Cook প্রিয় খাবার Cook

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ৩১ মে, ২০১৫, ১০:৫০:৫২ রাত



আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মনীত ব্লগার ভাই বোনেরা, সবার প্রতি আন্তরীক সালাম রইল। ইতিমধ্যে প্রতিযোগীতার নোটিশের অনুকরণে অনেকে অনেক ধরণের খাবার তালিকা পেশ করেছেন। এ পর্যন্ত যত খাবার ম্যানু পড়লাম সব খাবারই আমার পছন্দের।

বিশেষ কোন খাবার নির্দিষ্ট নেই, সামনে যা পাই তাই খাওয়ায় ব্যস্ত হয়ে যাই। মাছ ভূনা ও গোস্ত ভূনার প্রতি আমার একটু আকর্ষণ বেশী। ছাত্রজীবনে হোস্টেলে থাকাবস্থায় বাড়ী থেকে যাওয়ার সময় আম্মা প্রায় সময় মুরগী বা গরুর গোস্ত ভূনা করে দিতেন। মাঝে মাঝে গরম করে অনেক দিন পর্যন্ত খেতাম।

আমাদের গ্রামে এখনো বিদ্যুৎ নেই, মানে ফ্রিজও নেই। তাই কুরবানের সময় গরুর রানের গোস্তগুলোকে বড় বড় টুকরো করে রাখা হয়, এক টুকরো ৩ইঞ্চি বাই ৩ইঞ্চি পুরো ৩ইঞ্চি। প্রথম দিন রান্নার পর দ্বিতীয় ও তৃতীয় দিন আচ্ছা করে জ্বাল দেওয়া হয়। চতুর্থ দিনে মসলা ও ঝোল ছাড়িয়ে ভুনা করা হয়, এভাবে মাসাধিক কাল রাখা যায়। দু'তিন দিন পরপর একটু গরম করলেই চলে। সেই গোস্তগুলোকে আমার প্রিয় খাবার বলা চলে। এক টুকরো গোস্ত নিয়ে সারা দিন হেটে হেটে খাওয়া। চিবাতে চিবাতে শেষই হয় না, আর যে কি মজা বের হয়।

ছোটকালে লূঙ্গীর পকেট (কোচ্ছা) বানিয়ে রাস্তায় মাঠে ও পুকুর পাড়ে হেটে হেটে খেতাম। এই গোস্তগুলোকে কেটে ছোট ছোট পিজ করে টমেটো ও পিয়াজ দিয়ে রসালো ভূনা করলে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার মনে হয়। ছোট এক টুকরা দিয়ে অনেক পান্তা ভাত খেতাম, অনেক সময় খেতে খেতে অতিরিক্ত খাবার কারণে পেট ব্যাথা হয়ে যেত কিন্তু মজা শেষ হতো না।

বর্তমানে আমার আম্মা গরুর গোস্ত ছাড়া কোন গোস্তই খান না, তাই মাঝে মাঝে হাঁস মুরগী জবেহ করা হলেও আম্মা না খাওয়াতে আমাদের মাঝেও কোন আনন্দ নেই। সাধারণ তরকারীর মত খাওয়া হয় এতটুকু।

আরবদের খাবার আমার খুব প্রিয়, কারণ মসলা একেবারে কম ব্যবহার করা হয়, মরিচ তো একেবারেই না। সামান্য হলুদ, লবন ও লং দিয়ে আরবদের বেশীরভাগ খাবার পাকানো হয়।

গত অক্টোবরে ছুটিতে গিয়েছিলাম ২ মাস ছিলাম। অন্তত ৪০টি গৃহপালিত মুরগী ও ২০টি হাঁস সাবাড় করেছি। তন্মধ্যে ৫টি মুরগী ও ১৫টি হাঁস শাশুরীর পালিত। গৃহপালিত গরুর দুধ ডেইলী মিনিমাম ১কিলো গলধকরণ করতাম।

