"সালাম" মুসলমানের ঐতিহ্য! প্রাণবন্ত প্রকাশ!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৬:৫৪ রাত
অসাধারণ লিখনী!!!
না পড়লে অনেক লস হবে!!!
- hi (হাই)
: সরি ভাই, আমার নাম 'হাই' না।
- hello (হেলো)
: ভাই হেলতে পারুম না।
- ভাই কি আমার সাথে মশকরা করেন?
: মশকরা তো আপনে করলেন। মুসলিম হয়েও সালামের বদলে hi, hello করছেন।
- আরে ভাই hi, hello, সালাম একটা হইলেই হলো। এতে দোষ কি?
: আপনে আপনার পিতাকে কি নামে ডাকেন?
- কেন?? আব্বু বলে।
: তাকে 'আম্মার জামাই' বা 'মামার দুলাভাই' বলে ডাকলে দোষ কি?
- ভাই এটা কি কন?
: আব্বাকে যেমন মামার দুলাভাই বলা যায় না, তেমনি একজন মুসলিমকে সালাম না দিয়ে hi, hello বলাও যায়না। "আসসালামু আলাইকুম" মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা একটা দুয়া। সালাম দিলে কল্যাণ হয়। hi, hello কি কোন কল্যাণ বয়ে আনে?
শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরাই শ্রেষ্ঠ কালচারের অধিকারি। আর সালাম হচ্ছে মুসলিম কালচারের একটি সুন্দরতম প্রকাশ।
(y)আল্লাহ্ বলেন "আর যখন কেউ তোমাদের সালাম করে, তখন তোমরা তার চেয়ে উত্তম জবাব দাও বা অনুরূপ জবাবই দাও।" নিসা-৮৬
সালামের নিয়মঃ
"বাহনে আরোহণকারী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম করবে। পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিদের সালাম করবে। আর কম সংখ্যক লোকেরা অধিক সংখ্যক লোকদের সালাম করবে।" বুখারী, মুসলিম
"তোমাদের কেউ যখন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, তখন সে তাকে অবশ্যই সালাম দিবে। এরপর যদি দুজনের মাঝে কোন গাছ, দেয়াল বা পাথরের আড়াল সৃষ্টি হয়, তারপর আবার দেখা হয়, তবে সে আবার তাকে অবশ্যই সালাম দিবে।"
রাসুল সা. বলেন "যে ব্যক্তি প্রথমে সালামের সূচনা করে, সে আল্লাহ্র অধিক নৈকট্য লাভের অধিকারী হয়।" আবু দাউদ
হযরত আনাস (রাঃ) একদিন শিশু-কিশোরদের পাশ দিয়ে যাবার সময় তাদেরকে সালাম দিলেন এবং বললেন, রাসুলুল্লাহ (সাঃ) এরূপই করতেন। বুখারি
(y)রাসুল (সাঃ) সবার আগে সালাম দিতেন। তাঁর আগে কেউ তাঁকে সালাম দিতে পারতো না। কিন্তু আমরা বয়স, পদ-পদবীর অহংকারে আগে সালাম দেইনা।
ইহুদী-নাসারাদের অনুকরণে hi, hello না বলে সমাজে ব্যাপকভাবে সালামের প্রচলন করা আমাদের ঈমানি দায়িত্ব। আসুন, নিজেকে চিনি, নিজের পায়ে দাঁড়াতে শিখি।
__ফেসবুক থেকে
বিষয়: বিবিধ
২১৪৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
সুন্দর বিষয়টি উপস্থাপনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
আজকের সালাম গ্রহন করুন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
আপনি কেমন আছেন?
আজকের সালাম গ্রহন করুন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
জাযাকাল্লাহ..
আসুন আমরা সালামের প্রচারে ততপর হই
আসসালামু আলা মানিত্তাবায়াল হুদা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
মন্তব্য করতে লগইন করুন