থতা বা মানসিক অস্থিরতা, ছেলে -মেয়েদের পেরেশানী তো আছেই! এর মাঝে সবার পক্ষে একই রকম ভাবে ব্লগে নিয়মিত থাকা আসলেই কিছুটা কষ্টসাধ্য! আমি নিজেই গতবছর আমার মেয়ের হাইস্কুল ফাইনালের কারনে দীর্ঘ সময় ব্লগে আসি নি! এজন্য আমি কারো উপর এই প্রশ্নের দাবী করিনা কেনো ব্লগে আসে না?
মাঝে মাঝে অনেকের অভিযোগ শুনি, ব্লগটা সচল না, ভিন্নধর্মী- মানসম্মত লিখা নেই, মডারেশন ঠিকভাবে দেকভাল করেন না ব্লগটিকে ইত্যাদি ইত্যাদি! নিজেকে দিয়েই উত্তর পেয়েছি- যে আমি সংসার জীবনকে ঘিরে থেকেই ব্লগে নিয়মিত থাকতে পারি না, পোস্ট পড়া, মন্তব্য, মন্তব্যের জবাবগুলোর মাঝে ভারসাম্য করতে হিমশিম খাই তখন যারা এই ব্লগটিকে পরিচালনা করেন তারা কিভাবে সময় বের করেন? আর মূলত এটি তো শুধু মাত্র ব্লগ না বরং সার্বক্ষনিকভাবে সাম্প্রতিক ঘটে যাওয়া দেশ বিদেশের সংবাদ গুলো আপডেট দিচ্ছে পাশাপাশি একটা অপশন রেখেছে ব্লগ লিখার জন্য! এত বৃহত্তর যাদের পরিধি তাদের ভুলগুলো দেখতেই আমরা মনেহয় বেশি ব্যস্ত থাকি!
খুব খুব শ্রদ্ধা আসে তখন উনাদের জন্য এই ভেবে কতোই না অক্লান্ত পরিশ্রম করে পর্দার আড়ালে থেকে উনারা আমাদের এতো সুন্দর একটি স্থান দিলেন কখনো কি উনাদের কথা মনে পর্যন্ত করি আমরা?
অন্যান্য আরো বহু ব্লগ আছে কিন্তু অনেকের কাছেই শুনেছি সেই ব্লগগুলোতে নাকি উন্মুক্ত ভাবেই গালিগালাজ করা হয়! সেই তুলনায় এই ব্লগে আমরা যেভাবে একই মানসিকতার মানুষগুলো সুন্দর ব্যবহার , পরষ্পর সৌহার্দ্যবোধ বজায় রেখে এগিয়ে চলছি এটাই তো অনেক বড় পাওয়া মনে হয়! কিন্তু তারপরেও মুসলিমদের জন্য একাধিক মিডিয়া থাকা উচিত মনে করি! একাধিক রুচিশীল ব্লগ থাকলে আমাদের জন্যই তা কল্যানকর হবে! লিখার পরিমান বাড়বে এবং ছড়িয়েও যাবে!
ব্যস্ততম জীবনে প্রিয়জনদের সাথে কাটানো সময় গুলো সুখে বা দুঃখে প্রতিটি খন্ড আমাদের জীবনকে সমৃদ্ধ করে প্রতিনিয়ত! এরি মাঝে আমরা টের পাই আমাদের মনের গহীন থেকে কেউ একজন আমাদের সাথে কথোপকথন করে, যে চায় আমাদের ভালোলাগার আনন্দঘন মুহূর্তগুলো, কষ্টে থাকার বেদনাদায়ক অধ্যায়গুলো ছড়িয়ে দিতে! এমন কিছু মুহূর্ত, কিছু অভিব্যক্তি, কিছু আবেদন এবং একান্ত কিছু সময় আছে যা নিজ পরিবার নয় বরং অন্যকোথাও খুলে বলতে ইচ্ছে করে অথচ যাদের সাথে হয়তো আমার কখনো দেখা হয়নি বা পূর্বপরিচিতি পর্যন্ত নেই! এরকম দেখা না হওয়া, না জানা কিছু সুন্দর মনের মানুষগুলোর সাথে দিনের একটি অংশের কিছু সময় কাটানো এ যেনো অন্য রকম ভালোলাগার আবেশে মন ভরিয়ে দেয়! যখনি আমি খুব ক্লান্ত- একটু বিশ্রাম হয়, মজার কিছু পড়ে আবারো হাস্যরসানন্দে টনিকের মতো নতুন কর্মউদ্দীপনায় সতেজ হয়ে উঠা যায়!