বাড়িতে যাওয়ার সময় ওজন ৭০কেজি থাকলেও ফিরে এসে দেখি ৭৬ কেজি। ব্লাড টেষ্ট করিয়ে দেখলাম কোলষ্টোরলের মাত্রা সীমানা পেরিয়ে। বর্তমানে ডায়েট কন্ট্রোলে আছি, আজ পাঁচ মাস হলো ভাত খেয়েছি। এখন সকালে একটু চা বিস্কুট, দুপুরে ও রাতে শুকনা ব্রাউন রুটি (আরবীতে সাম্মুন বলা হয়) ও তরকারী সাথে দুটি করে খিরা ও খাছপাতা আমার নিত্য খাবারে পরিণত হয়েছে।

সারা দিন অফিসে বসে থাকতে হয়তো! ৩দিন আগে মেপে দেখলাম ৭১ কিলোতে অবস্থান করছি। ভালই লাগছে, ৫মাসে ৫কিলো কমলো। ব্যায়ামের একদম সময় পাওয়া যায় না। রাতে ১২টার আগে সোয়া হয়ে উঠেনা তাই সকালের ঘুমটা একদমই মিস করতে পারি না। ফজর পড়ে আবার ৮টা পর্যন্ত চলে।

আমার সামনে অন্যরা ভাত খায়, আমার যে কি কষ্ট হয়। তবুও ৬০কিলো হওয়া পর্যন্ত আমার এ অভিযান চলবে ইন শা আল্লাহ। (খাদক ভাইগণ বিশেষ করে স্ল্যভ, আওন ও হ্যারি ভাই এইসব ডায়েট থেকে দূরে থাকুন)। না হয় খাদক শব্দটির অপমান করা হবে।

বিষয়: বিবিধ

২৪৩৫ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323735
৩১ মে ২০১৫ রাত ১০:৫৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আসসালামু আলাইকুম। পড়ে যা বুঝলাম আপনি বেশ পেটুক লোক। কিন্তু একটা বিষয় মাথায় কাজ করছে না, সবাই শুধু খাবার নিয়ে এত পোস্ট দিচ্ছে কেন??
৩১ মে ২০১৫ রাত ১১:১৪
265136
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই। আমি তেমন পেটুক নই, ছোটকালে সবাই বলতো আমার নাকি বুকের হাড্ডি গণণা করা যাবে, আল্লাহ তায়ালা আমাকে শক্তি দিলে আমি নাকি দুনিয়া উল্টে দিতাম। (মানে দুষ্টামীতে পাক্কা ও শরীর জীর্ণশীর্ণ ছিল)

কর্মজীবনের প্রথমদিক থেকে একটু একটু করে শরীর হয়েছে, এখনো কোমর ৩৪ইঞ্চির নিচে, তবে কি পেটুক বলবেন?

মডুরা বোর্ড টাঙ্গিয়ে রেখেছে প্রিয়বই প্রিয়লিখক প্রিয়খাবার ইত্যাদি বিষয়ে লিখার জন্য, তাই সবাই একটু একটু করে লিখছে আরি কি। আপনিও লিখে ফেলুন আপনার প্রিয় বিষয়ে, ধন্যবাদ। Good Luck Good Luck
323746
০১ জুন ২০১৫ রাত ১২:৩৮
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ!

গরুর গোশত মনে হয় বেশির ভাগ ছেলেদের পছন্দ! কোরবানীর ঈদের পর ওরকম ঝুনা গোশত আমাদের বাসায় করা হতো! আসলেই খুব টেস্ট ! চালের গুড়ি দিয়ে পিঠা বানালেও খুব মজা হয় খেতে!

দেশে গিয়ে তো ছেলের আদর আর জামাই আদর উভয়ের ফলে আপনার ওজন বেড়ে গেছে! শুধু খাওয়া কমিয়ে দিলে দুর্বল হয়ে যেতে পারেন সাথে কিছু হালকা ব্যায়াম করা ভালো! প্রচুএ সবজি খেতে পারেন! তৈলাক্ত খাবার কম খাওয়া ভালো!

ভালো লাগলো আপনার প্রিয় খাবারের বৃত্তান্ত এবং স্মৃতিগুলো জেনে!

শুভাকামনা ও সফলতা কামনা করছি!

