অহংকার, হিংসা, পরনিন্দা— ক্রিমির মত!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৬ অক্টোবর, ২০১৪, ০৫:১৬:১৩ বিকাল

এক শিকারী বনের মধ্যে হরিণ-শিকারে বের হয়েছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কোনো হরিণ না পাওয়ায় শিকারী একটা গাছের নিচে বসল। এমন সময় এক বানর তার সামনে দিয়ে যাচ্ছিল। বানর শিকারীকে দেখে ভেংচি কাটল। শিকারীও উল্টা ভেংচি দিল। বেশ কিছুক্ষণ ধরে শিকারী ও বানর একে অপরকে ভেংচি দিতে লাগল। একসময় বানর তার থেকে একটু দূরে ছোট্ট কাঠের টুকরো দেখতে পেল। বানর কাছে গিয়ে সেই কাঠের টুকরোটি হাতে নিল। তারপর হঠাৎ সে কাঠের টুকরাটি শিকারীর দিকে ছুঁড়ে মারল। কাঠের টুকরা গিয়ে লাগল শিকারীর মাথায়। তার মাথা কেটে রক্ত বের হলো। বানর ততক্ষণে সেখান থেকে সরে পড়েছে। শিকারী উত্তেজিত হয়ে বানরকে খুঁজতে লাগল।

লক্ষ্যণীয় বিষয় হলো— বানর শিকারীকে কাঠের টুকরা দিয়ে আঘাত করেছে, কিন্তু শিকারী কাঠের টুকরার প্রতি ক্ষিপ্ত হয়নি; বরং ক্ষিপ্ত হয়েছে ঐ বানরটির প্রতি যে কাঠের টুকরা ছুঁড়েছে।

প্রত্যেক মানুষের মধ্যে ‘বিবেক’ নামক একটি বস্তু থাকে, যেটি মানুষকে সত্য পথের সন্ধান এনে দেয়। কিন্তু আমরা অহংকার-হিংসা-পরনিন্দার মাধ্যমে এই বিবেককে আঘাত করি। বিবেক আঘাতপ্রাপ্ত হলে সে কিন্তু অহংকার-হিংসা-পরনিন্দার প্রতি ক্ষিপ্ত হয় না, ক্ষিপ্ত হয় সেই মানুষটির প্রতি যার ভিতরে এগুলো বিদ্যমান।

বিবেক যদি আপনার উপর ক্ষিপ্ত হয়, তাহলে নিশ্চিত জেনে রাখুন—আপনার আত্মা কলুষিত হয়ে গিয়েছে। আর কলুষিত আত্মার ইবাদত আল্লাহপাকের দরবারে কবুল হয় না।

অহংকার, হিংসা, পরনিন্দা— এগুলো হলো ক্রিমির মতো। পেটের ভিতর যদি ক্রিমি থাকে, তবে যতোই ডিম-দুধ-মাংস খাওয়া হোক না কেন; তাতে শরীরের কোনো উপকার হয় না। সবকিছু ক্রিমিতে খেয়ে ফেলে।

ঠিক তেমনি, আপনার ভিতরে যদি অহংকার-হিংসা-পরনিন্দার বীজ থাকে, তবে আপনি যত পুণ্যই করেন না কেন—তা ঐ রাক্ষসেরা খেয়ে ফেলবে। এই তিন রাক্ষস শুধু যে পুণ্য ধ্বংস করে তা নয়, এরা আপনাকে পাপের সমুদ্রে সাঁতার কাটতে প্রলুব্ধ করে।Collected

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271929
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

খুব সুন্দর শিক্ষণীয় পোস্ট, জাযাকুমুল্লাহ

ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৮
217901
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ______শুকরিয়া
271933
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : খুব সুন্দর শিক্ষণীয় পোস্ট, সবাই উপকৃত হোক এই লেখা পড়ে! জাযাকুমুল্লাহ আপনাকে
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১২
217904
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : জাযাকাল্লাহ!Good Luck Good Luck
271961
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
চেয়ারম্যান লিখেছেন : আল্লাহ আমাদের এই সব থেকে রক্ষা করুক
১৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১২
217905
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _____আমীন!Praying
271979
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫১
আফরা লিখেছেন : খুব সুন্দর পোষ্ট ।আল্লাহ আমাদের এই সব থেকে রক্ষা করুক ।আমীন ।
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
217923
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : অনেক শুকরিয়া বোন আপনাকে। আপনার দোয়ায় আমীন!!!Praying Praying Praying
271986
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৩
ফেরারী মন লিখেছেন : আসলেই এইসব ফিতা কৃমি আর গুড়া কৃমি আমাদের সমাজটাকে কলুষিত করছে। ভালোমন্দ নিয়েই জীবন। সব মানুষের মাঝে কিছু কিছু ভালো কিছু কিছু খারাপ গুণ থাকে। তবে আমাদের ভালোকে গ্রহণ ও খারপকে বর্জন করাই উত্তম মানুষের লক্ষণ।
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
217924
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ___রাইট! সুন্দর কমেন্টের জন্য শুকরিয়া!
272142
০৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৩
সাদিয়া মুকিম লিখেছেন : শিক্ষনীয় পোস্টের জন্য শুকরিয়া!আল্লাহ আমাদের এই সব থেকে রক্ষা করুক ।আমীন Good Luck Praying
১৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
217926
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ___আমিন! ছুম্মা আমিনPraying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File