শৈশব- কৈশোরের দিনগুলো থেকে মক্তব বা স্কুল শেষের দশ মিনিটের আড্ডাটা খুব্বি প্রিয় ছিলো! এখন তো আর সেই আড্ডা বা সেই প্রিয়জনদের খুঁজে পাওয়ার উপায় নেই আর তাই মনে হয় সেই হারানো আড্ডার কিছুটা আনন্দ এই ব্লগ মাঝেই পেয়ে যাই!
কিছু সহ ব্লগার আপু- ভাইয়াদের পেয়েছি যে উনারা এতো অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন যা কখনো ভোলার নয়! কিছু আপু - ভাইয়ারা আছেন যাদের দেখেছি খুব সুন্দরভাবে সবার লিখা পড়েন এবং গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করেন! উনাদের অকৃত্রিম ভাবে সবার লিখা পড়া ও মন্তব্য করার দিকটা আসলেই একটা বিরাট গুন মনে করি!
বলছিলাম আমাদের সবারই কম বা বেশী ব্যস্ততায় সময় কাটাতে হয় । আমি নিজেকে দিয়েই দেখেছি একটানা একই ধাঁচে নিয়মিত ব্লগে উপস্থিত থাকা সম্ভব হয় না! কিছু দিন নিয়মিত থাকার পর কিছুদিন যদি অনিয়মিত হয়েছি পরে যখনি ব্লগে এসেছি যে বিপত্তি ঘটে তা হলো -পোস্ট পড়ার আমন্ত্রন যেমন বেড়ে যায় তেমনি মন্তব্যকরার সংখ্যাটাও! সবার পোস্ট পড়তে এবং কমেন্ট করতে ইচ্ছা হয় কিন্তু অনেক সময়ই হয়তো করা হয়ে উঠে না তখন খুব মন খারাপ লাগে! বিশেষ করে যেসব আপু -ভাইয়ারারা নিয়মিত আমার নিজের পোস্ট পড়েন এবং মন্তব্য করে অনুপ্রেরনা দেন উনাদের পোস্ট না পড়াটা কেমন জানি অপরাধবোধ হিসেবে কাজ করে!
প্রায় এমন হয়েছে হয়তো আমি কোন পোস্ট লিখেছি, তখন সরাসরি চোখ চলে যায় অনলাইনে প্রিয় কে কে লগইন আছেন ! মনটা তখন বুঝি একটা শিশু বাচ্চাকেও হারায় মানিয়ে আশা পোষন করতে থাকে নিশ্চয় এই আপুটা ঐ ভাইয়াটা এখন আমার লিখাটা পড়বেন!
কিন্তু মাঝে মাঝে এটাও হয় যে আমি নিজেই লগইন হয়ে বিশেষ কোন কাজে কিচেনে আটকা পড়ে গেছি, অনেকটা সময় পড়ে এসে ব্লগে বসেছি , এসে কোন পোস্ট দেখেছি , পড়েছি এবং মন্তব্য করেছি! এভাবেই চিন্তাটা মাথায় কাজ শুরু করলো হ্য়তো আমার মতোই কোন আপু লগইন হয়ে অন্য কাজে আটকে আছেন তাই লগইন থেকেও পড়তে পারেন নি!
একটা মজার কথা শেয়ার না করে পারছি না! আমি তখনো নতুন লিখছি! একটা পোস্ট লিখেছিলাম যার মূল বিষয়টি ছিলো পরিবারের সবাই মিলে একসাথে কেনাকাটায় যাওয়া! তো আমি পোস্ট লিখেছি, মন্তব্য আসলো মোটামোটি! সময়টাখুব সম্ভবত কোন এক ঈদের সময় ছিলো! ব্লগের আরো একজন সেলিব্রিটি ব্লগার আবূ সামিহা ভাই উনি মন্তব্যতে শুধু লিখেছিলেন - স্বপরিবার সমস্যা! আমি তো বুঝতে পারি নি , উনার সম্পর্কে কিছু জানতামও না! ভাবলাম আহারে! ভাইয়ের পরিবারে বুঝি কোন সমস্যা চলছে! আমি প্রতি মন্তব্য করলাম- ভাইয়া আপনি কি স্বপরিবারে থাকেন না? উনি আবারো - স্বপরিবার সমস্যা লিখলেন! এবার তো আমার মন আরো খারাপ হলো! এতো ভালো ইসলাম জানা শোনা একজন মানুষ ! উনার কি না পারিবারিক সমস্যা? আমি লিখলাম - আপনার পরিবার কি দেশে থাকে? এবার উনি গোমড় ফাঁস করলেন এবং লিখলেন- বিশুদ্ধ বানান হবে সপরিবার ! এটা কিন্তু আমি জানতাম ই না! এতো হেসেছিলাম আমি সেদিন! ভুলটি সঠিক হয়েছিলো বেশ নির্মল বিনোদনও উপভোগ করেছিলাম!