জযাকাল্লাহু খাইর!
০১ জুন ২০১৫ রাত ০১:১১
265166
আবু জান্নাত লিখেছেন : খাওয়া একেবারে কমিয়ে দিয়েছি, ১৪জনের ম্যাচ তো, তাই মনে চাইলেও অনেক কিছু খেতে পারি না। মাছ বা গোস্ত মুরগী প্রতিদিন একটা না হয় একটা থাকবেই, প্রবাসে তেলের কথা আর কি বলবাে, ডেইলি কেজি খানিক ফ্রাই ও তরকারীতে ঢালতেই হবে। তবুও তৈল সরিয়ে একটু ঝোল নেওয়ার চেষ্টা করি।
ইন শা আল্লাহ রামাদানের পর রাত ১১টা থেকে ১২.৩০ পর্যন্ত নিয়মিত জিম করার ইচ্ছা রাখছি। আল্লাহ সহায়। জাযাকিল্লাহু খাইর!
323763
০১ জুন ২০১৫ রাত ০২:০৬
সন্ধাতারা লিখেছেন : Salam uncleji. I am very glad to read your beautiful writing. I do appritiate in which way you are trying to keep yourself fit and healthy. Jajakallahu khair.
০১ জুন ২০১৫ রাত ০৮:৪৮
265411
আবু জান্নাত লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয়া খালাম্মুনি। আমি সব সময় সাস্থ সচেতন, তবে মাঝে মাঝে বেকায়দায় পড়লে সব ভুলে যাই। যেমন বাড়িতে গেলে সবার মন রক্ষার্থে খেতে হয়।
অনেকদিন থেকে আপনার লিখা মিস করছি। নতুন কলামের অপেক্ষায়........
323766
০১ জুন ২০১৫ রাত ০২:১৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। খাবারের পোস্ট দিয়ে জিভে জল ঝরার অবস্থা...! এত মুরগি হাস হি হি হি হি

ভালো লাগলো ধন্যবাদ।
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২০
265375
আবু জান্নাত লিখেছেন : দরজা বন্ধ করে কিছুক্ষণ জল ঝরিয়ে আসুন। প্রবাসে পড়ে থাকলে শশুর বাড়ীর খাবার যে ভাগে কম হয়ে যাবে। ভালো থাকুন। মন্তব্যের জন্য শুকরিয়া।
323782
০১ জুন ২০১৫ রাত ০৩:০১
আফরা লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু ভাইয়া । খাদক তো আপনি ও কম ছিলেন না ভাইয়া । বেকায়দায় পড়ে এখন মজা বুঝতেছেন তাই না । আগেই যদি হিসাব করে খেতেন তাহলে এই অবস্থা হত না ।
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
265382
আবু জান্নাত লিখেছেন : সত্যিই ছোট্ট আপি, এতদিন পর বাড়িতে গেলে খাদক না হয়ে কি পারা যায়! মামা, খালা ও বোনের বাড়ীতে গেলে একবেলার বেশি থাকা হয় না, তাই সব খাবার এক বেলায়ই খেতে হয়। তাদের তো মন রক্ষা করতে হবে। আমার বারোটা বাজলেও অন্তত তারা খুশি থাক। সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া।
০১ জুন ২০১৫ রাত ০৯:১৪
265423
ছালসাবিল লিখেছেন : Surprised ছোট্ট আপি Surprised আপপপি তো আবার আমাকে ছোট্ট ভাইয়া বলে Smug তাহলে কেমন কোরে কি Smug ছোট্ট দেন ছোট্ট Surprised তাহলে আমি কততত ছোট্ট Worried Crying
323792
০১ জুন ২০১৫ সকাল ০৬:২৯
অবাক মুসাফীর লিখেছেন : খাদক হিসেবে আপনি কম কি? মারেম্মা! ষাট দিনে ষাটটা হাঁস-মুরগী!! দৈনিক একটা!! আর উপরে লিখলেন খেতে খেতে পেট ব্‌যাথে হয়ে যেত, তবুও থামতেন না!! তেনাদের চাইতে আপনি কোনো অংশে কম যান না... আপনার খাওয়া-দাওয়া চালিয়ে যাওয়া উচিৎ! এতো ডায়েট করে কেউ কোনো দিন বড়লোক হইতে পারে নাই...!! Tongue
০১ জুন ২০১৫ রাত ০৮:২০
265400
আবু জান্নাত লিখেছেন : ভাই আমিতো মাত্র ২মাসের খাদক ছিলাম, এতদিন পর বাড়ী গেলে খাদক হতেই হয়, না হলে আত্মীয় স্বজনের মন রক্ষা করা যায় না।
বড়লোক হওয়ার জন্য ডায়েট নয়, কোলষ্টোরল মাত্রাতিরিক্ত হওয়াতে ডাক্তারের পরামর্শ, তাই একটু একটু কন্ট্রোল করছি। অনেক অনেক ধন্যবাদ।
323812
০১ জুন ২০১৫ সকাল ১০:৪৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : বুঝলাম না!! সবাই প্রিয় বিষয় হিসেবে খানা-খাদ্যের পোস্ট দেয় ক্যান?


