অহংকার, হিংসা, পরনিন্দা— ক্রিমির মত!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৬ অক্টোবর, ২০১৪, ০৫:১৬:১৩ বিকাল
এক শিকারী বনের মধ্যে হরিণ-শিকারে বের হয়েছে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কোনো হরিণ না পাওয়ায় শিকারী একটা গাছের নিচে বসল। এমন সময় এক বানর তার সামনে দিয়ে যাচ্ছিল। বানর শিকারীকে দেখে ভেংচি কাটল। শিকারীও উল্টা ভেংচি দিল। বেশ কিছুক্ষণ ধরে শিকারী ও বানর একে অপরকে ভেংচি দিতে লাগল। একসময় বানর তার থেকে একটু দূরে ছোট্ট কাঠের টুকরো দেখতে পেল। বানর কাছে গিয়ে সেই কাঠের টুকরোটি হাতে নিল। তারপর হঠাৎ সে কাঠের টুকরাটি শিকারীর দিকে ছুঁড়ে মারল। কাঠের টুকরা গিয়ে লাগল শিকারীর মাথায়। তার মাথা কেটে রক্ত বের হলো। বানর ততক্ষণে সেখান থেকে সরে পড়েছে। শিকারী উত্তেজিত হয়ে বানরকে খুঁজতে লাগল।
লক্ষ্যণীয় বিষয় হলো— বানর শিকারীকে কাঠের টুকরা দিয়ে আঘাত করেছে, কিন্তু শিকারী কাঠের টুকরার প্রতি ক্ষিপ্ত হয়নি; বরং ক্ষিপ্ত হয়েছে ঐ বানরটির প্রতি যে কাঠের টুকরা ছুঁড়েছে।
প্রত্যেক মানুষের মধ্যে ‘বিবেক’ নামক একটি বস্তু থাকে, যেটি মানুষকে সত্য পথের সন্ধান এনে দেয়। কিন্তু আমরা অহংকার-হিংসা-পরনিন্দার মাধ্যমে এই বিবেককে আঘাত করি। বিবেক আঘাতপ্রাপ্ত হলে সে কিন্তু অহংকার-হিংসা-পরনিন্দার প্রতি ক্ষিপ্ত হয় না, ক্ষিপ্ত হয় সেই মানুষটির প্রতি যার ভিতরে এগুলো বিদ্যমান।
বিবেক যদি আপনার উপর ক্ষিপ্ত হয়, তাহলে নিশ্চিত জেনে রাখুন—আপনার আত্মা কলুষিত হয়ে গিয়েছে। আর কলুষিত আত্মার ইবাদত আল্লাহপাকের দরবারে কবুল হয় না।
অহংকার, হিংসা, পরনিন্দা— এগুলো হলো ক্রিমির মতো। পেটের ভিতর যদি ক্রিমি থাকে, তবে যতোই ডিম-দুধ-মাংস খাওয়া হোক না কেন; তাতে শরীরের কোনো উপকার হয় না। সবকিছু ক্রিমিতে খেয়ে ফেলে।
ঠিক তেমনি, আপনার ভিতরে যদি অহংকার-হিংসা-পরনিন্দার বীজ থাকে, তবে আপনি যত পুণ্যই করেন না কেন—তা ঐ রাক্ষসেরা খেয়ে ফেলবে। এই তিন রাক্ষস শুধু যে পুণ্য ধ্বংস করে তা নয়, এরা আপনাকে পাপের সমুদ্রে সাঁতার কাটতে প্রলুব্ধ করে।Collected
বিষয়: বিবিধ
১২০৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর শিক্ষণীয় পোস্ট, জাযাকুমুল্লাহ
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
মন্তব্য করতে লগইন করুন