সবার পোস্ট পড়ার চেস্টা করি, সাধ্যঅনুযায়ী মন্তব্যও করতে ত্রুটি করি না! কিন্তু অনেক সময় ভালো ভাবে খেয়াল না করার কারনে অনেক পোস্ট পড়া হয় না! তাই অন্তত পড়ার দাওয়াত পেলে এই সুযোগটা মিস হয় না! আমার মনে হয় আমাদের সবার সাধ্যানুযায়ী কম বেশী লিখালিখি করা উচিত! অন্যের পোস্টে গঠনমূলক মন্তব্য করার কৃপনতা থেকে দূরে থাকাটা একান্ত কাম্য!কেননা একটা গঠনমূলক মন্তব্য লেখকের লিখার মনকে আরো সমৃদ্ধ করে এবং নতুন লিখা লিখতে অনুপ্রানিত করে! এক্ষেত্রে- মন্তব্য না করা> কপি পেস্ট মন্তব্য > একটু উৎসাহিত করে মন্তব্য> গঠনমূলক মন্তব্য!
এখন আমি দু চার লাইন লিখা যা লিখতে পারছি তার সবটুকু অবদান ব্লগের এবং যারা মন্তব্য করে উৎসাহিত করেছন তাদের! এজন্য আল্লাহ নিকট আপনাদের জন্য উত্তম প্রতিদানের দোআ করি! আজকের লিখাটি শুধুই স্মৃতি চারন এবং ব্লগকে কেন্দ্র করে আমার অনুভূতি প্রকাশ! তাই ব্লগের শুরুতে যেমন এস, বি ব্লগের নাম দিয়ে শুরু করেছি তাই আজ আবার বিনীতভরে স্মরন করতে চাই এস, বি ব্লগের সম্পাদক শ্রদ্ধেয় মোহায়মেন ভাইকে! যাকে সরকার কারাগারে পাঠিয়েছেন শুধু এই অপরাধে যে উনি একটি ইসলামীমনা ব্লগ পারিচালনা করতেন! উনি এবং উনার পরিবার পরিজন এজন্য যে কষ্ট- ত্যাগ স্বীকার করেছেন , করে যাচ্ছেন তা কখনো কোন কিছুর বিনিময়ে শোধ হওয়ার নয়!
সেই সাথে স্মরন করি আমাদের প্রিয় বিডি টুডে অনলাইন নিউজ পোর্টাল এবং ব্লগ এর সম্পাদকেও যিনি এবং যারা অক্লান্ত পরিশ্রম করে বর্তমান এই হলুদ মিডিয়ার বিপরীতে সবাইকে সত্যনিষ্ঠ সংবাদ পড়ার এবং জানার সুযোগ করে দিচ্ছেন! আমাদের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো দেশী - প্রবাসী ভাই বোনদেরকে একত্রিত হয়ে কিছু কথা বলা ও লিখার সুযোগ করে দিচ্ছেন! এই ব্লগ পরিচালনায় উনাদের, উনাদের পরিবার পরিজনদের সকল দুঃখ কষ্টের উত্তম প্রতিদান
আল্লাহ উনাদের দান করুন! আমাদের ব্লগারদের দ্বারা যে লিখাগুলো আজ পঠিত হচ্ছে তার সওয়াব আল্লাহ উনাদের আমল নামায়ও যোগ করুন!
লিখাটি বহু চেষ্টা করেও ছোট করতে পারি নি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইলো!
( সংবিধিবদ্ধ সতর্কীকরন- পতিজ্বি বলিয়াছেন শততম পোস্ট লিখার পরদিন ইন্টারনেটের কানেকশন বন্ধ করিয়া দিবেন! পত্নী ব্লগে বসে খোশমেজাজে থাকেন এটাই তাঁর
অপরাধ! দায়ভার বিডির আর ব্লগারদের )
ব্লগের কল্যানে যা পেয়েছি-Click this link
বিষয়: বিবিধ
২৫৩৬ বার পঠিত, ৮৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি আমার ব্লগ জীবন সম্পর্কে একটি পোস্ট লিখেছিলাম। Click this link
আলহামদুলিল্লাহ! আমিও কিছু বোনকে ব্লগের মাধ্যমে পেয়েছি। আজ নুসরাত ও তার বর এসেছিল। বেশিক্ষণ থাকেনি।
পুরনো সেই দিনগুলির কথা মনে পড়লে আসলেই কেমন জানি লাগে। চমৎকার স্মৃতিচারণমূলক লেখার জন্য শুকরিয়া।
নুসরাত কেও আমরা ব্লগের মাধ্যমে পেয়েছি তাই না আপু? ওদেরজন্য দোআ রইলো!