আপনার গরুর মাংস খাওয়ার কথায় আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই মাংসটা জ্বাল দিতে দিতে শক্ত হয়ে যেত। এবং এর মজা যে কী তা না খেলে কেউ বুঝতে পারবেনা।


স্মৃতি জাগানীয়া পোস্টের জন্য ধন্যবাদ।
০১ জুন ২০১৫ রাত ০৮:২৩
265401
আবু জান্নাত লিখেছেন : পৃথিবীতে যে যাই করুক না কেন একটু ভালো খাবারের জন্যই তো। খাবার প্রয়োজন না হলে পৃথিবীটা এত আকর্ষনীয় ও হতো না, তাই না আপু!
সত্যিই অনেক শক্ত হয়ে যায়, মজা সে যে কি মজা! খেলেই বুঝা যায়। অনেক অনেক ধন্যবাদ। Love Struck Love Struck
323828
০১ জুন ২০১৫ দুপুর ১২:১৯
আলোর কথা লিখেছেন : আপনার মত আমিও একজন দুঃখী মানুষ ,মনে চায় অথচ প্রান ভরে খেতে পারিনা ।এটা যে কত কষ্টের যারা ভুক্তভোগী শুধু মাত্র তারাই জানে । অনেক ধন্যবাদ ।
০১ জুন ২০১৫ রাত ০৮:২৭
265403
আবু জান্নাত লিখেছেন : ভাই দুঃখ করার কিছু নেই, যারা মেহনতের কাজ করে তাদের কোন সমস্যাই নেই। আমি তো সারাক্ষণ অফিসে বসে বসে কাজ করি। তাই একটু কন্ট্রোল করছি আর কি। সকাল বিকাল কিছুক্ষণ দৌড়ের উপর থাকুন। আর ইচ্ছে মত থেতে থাকুন, কোন সমস্যা হবে না ইন শা আল্লাহ।
ওহ! আপনাকে ভাই/আপু কোনটা বলে সম্ভোধন করবো? জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।
323834
০১ জুন ২০১৫ দুপুর ১২:৫৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সকাল সকাল খাবারের পোস্ট তাও আবার কালো ভুনা গোশত! ভালোই লাগলো পড়ে! অনেক ধন্যবাদ আপনাকেও!
০১ জুন ২০১৫ রাত ০৮:৩২
265406
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ মদিনাপু। কিযে মজা! মনে করতে খাকলে মুখের মধ্যে যেন সেই মজা একটু একটু করে লাগছে।
দুলাভাইকে বলে একদিন রেধে ফেলুন। তিন দিন পর ভূনা করে নিন। ব্যাস আস্তে আস্তে খেতে থাকুন, আর মজা করুন। অনেক শুকরিয়া মদিনাপু।
০১ জুন ২০১৫ রাত ১১:৪৮
265583
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আসলে কি আপনার এই পোস্ট যখন পড়ছিলাম তার একদিন আগেই আমিও কালো ভূনা করে গোশত রান্না করেছিলাম। তা আপনার লেখাটা পড়ে মনে মনে হাসছি এই জন্য যে, লেখার সাথে আর বাস্তবে মিল হয়ে গেলো।
১০
323867
০১ জুন ২০১৫ বিকাল ০৪:৩৩
হতভাগা লিখেছেন : [q]গত অক্টোবরে ছুটিতে গিয়েছিলাম ২ মাস ছিলাম। অন্তত ৪০টি গৃহপালিত মুরগী ও ২০টি হাঁস সাবাড় করেছি।[/q

