নতুন প্রত্যয়ে
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২২:২০ রাত
আমার একটি স্বপ্ন আছে
আমি ‘স্বপ্নকে’ ছুঁতে চাই
'স্বপ্নেকে' ঘিরে স্বপ্নের বেড়া বুনেছি সেই কবে!
আজ সে বেড়া আমার ক্ষতবিক্ষত!
আমি লালন করেছি সদা স্বপ্নকে হৃদয়ে!
স্বপ্নকে সবুজ উদ্যান বানাতে চেয়েছি।
কিন্তু কে যেন হায় বারেবার
আমার স্বপ্নকে ঘিরে দুঃস্বপ্ন দেখে
কোন আগাছা যেন আমার অজান্তেই
স্বপ্নের গোড়াতে জন্মায়।
স্বপ্নকে ঘুণে পোকার মত খেতে শুরু করে
একদল পরগাছা।
ঘুণে ধরা সেই স্বপ্ন নিয়ে,
নতুন প্রত্যয়ে আমি আবার এসেছি ফিরে_
স্বপ্নের নীড়ে!
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নতুন প্রত্যয়ে আমি আবার এসেছি ফিরে_
স্বপ্নের নীড়ে!
Fantastic লিখেছেন ভাইয়া চালিয়ে যান।
মন্তব্য করতে লগইন করুন