আমিও মাঝে মাঝে সেই দিন গুলোর ঘ্রান খুঁজে পাই ! লম্বা লিখাটি কষ্ট করে পড়ার জন্য আপুকে শুকরিয়া! জযাকিল্লাহ খাইর আপুনি!
শততম পোস্টের জন্য একশ গোলাপের শুভেচ্ছা গ্রহণ কর।
আপু মাঝে মাঝে যদি আমি সংগত কারনে রাগ করি তখন কি বলে জানেন? জোরে জোরে বলে, রাগ তো হবেই আবেগ অনুভূতি তো সব ব্লগের জন্য! ব্লগে ঢুকলে চেহারায় হাসি ফোটে, সবাইকে কি সুন্দর সালাম, শুকরিয়া আর আমার জন্য জমা রাখো রাগ? কালকেই নেট বাদ! হুমকি কন্টিনিউ
আপু বলেন তো রাগ করে থাকা যায়?
আর যদি কোন দিন ভাত নরম হয়েছে, তরকারী নিচে লেগে গেছে সেরেছে ! দন্ত বিকশিত করে পাটি বের করে হাসিয়া বলিবে জানিতো ব্লগ ! ব্লগ ! ব্লগ! আমার সংসার গেলো!
কি যে মজা পায় আমাকে রাগিয়ে !
আপু গ্রহন করলাম একশ গোলাপের শুভেচ্ছা!
জ্বি আপু , আপনাকেও দেখেছি এস,বিতে মনে পড়ছে ! আপনার জন্যও অনুরুপ দোআ!বারাকাল্লাহু ফিক! শুভাকমনা রইলো!
ব্লগিং শুভোহোক
আমি ও গ্রহন করলাম আন্তরিক মোবারকবাদ! জাযাকাল্লাহু খাইর! অনুপ্রেরনা দেয়ার জন্য আন্তরিক শুকরিয়া!
আপপপি জাজাকিল্লাহ।
শততম পোস্টের জন্য একশ গোলাপের শুভেচ্ছা গ্রহণ কর। সহমত আপুর সাথে।
দোআ করবেন আপু আমাদের জন্য!
আলাহামদুলিল্লাহ ভালো আছি! আল্লাহ আতোমাকে ভালো ও সুস্থ রাখুন!
অন্যান্য ব্লগের তুলনায় আসলেই এই ব্লগটি অনেক মার্জিত এবং রুচিশীল! আর ব্লগের সৌন্দর্য কিন্তু ব্লগাররা! যারা নিজ নিজ পরিসরে লিখেন এবং সবাইকে মন্তব্য করে অনুপ্রানিত করেন! বিশেষ করে তোমার লিখার কথাই যদি ধরি, ঠিক তুমি যে ভাবে , যে আংগিকে, যে তথ্যদিয়ে লিখা পোস্ট করো তা কিন্তু অন্যকেউ করছে না বা তোমার মতো পারছে না! সুতরাং ব্লগের অস্তিত্বের পিছনে এরকম করে প্রতিটি ব্লগারের লিখার অবদান আছে মনে করি! তাই বলছি ভাই, থেমে যেও না!
আসলেই আমরা সবাই আপন! দ্বীনী বন্ধনের কারনেই এরকম অনুভূত হয় তাই না?
আল্লা আমাদের সবাইকে ইসলামের কাজে অটল রাখুন! সীসা ঢালা প্রাচীর হয়ে যেনো আমার সবাই একসাথে থাকতে পারি! আমিন!
জাযাকাল্লাহু খাইর ভাই! তোমার মন্তব্যে সত্যি অনুপ্রানিত এবং আনন্দিতো হয়েছি!
ভার্সিটির সেমিষ্টার পর্যন্ত নষ্ট হয়েছে জেনে কষ্ট পেলাম! আল্লাহ এই ক্ষতি পুষিয়ে দেবার ব্যবস্তা করে দিন আমিন!
.
.
.