০ গত অক্টোবরে কোরবানীর ঈদ ছিল । মানে গরু ও খাসীর মাংশ কমন । তারপরেও হাঁস মুরগী ৬০ টা !!!

পুরো গ্রামের সব গৃহপালিত প্রানীকুল মনে হয় আপনার আগমনে অস্থির হয়ে গিয়েছিল ।
০১ জুন ২০১৫ রাত ০৮:৩৯
265407
আবু জান্নাত লিখেছেন : ভাইয়া, ঈদের আগে ছুটি পাইনাই, তাই ১০দিন পরে গিয়েছিলাম, শুধু ভূনা করা বড় টুকরোগুলো পেয়েছিলাম।
পুরো গ্রাম কেন! আমাদের অনেক হাস মুরগী, তাছাড়া আমি যাবো এ কারণে আগে থেকেই প্রস্তুতি ছিল। তাই কারো অস্থির হতে হয় নাই। Rolling on the Floor Rolling on the Floor দুটি রাজ হাঁস ও ৫টি কবুতরের কথা কিন্তু উল্লেখ করা হয় নাই।
আপনার মন্তব্যগুলো সত্যিই অনেক আনন্দ দেয়। ধন্যবাদ।
১১
323873
০১ জুন ২০১৫ বিকাল ০৫:১৯
পুস্পগন্ধা লিখেছেন :
হুমম এই খাবারটা আসলেই অনেক মজার........।
সবার প্রিয় খাবার নিয়ে পড়তে পড়তে আমি এখন কনফিউজড হয়ে যাচ্ছি..........।
০১ জুন ২০১৫ রাত ০৮:৪০
265408
আবু জান্নাত লিখেছেন : তাহলে আপনিও এর ভক্ত। কনফিউজড হওয়ার কিছু নেই, আপনার প্রিয় খাবারগুলো লিখেফেলুন আমরা পড়তে প্রস্তুত। অনেক ধন্যবাদ আপি।
১২
323934
০১ জুন ২০১৫ রাত ০৮:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুই মাস মানে ৬০ দিনে মোচ ৪০ টা মুরগি আর ২০ টৃ মোরগ!!! তার মধ্যে আবার শশুড়বাড়ির ও আছে!!! ভাগ্যখান দেখা গেল!!

