আজ ২৪ এ সেপ্টেম্বর আজ আমাদের বিয়ের দুই বছর পূর্ণ হলো।

লিখেছেন লিখেছেন মোবারক ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:১৬:১৬ রাত



২০১২ সালের এই দিনে দেখতে গিয়ে সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে বিয়ে করি।বিদেশ থেকে দেশে গিয়ে প্রথম দেখতে যাওয়া মেয়েটি এখন আমার স্ত্রী আমার স্ত্রী গৃহিণী।আমাদের একটা কলিজার টুকরা সন্তান ও আছে।

কী ভাবে যে সময় চলে গেল টেরও পেলাম না,আজ ও হাসি অনেক দূরে।এবারও ওকে এই দিনে কাছে পেলাম না,মনটা খুব খারাপ হয়ে যায় যখন ফেলে আসা দিনগুলো মনে পরে,এতটা দূরে যে ইচ্ছা করলেও ছুঁতে পারবনা।

আশা করে ছিললাম গতবার যে এই দিনে আমরা দু’জন এক সাথে থাকব কিন্তু তা হল না,আশা করছি সামনের বার দুজন এই দিনটাতে এক সাথে থাকবো। অনেক কথা বলবো,যত সুখের স্মৃতি আছে আমাদের চোখে ভাসবে।

সকলের দোয়া চাচ্ছি বাকি জীবন গুলি যেন সুন্দর ভাবে কাটে আমাদের।

বিষয়: বিবিধ

২২৮৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268401
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৫
আতিক খান লিখেছেন : শুভ বিবাহ বার্ষিকী Rose Rose
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩২
212108
মোবারক লিখেছেন : ধন্যবাদ ব্র।
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৪
212112
আতিক খান লিখেছেন : ভাই শুভদিনে ব্র না বলে ভাই বললে খুশী হব। ভাল থাকুন পরিবারসহ Good Luck Good Luck
268405
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৯
চেয়ারম্যান লিখেছেন : শুভ কামনা Good Luck Rose Rose
আমি ও ভীষণ মিস করছি Tongue Tongue
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৪
212111
মোবারক লিখেছেন : দাদা অনেক পরে আপনাকে দেখলাম।
268408
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিবাহিত জিবনের তিন রুপ।
প্রথম বছর স্বামি বলেন আর স্ত্রি শুনেন।
দ্বিতিয় বছর স্ত্রি বলেন আর স্বামি শুনেন।
তৃতিয় বছর থেকে উভয়ই বলেন আর প্রতিবেশিরা শুনেন!!!
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৪
212109
মোবারক লিখেছেন : অস্বীকার করবো না,
268450
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৮
টাংসু ফকীর লিখেছেন : সুখে থাক বাছাধন
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৬
212152
মোবারক লিখেছেন : টাংসু ভাই দোয়া করবেন।
268471
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৫
আফরা লিখেছেন : আল্লাহ আপনাদের দাম্পত্য জীবন সুখে রাখুক । বিবাহের রজত জয়ন্তী , সূবর্ণ জয়ন্তী পালন করার নেক হায়াত দান করুন , এবং আগামী বছরটা আপনাদের একত্রে কাটাতে চাওয়ার নেক ইচ্ছা পূর্ন করে দিন । আমীন ।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২০
212157
মোবারক লিখেছেন : আপনার এই দোয়া যেন আল্লাহ্‌ কবুল করে। আল্লাহ্‌ যেন আমাকে সঠিক সরল পথ দেখান,যেন সঠিক আমল গুলী সুন্দর ভাবে করতে পারি, আমার জন্য দোয়া করেবেন।
268473
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৮
শিশির ভেজা ভোর লিখেছেন : এখন পর্যন্ত বিয়েই করতে পারলাম না। Sad Sad Crying Crying Crying তবে আপনার জন্য দোয়া রইলো।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২১
212158
মোবারক লিখেছেন : বিয়ের বয়স কমছে পত্রিকায় দেখলাম, আপনার জন্য সু খবর টা আবার দিলাম।
268485
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৯
অসহায় মুসাফির লিখেছেন : আহা, কখন যে এমন করে wish পাবো ?? যাইহোক, আপনাদের যানাই শুভ বিবাহ বার্ষিকী। আল্লাহ আপনার নেক ইচ্ছে পূরণ করুক।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৫৭
212218
মোবারক লিখেছেন : শুভ কাজটা সেরে পেলেন।
268515
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:০৩
কাজী লোকমান হোসেন লিখেছেন : অসহায় মুসাফির লিখেছেন : আহা, কখন যে এমন করে wish পাবো ?? যাইহোক, আপনাদের যানাই শুভ বিবাহ বার্ষিকী। আল্লাহ আপনার নেক ইচ্ছে পূরণ করুক। Rose Rose সহমত Rose Rose
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৮
212326
মোবারক লিখেছেন : ধন্যবাদ দাদা।
268764
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩১
ধন্যবাদ লিখেছেন : মনটা খুব খারাপ হয়ে যায় যখন ফেলে আসা দিনগুলো মনে পরে,এতটা দূরে যে ইচ্ছা করলেও ছুঁতে পারবনা।
same you
১০
268875
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৬
অসহায় মুসাফির লিখেছেন : মোবারক ভাই, মা-বাবাকে বুঝায় কেমনে?তাছাড়া মনের স্বাদ থাকলেও পকেট যে সাহারা মরুভূমির মতো বালুময় হয়ে আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File