অনুভূতিগুলো তিড়িং বিড়িং করে লাফাতে থাকা কৈ মাছের মত সতেজ থাকুক...
আপনার জন্ম হইয়াছিলো কিন্তু আপনার ব্লগার হিসেবে জন্ম হয়নাই ইহা বলিতে পারেন! গনিতবিদের ব্যাকরনে ভুল
এক নিঃশ্বাসে? গিনেজ বুকে আপনার পাঠাচ্ছি দাড়ান!
শুধু থ্যাংকু না , শুকরিয়া , জাযাকাল্লাহু খাইর!
মাত্র বানানো সিংগাড়া এবং পুরি!
এবং নুডুলস!
আবারোও শুকরিয়া!
দুলাভাইকে সালাম জানাবেন, ছোটভাইদের কথা ভেবে ইন্টারনেট অফ না করতে অনুরোধ করবেন। পরিবারের প্রতি সালাম ও দোয়া রইল। মাহে রমজানের শুভেচ্ছা রইল।
আপনাদের সবাইকে অনেক শুকরিয়া! আপনার হচ্ছেন ব্লগের নিয়মিত ব্লগার, লিখক, পাঠক, কমেন্টকারক! আপনাদের অবদান অপরিসীম!
ইনশা আল্লাহ সালাম পৌঁছে দিবো! আপনাকেও রামাদান কারীম!
জাযাকাল্লাহু খাইর!
সানন্দে গ্রহন করলাম শুভেচ্ছা! দোআ করবেন লিখাগুলো যেনো কল্যানের পথে হয়!
আপনার কিন্তু আরো পোস্ট লিখার কথা ছিলো! প্লিজ মেধার অপচয় করবেন না! আপনার কাছ থেকেও নতুন লিখা পড়ার অপেক্ষায় রইলাম!
ব্যস্ততা বেশি থাকলে ছোট ছোট পোস্ট লিখার অাবেদন রইলো!
সময় করে পড়ার এবং মন্তব্য করে অনুপ্রেরনা দেয়ার জন্য শুকরিয়া!
জাযাকাল্লাহু খাইর!
৬ নাম্বার পাঠক হিসেবে লেখাটি পড়া শুরু করলাম পড়তে পড়তে শেষ প্রান্তে এসে বড়ই হতাশ হয়ে গেলাম! মনে হলো আপনার অভিঙ্গতার জুলি থেকে আরো কিছু হীরা মুক্তা হারিয়ে গেলো!
পড়া শেষ করে ভাবলাম আপনার স্বামী নেট লাইন বন্ধ করতে পারবেনা এবং করবেনা.....।
আমার ভাবনা গুলো মনে আসার কারন গুলো আপনার স্বামীর কাজ থেকে অনুগ্রহ করে জেনে নিবেন।
শততম পোস্ট মানে খুব বেশি পোস্ট নয় ২ বছরের বেশি সময় ব্লগিংয়ে..... ৩শ+পোস্ট হতে পারতো.... যাই হোক সংসার সামাল দিয়ে ১০০ ও কম কিছু নয়। তবে পাঠক হিসাবে আরো বেশি লেখাতো আশা করতেই পারি....।
আপনার অর্জিত অভিঙ্গতা গুলো যেন আমারও অভিঙ্গতার অব্যক্ত ফসল, সবাই মনের ভাব লিখে প্রকাশ করতে পারেনা কিন্তু মনে লালন করতে পারে। আমিও লালন করি.... ব্লগিংয়ে অভিঙ্গতা ২বছরের বেশি.... তবে এটা আমাদের যৌথ ব্লগিং।
আপনার এই অভিঙ্গতা থেকে নতুন ব্লগারদের অনেক কিছুই শেখার আছে। ব্লগিংয়ের অভিযাত্রা অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা। আপনার স্বামীকে সালাম পৌঁছে দিবেন অনুগ্রহ করে।
প্রতিযোগিতার জন্য লেখা উপহার দিবেন আশা রহিলো। ধন্যবাদ।
এই শততম পোস্টের জন্য লিখা আাটকে ছিলো! ইদানিং একটু ব্যস্ত আছি! আগামি দু একদিনে র মধ্যে ফ্রি হয়ে লিখার ইচ্ছে আছে ইনশাআল্লাহ!
দোআ রাখেবন!
আপু শততম পোস্টের শুভেচ্ছা রইলো| আল্লাহ আপনাকে আরো অনেক লিখার তৌফিক দিন|যাতে আমরা সেগুলো থেকে উপকৃত হতে পারি ।
অনেক অনেক ধন্যবাদ আপু ।
শুভকামনা রইলো!