শুকনা গরুর গোস্ত মুড়ি দিয়েও খুব মজা।
০১ জুন ২০১৫ রাত ০৮:৪৩
265409
আবু জান্নাত লিখেছেন : আলহামদু লিল্লাহ বহুদিন বাড়ীতে সবাই যেন এ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কি না কি খাওয়াবে।
মুড়ি দিয়ে আমিও অনেক খেয়েছি, এখনো খাই। গরুর গোস্তের ঝোল দিয়ে ঝালমুড়ি বানালে সে রকম মজা হয়।
ধন্যবাদ
১৩
323938
০১ জুন ২০১৫ রাত ০৯:১৫
ছালসাবিল লিখেছেন : এই পোস্টে আমার কমেন্ট নেই কেন ভাইয়া Smug আমার কমেন্টটি কই গেল Smug কে প্রিয় কমেন্টটি খেয়ে ফেললো Time Out আমার প্রিয় কমেন্ট Eat
০১ জুন ২০১৫ রাত ১০:৩৩
265509
আবু জান্নাত লিখেছেন : অনেক মজার কমেন্টস করেছিলেন মনে হয়, তাই মজার খাবারের সাথে কোন একজন খেয়ে ফেলেছে Rolling on the Floor Rolling on the Floor
০১ জুন ২০১৫ রাত ১০:৩৮
265518
ছালসাবিল লিখেছেন : Smug কে সে ! যে আমার কমেন্ট খেলো! উজির নাজির কোথায় কে আছিস! ধরে আন আমি তাকে উপহার দিবো Tongue
০১ জুন ২০১৫ রাত ১০:৪৪
265528
আবু জান্নাত লিখেছেন : উপহার আমি নিয়ে হাজির, আপনি আনতে হপেনা... দেখে নিন পছন্দ কিনা! Time Out Time Out Time Out Time Out Time Out
০১ জুন ২০১৫ রাত ১১:০১
265555
ছালসাবিল লিখেছেন : ওরে কে কোথায় আছিস! আমাকে ধর! নাহলে আজ আমি চাদের দেশে যাবো Tongue আমাকে হাতুড়ি দেখায় কার এমন সাহস Smug Tongue
০১ জুন ২০১৫ রাত ১১:৪৪
265581
আবু জান্নাত লিখেছেন : ভালোই হপে, চাদের দেশ থেকে ঘুরে আসতে পারবেন। ধরার কোন মানেই নেই।
০১ জুন ২০১৫ রাত ১১:৪৯
265585
ছালসাবিল লিখেছেন : Love Struck তাহলে তো আমি বিখ্যাত বনে যাবো Smug তখন কিন্তু সিরিয়াল দিয়ে অটোগ্রাফ নিতে হবে Tongue
০২ জুন ২০১৫ রাত ০১:১৫
265599
আবু জান্নাত লিখেছেন : অটোগ্রাফ নেওয়ার মত পাগল লোকগুলি ফেবুতে পাওয়া যায়, ব্লগে আছে বলে মনে হয় না। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০২ জুন ২০১৫ সকাল ০৭:০৭
265625
ছালসাবিল লিখেছেন : Frustrated আপনাকে কে নিতে বলছে Smug জান্নাত নিবে তার চাচচ্চুর অটোগ্রাফ Love Struck
১৪
324014
০২ জুন ২০১৫ রাত ০৩:৫৮
এ,এস,ওসমান লিখেছেন : গত অক্টোবরে ছুটিতে গিয়েছিলাম ২ মাস ছিলাম। অন্তত ৪০টি গৃহপালিত মুরগী ও ২০টি হাঁস সাবাড় করেছি

ভাই আর কখনও ছুটেতে বাড়ি যেয়েন না। এবার বাড়ি গেলে পশু পাখি সবাই ধর্মঘট ডাকবে Happy) Happy) Happy)
০২ জুন ২০১৫ দুপুর ১২:০১
265663
আবু জান্নাত লিখেছেন : পশুপাখি ধর্মঘট ডাকলেও মানুষজন কিন্তু দরজা জানালা খুলে বসে থাকে। অনেক শুকরিয়া।
আপনার পিকচারটার মানে কি? আমার তো ভয় করে, হাতের মধ্যে দাঁত!
০২ জুন ২০১৫ দুপুর ১২:০৯
265667
এ,এস,ওসমান লিখেছেন : ব্লগে তো এই হাতই কথা বলে।আমি তো আর কথা বলতে পারি না।আমার মনের কথা এই হাতই তো আপনাদের কাছে পৌছে দেয়। তাই এরকম পিকচার দিয়েছি। Happy Happy Happy
১৫
324346
০৩ জুন ২০১৫ দুপুর ০২:০০
মোহাম্মদ লোকমান লিখেছেন : খানা খাদ্যের ব্যাপার স্যাপার একটু ভালো লাগে। তবে উল্লিখিত খানাগুলো খেতে নাপারার যন্ত্রনাতো থেকেই যায়...
০৩ জুন ২০১৫ দুপুর ০৩:৩৫
266048
আবু জান্নাত লিখেছেন : এক সময় না হয় মা ছিল না, তাই হয়তো খেতে পারেন নাই। এখন তো ভাবি আছে, ছেলে মেয়েরা আছে। তাই ইচ্ছা করলে এখন মনে হয় খেতে পারেন। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File