আজ ২৪ এ সেপ্টেম্বর আজ আমাদের বিয়ের দুই বছর পূর্ণ হলো।
লিখেছেন লিখেছেন মোবারক ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:১৬:১৬ রাত
২০১২ সালের এই দিনে দেখতে গিয়ে সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবে বিয়ে করি।বিদেশ থেকে দেশে গিয়ে প্রথম দেখতে যাওয়া মেয়েটি এখন আমার স্ত্রী আমার স্ত্রী গৃহিণী।আমাদের একটা কলিজার টুকরা সন্তান ও আছে।
কী ভাবে যে সময় চলে গেল টেরও পেলাম না,আজ ও হাসি অনেক দূরে।এবারও ওকে এই দিনে কাছে পেলাম না,মনটা খুব খারাপ হয়ে যায় যখন ফেলে আসা দিনগুলো মনে পরে,এতটা দূরে যে ইচ্ছা করলেও ছুঁতে পারবনা।
আশা করে ছিললাম গতবার যে এই দিনে আমরা দু’জন এক সাথে থাকব কিন্তু তা হল না,আশা করছি সামনের বার দুজন এই দিনটাতে এক সাথে থাকবো। অনেক কথা বলবো,যত সুখের স্মৃতি আছে আমাদের চোখে ভাসবে।
সকলের দোয়া চাচ্ছি বাকি জীবন গুলি যেন সুন্দর ভাবে কাটে আমাদের।
বিষয়: বিবিধ
২২৮৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি ও ভীষণ মিস করছি
প্রথম বছর স্বামি বলেন আর স্ত্রি শুনেন।
দ্বিতিয় বছর স্ত্রি বলেন আর স্বামি শুনেন।
তৃতিয় বছর থেকে উভয়ই বলেন আর প্রতিবেশিরা শুনেন!!!
same you
মন্তব্য করতে লগইন করুন