"সালাম" মুসলমানের ঐতিহ্য! প্রাণবন্ত প্রকাশ!

লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৬:৫৪ রাত

অসাধারণ লিখনী!!!

না পড়লে অনেক লস হবে!!!

- hi (হাই)

: সরি ভাই, আমার নাম 'হাই' না।

- hello (হেলো)

: ভাই হেলতে পারুম না।

- ভাই কি আমার সাথে মশকরা করেন?

: মশকরা তো আপনে করলেন। মুসলিম হয়েও সালামের বদলে hi, hello করছেন।

- আরে ভাই hi, hello, সালাম একটা হইলেই হলো। এতে দোষ কি?

: আপনে আপনার পিতাকে কি নামে ডাকেন?

- কেন?? আব্বু বলে।

: তাকে 'আম্মার জামাই' বা 'মামার দুলাভাই' বলে ডাকলে দোষ কি?

- ভাই এটা কি কন?

: আব্বাকে যেমন মামার দুলাভাই বলা যায় না, তেমনি একজন মুসলিমকে সালাম না দিয়ে hi, hello বলাও যায়না। "আসসালামু আলাইকুম" মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা একটা দুয়া। সালাম দিলে কল্যাণ হয়। hi, hello কি কোন কল্যাণ বয়ে আনে?

শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরাই শ্রেষ্ঠ কালচারের অধিকারি। আর সালাম হচ্ছে মুসলিম কালচারের একটি সুন্দরতম প্রকাশ।

(y)আল্লাহ্‌ বলেন "আর যখন কেউ তোমাদের সালাম করে, তখন তোমরা তার চেয়ে উত্তম জবাব দাও বা অনুরূপ জবাবই দাও।" নিসা-৮৬

সালামের নিয়মঃ

"বাহনে আরোহণকারী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম করবে। পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিদের সালাম করবে। আর কম সংখ্যক লোকেরা অধিক সংখ্যক লোকদের সালাম করবে।" বুখারী, মুসলিম

"তোমাদের কেউ যখন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, তখন সে তাকে অবশ্যই সালাম দিবে। এরপর যদি দুজনের মাঝে কোন গাছ, দেয়াল বা পাথরের আড়াল সৃষ্টি হয়, তারপর আবার দেখা হয়, তবে সে আবার তাকে অবশ্যই সালাম দিবে।"

রাসুল সা. বলেন "যে ব্যক্তি প্রথমে সালামের সূচনা করে, সে আল্লাহ্‌র অধিক নৈকট্য লাভের অধিকারী হয়।" আবু দাউদ

হযরত আনাস (রাঃ) একদিন শিশু-কিশোরদের পাশ দিয়ে যাবার সময় তাদেরকে সালাম দিলেন এবং বললেন, রাসুলুল্লাহ (সাঃ) এরূপই করতেন। বুখারি

(y)রাসুল (সাঃ) সবার আগে সালাম দিতেন। তাঁর আগে কেউ তাঁকে সালাম দিতে পারতো না। কিন্তু আমরা বয়স, পদ-পদবীর অহংকারে আগে সালাম দেইনা।

ইহুদী-নাসারাদের অনুকরণে hi, hello না বলে সমাজে ব্যাপকভাবে সালামের প্রচলন করা আমাদের ঈমানি দায়িত্ব। আসুন, নিজেকে চিনি, নিজের পায়ে দাঁড়াতে শিখি।

__ফেসবুক থেকে

বিষয়: বিবিধ

২১৪৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269036
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩২
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া ।জাজাকাল্লাহ খাইরান ।
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৭
212807
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _______অআলাইকুস সালাম। আপু আছেন নিশ্চয়ই ভালো!Good Luck Good Luck এই আমি আছি চন্দ্রালো!
269039
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪৪
শিশির ভেজা ভোর লিখেছেন : তাহলে আমরা আপনার পোষ্টের মাধ্যমে শিখতে পারলাম হাই এর পরিবর্তে সালাম দিতে হবে।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৮
212812
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ____________ডেফিনিটলি তাই!!!! অআলাইকুস সালাম। কেমন আছেন? কেমন চলছে জীবন?
269042
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৯
সত্যলিখন লিখেছেন :

২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৫
212895
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : আলহামদুলিল্লাহ!!! জাজাকাল্লাহ!!!! আসসালামু আলাইকুম।
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৩
212901
সত্যলিখন লিখেছেন :



২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৯
213124
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ______সুন্দর! সালাম আদান প্রদান আসলেই প্রাণবন্ত প্রকাশ! হৃদয় জুড়িয়ে যায়! অনেক অনেক শুকরিয়া আপনাকে।
269063
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:১৬
মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
সুন্দর বিষয়টি উপস্থাপনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Thumbs Up Thumbs Up Good Luck Good Luck
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৬
212928
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : অআলাইকুমুস সালাম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা রইলো! ভালো থাকা হয় যেন!
269064
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২১
আবু আশফাক লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান ফিদদুনিয়া ওয়া আখেরাহ।
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৯
213114
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান ফিদদুনিয়া ওয়া আখেরাহ। আসসালামু আলাইকুম।
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৯
213499
আবু আশফাক লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
269086
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৬
আহ জীবন লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৭
213153
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _____অআলাইকুমুস সালাম অরাহমাতুল্লাহি অবারাকাতুহু!!! কেমন আছেন ভাই?
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৫
213314
আহ জীবন লিখেছেন : আল্লাহ্‌ অনেক ভালো রেখেছেন।

আজকের সালাম গ্রহন করুন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৬
213734
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : ________অআলইকুমুস সালাম। আবারো বললাম কেমন আছেন?
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
213771
আহ জীবন লিখেছেন : আজ ও আল্লাহ্‌ অনেক ভালো রেখেছেন।
আপনি কেমন আছেন?

আজকের সালাম গ্রহন করুন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪১
214493
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _____অআলাইকুমুস সালাম।
269236
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



জাযাকাল্লাহ..

আসুন আমরা সালামের প্রচারে ততপর হই
আসসালামু আলা মানিত্তাবায়াল হুদা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৮
213155
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _______অআলাইকুমুস সালাম অরাহমাতুল্লাহি অবারাকাতুহু!!! কেমন আছেন ভাই?
269344
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৮
আবু সাইফ লিখেছেন : আলহামদুলিল্লাহ
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৬
213735
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : _______শুকরিয়া আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File