আপনাকেও শুকরিয়া অনুপ্রেরনা দেয়ার জন্য ! শুকরিয়া বোন ঝিঙে ফুল!
আপনার মন্তব্য পাওয়া যে কতো বড় আনন্দের তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়! শত ব্যস্ততার পরেও বোনটির লিখা পড়া এবং মন্তব্য করে অনুপ্রানিত করার জন্য অনেক অনেক শুকরিয়া আপনাকে! শুভকামনা আন্তরিকভাবে গ্রহন করলাম! আল্লাহ আপনাদের কল্যানের পথে এবং সুস্থতার সাথে রাখুন!
জাযাকাল্লাহু খাইর! আবারো শুকরিয়া
অসাধারণ ! অভিবাদন গ্রহণ করুন , প্রিয় বোন !
আপনি ও যে আমার একজন এস,বি সাথী! অসংখ্য শুকরিয়া এতো চমৎকার ফুল এবং আন্তরিক অভিবাদের জন্যে! অনেক দিন আপনাকে দেখিনা ,আপনার লিখা পড়ি না
জাযাকিল্লাহু খাইর!
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....
শ্রদ্ধেয়া আপুজ্বী! আপনাদের কয়েকজন ব্লগারদের বরাবরই ভীষন ভক্ত আমি! এতো ভাল লাগে আপনাদের লেখা! অন্তর থেকেই মহান রবের কাছে আর্জি চলে যায়- হে মালিক! শ্রদ্ধেয়া-শ্রদ্ধেয় ব্লগারদের তুমি জাযা-ই হাসানাহ দান কর!
স্মৃতিচারণ মুলক আজকের নান্দনিক এই উপস্হাপনাও বিমুগ্ধ করল!
আল্লাহ আপনাদের হায়াতে তাইয়েবা ও সিহ্যায়ে হাসানাহ দান করুন!আমিন!
যে কয়েকজন শ্রদ্ধাভাজন ভাই নিয়মিত লিখা পড়েন আপনি তাদের অন্যতম!
অতি উত্তম দোয়ার মাধ্যমে বোনকে স্মরন করার জন্য আন্তরিক শুকরিয়া জানবেন!
আল্লাহ আপনাকেও উত্তম জীবন ও উত্তম পাথেয় দান করুন! সর্বদা কল্যান ও সুস্থতায় রাখুন! আমীন ! ইয়া রব্বুল আলামীন!
জাযাকাল্লাহু খাইর!
শ্রদ্ধেয়া বড়আপু,
আমি কিন্তু সেই খুবসম্ভব ৯২তম পোষ্ট থেকে আপনার শততম পোষ্ট হিসেব করছিলাম।
-------------------
তিনাকে আল্টিমেটাম দেয়া হবে...হু.....
উপরের সব শ্রদ্ধাভাজন আপু ভাইয়াদের আবেগঘন মন্তব্য পড়ে আমি এমনিতেই আবাগাপ্লুত আর তোমার মন্তব্য পড়ে সত্যি আনন্দে চোখে পানি চলে আসছে !
আফরোজা আমাকে বলেছিলো যে "আপু দেখবেন আওন মনে রাখবে আপনার শততম পোস্টের কথা! আমার শততমের কথাও আওন মনে রেখেছিলো" !
অনেক ভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে আলাহমদুলিল্লাহ!
আল্টিমেটাম লাগবে নাহ
আপনার উপস্থিতিতে সত্যি বিনয়ে বিগলিত হলাম ভাইয়া! আমাদের জন্য দোআর আবেদন জমা দিলাম!
জাযাকাল্লাহু খাইর ! হারবুল ফিজার শোনা শেষ আলাহমদুলিল্লাহ!
আশাকরি এখন সুস্থ আছেন! আপনার সুস্থতার জন্য দোআ রইলো!
আপনার মন্তব্যগুলো বরাবর শিক্ষনীয় আমাদের জন্য ! প্রায় ভাবনায় আক্রান্ত আপনি যে বিশাল পড়ুয়া ভাইয়া ....
জাযাকাল্লাহু খাইর!
এক্সিলেন্ট।
আপু চমতকার বিশ্লেষণ তুলে ধরেছ।
সেই সাথে নষ্টালজিক হয়ে গেলাম, পুরনো সেই দিনগুলোর কথা মনে করে।
অনেক বেশী দোয়া এবং শুভ কামনা তোমাদের জন্য।
এক সময় ব্লগেই পড়ে থাকতাম।
এখন হয়ে ওঠেনা, তবুও মাঝে মাঝে আসি। ব্লগিং আর লেখালেখি যে রক্তে মিশে গেছে।
দোয়ার দরখাস্ত রেখে গেলাম।
আশাকরি সময়ানুযায়ী আবার ফিরে আসবেন আমাদের মাঝে! আমরা আপনার ফিরে আসার প্রতীক্ষায়...
আমাদের জন্যেও দোআ করবেন! আল্লাহ আপনাকে উত্তম জীবন ও উত্তম পাথেয় দান করুন! আমিন!
জাযাকাল্লাহ খাইর!
অনেক অনেক শুভেচ্ছা শততম পোষ্টে।
আরো শত পোষ্ট লিখে অন্তরের খোঁড়াক যুগিয়ে যাবার দোয়া ও শুভকামনা রইলো।
প্রথমেই বলি একযোগে তোমাদের দলে বলে দেখে তো আনন্দাশ্রুতে আমি সিক্ত ! মনের অবস্থা তা ধিন তা ধিন! মনের ময়ুরী তো আজ পেখম মেলেছে ! পাকা জামের মতো মধুর রসে রংগিন অনুভূতিতে আপ্লুত!
আপুনি, আপনি আসবেন বলেছিলেন, অপেক্ষায় ছিলাম যে মহারানী! দুঃখিত, যে দুদিন কম্পুর সামনেই বসার অবসর মেলেনি! তাই তৎক্ষনাত আনন্দ উপভোগ করতে একটু দেরী হয়ে গেলো!
তোমার শততম পোস্টে আমার পোস্ট সংখ্য ছিলো মনে হয় ৩০/ ৪০ ! মন এভাবতাম হায় কোনদিন কি আসবে আমার পোস্ট সংখ্যাও শততে অতিক্রম করবে! সেই দিনের কথা ভেবে হাসি পাচ্ছে!
শ্রদ্ধেয় গাজী হাসানভাই অনেক অনেক শুকরিয়া !
চমৎকার ফুলগুলো এবং দোআর জন্য জাযাকিল্লাহ!
আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো নীল?
অনেকদিন পর.....
দোয়া রইলো অনেক তোমার জন্য...
শততম পোষ্টে অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু।
ইশরে ! কতোদিন পর আপনার দেখা মিললো!
আসলেই অনেক আনন্দঘন দিনগুলো পার করেছিলাম আমরা! মনে পড়ে যাচ্ছে ......
জাযাকিল্লাহ!
তোমাদের কয়েকজনের উপস্থিতিতে মনে হচ্ছে দীর্ঘ দিন পরে ঈদে বাড়ি ফিরেছি! আপনজনদের সাথে কাটানো নিবিড় আনন্দে কাটানো অনুভূতি
আচ্ছা বলতো সবাই কি প্ল্যান করে এসেছো? নাহলে কিভাবে দলে বলে এক হলে? :
যাইহোক খুশীতে আমাই আগডুম বাগডুম !
লিখা দিও আপু!
জাযাকিল্লাহ!
তবে আমি সেই উদ্দেশ্যে ব্লগে এসেছিলাম আল্লাহ রাব্বুল আলামীন সেটা পূরণ করেছেন। আমি চেয়েছিলাম আফরোজার লেখা ছড়িয়ে দিতে। আলহামদুলিল্লাহ ছড়িয়ে যাচ্ছে লেখা জোনাক জোনাক গুঞ্জরন তুলে...
শততম পোষ্টে অনেক অনেক অভিনন্দন রইলো আপুনি...
এই পাজি, লিখার বদৌলতে মানে কি? তোমাকে কি এমনিতে চিনি না বুঝি? খোঁচা না দিলে হজমে ব্যাঘাত ঘটে না ?
তবে তুমি আমার প্রথম অদেখা ব্লগস্টার ! যার জন্যে আমি মাদ্রিদ উড়াল দিতে চেয়েছিলাম
হুম, তোমার পাগলামির কারনেই আফ্রুর লিখাগুলো আজ সবার কাছে পৌছে গেছে এটা শতভাগ সত্য! এর উত্তম বিনিময় আল্লাহ তোমাকে দান করুন!
ইয়াম্মি কেকেক শুভেচ্ছার জন্য শুকরিয়া! জাযাকিল্লাহ প্রিয় আপুনি
মন ছুঁয়ে গেলো চমৎকার মন্তব্য এবং ফুলেল শুভেচ্ছায়
দোআ করবেন আপু! আপনাকেও নিয়মিত চাই
আপু আপনি কিন্তু আমার খুব প্রিয় একজন আপু! আপনার সেন্স অফ হিউমার আমি খুবি পছন্দ এবং উপভোগ করি! চিন্তা করি আপুটা কতো সুন্দর এবং মজা করার অসাধারন ক্ষমতা রাখে! আমি যদি হইতাম একটু
চমৎকার ফুলেল শুভেচ্ছা এবং দোআর জন্য শুকরিয়া!
আপু, প্রিয় কনটেস্টে আপনার লিখা পাচ্ছি তো?
জাযাকিল্লাহ আপুনি!
আমি তো মনে হয় ছিলাম! লিখাতে না থাকলেও কমেন্টে ছিলাম!
স্মৃতিচারণ মূলক পোষ্ট এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সোনার বাংলা ব্লগাসলেই একটি চমৎকার ব্লগ ছিলো! আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে টুডেকেও সেই ভূমিকায় দেখতে পারবো ইনশা আল্লাহ!
নজরুল ইসলাম টিপু ভাই একজন সেলিব্রেটি ব্লগার! উনার প্রতিটি লিখা পড়েছি এবং অনেক ভালো লেগেছে, জ্ঞানানন্দের খোরাকে পরিপূর্ ছিলো সেগুলো! উনি অনেক দিন অনুপস্থিত! আশা করি ব্যস্ততা কমলে নিয়মিত হবেন! উনাকে সালাম পৌঁছাবেন সম্ভব হলে!
জাযাকাল্লাহ খাইর ভাই! শুভকামনা জানবেন
আপুউউউউ, অনেক অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ্ আপনার অর্জিত জ্ঞানের আলোকে অনেক কিছু লেখার তাওফিক দিন। আর আপনার জ্ঞান আরও বাড়িয়ে আকাশের মত বিশাল করে দিন, আর আপনি জ্ঞানের আকাশ থেকে তা আমাদের জন্য বৃষ্টি রূপে ঝরিয়ে দিন। আমীন।
আল্লাহ্ আপনার ইমান, আমল বাড়িয়ে দিন, ক্ষমা করে দিন সব ভুল ত্রুটি, আপনাকে সুস্থতা দিন। কবুল করুন আপনাকে এবং আপনাকে আল্লাহ্র সবচাইতে কাছে একটা ঘর বানিয়ে দিন, আর সেই ঘরে বসে আপনি আল্লাহ্র সাথে মন খুলে কথা বলুন। আমীন। আমীন। আল্লাহুম্মা আমীন। আর আমাদের জান্নাতের বান্ধবী বানিয়ে দিন। আমীন।
আসলে ব্লগে আসাই হয় না আমার। এখন এলাম আমার প্রিয় আপুটার শত তম পোস্ট পড়তে।
আপনি কেমন আছেন? কেমন কাটছে সময়? রামাদান তো সামনে ইন শা আল্লাহ্ অনেক প্ল্যান আছে নিশ্চই। আল্লাহ্ আপনাকে ভাল রাখুন। রামাদান বারাকাহ পূর্ণ করে দিন। আমীন। দুয়া করবেন।
আলহামদুলিল্লাহ আপু !ভালো আছি তবে ভীশন ব্যস্ততায় কাটছে
তোমাদের সবাইকে দলে বলে দেখে অনেক আনন্দিতো হয়েছি!
আপুকে স্মরন রাখার জন্য শুকরিয়া!জাযাকিল্লাহ আপুনি
রমাদান কারীম
শততম পোষ্টের বিষয় নির্বাচন চমৎকার হয়েছে। হাজারতম পোষ্টেরও স্বাক্ষী হয়ে থাকতে চাই। আমরা হারিয়ে গেলেও আপনারা যাবেননা পিলিজ।
শুভেচ্ছা নিন আপু।
তোমার আন্তরিকতা মন ছুঁয়ে গেলো! বোনকে স্মরন রাখার জন্য এবং এই চমৎকার মন্তব্যর জন্য! বড়সর মন্তব্যটি হারিয়ে গেলেও সমস্যা নেই , ভাইয়ের কাছ থেকে দোআ প্রাপ্তি ই আসল কাম্য !
শুধু কি আমরা নিয়মিত থাকবো ? তোমরা ও একটু মাঝে মাঝে এসে দেখা দিয়ে যেও !
আর প্রিয় কনটেস্টে কি তোমার লিখা পড়ার আশা করতে পারি? :
জাযাকাল্লাহ খাইর ! শুভাকামনা রইলো!
মন্তব্য করতে লগইন করুন